18/10/2025
ইউরোপের ভিতরে সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাস করে
আনুমানিক হিসেবে ইউরোপজুড়ে বর্তমানে প্রায় ১০ থেকে ১২ লক্ষ বাংলাদেশি বসবাস করছেন। এর মধ্যে সবচেয়ে বেশি যুক্তরাজ্যে, যেখানে প্রায় ৭ থেকে ৮ লক্ষ বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ আছেন। ইতালি দ্বিতীয় স্থানে, প্রায় ২ লক্ষ বাংলাদেশি সেখানে বসবাস করেন। ফ্রান্সে প্রায় ২৫ হাজার, জার্মানিতে ২০ হাজার, গ্রিসে ১৮ হাজার, স্পেনে ১০ হাজার, এবং পর্তুগালে ১২ হাজারের মতো বাংলাদেশি রয়েছে। এছাড়া নেদারল্যান্ডস, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ড মিলিয়ে আরও প্রায় ১০ হাজারের মতো বাংলাদেশি ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন। আপনি কোন দেশে বসবাস করেন অবশ্যই বলে যাবে