
23/06/2025
“শুরু করাটাই জরুরি।”
হাত গুটিয়ে অন্যের আশায় বসে থাকলে কিছুই হবে না।
পরিশ্রম করুন, কাজ করুন, নিয়ত ঠিক রাখুন।
সৃষ্টিকর্তা আছেন, তিনি ঠিক সময়েই আপনার কাজের অ্যাপ্রুভাল দেবেন।
শুনেছেন না ওই হাদীসটা?
পাখি খালি পেটে বের হয়, আর সন্ধ্যায় ফিরে আসে ভরা পেটে।
সে জানে না কোথায় খাবার আছে, তবুও সে রওনা দেয়।
তাই হতাশা নয়, এবার উঠে দাঁড়ান। কাজ শুরু করুন।
বরকতের রাস্তা হাঁটলেই খোলে।
#অনুশীলনে_সবই_সম্ভব