Freelancer Rupom

Freelancer Rupom আমি চাই, আমার পেইজ থেকে মানবিকতার বার্তা ছড়াক — মানুষ উপলব্ধি করুক, বদলাক, অনুপ্রাণিত হোক।

আর নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন-সম্পদ, প্রাণ ও ফল-ফসলের ক্ষয় দ্বারা। আর তুমি ধৈর্যশীলদের সুস...
06/08/2025

আর নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন-সম্পদ, প্রাণ ও ফল-ফসলের ক্ষয় দ্বারা। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও।

কবির একটা বিখ্যাত লাইন আছে,"Our death is our wedding with eternity. 🥹
01/08/2025

কবির একটা বিখ্যাত লাইন আছে,
"Our death is our wedding with eternity. 🥹

ছবিতে দুইটা অবস্থা। লোকেশন: নোয়াখালী মাইজদী সুপার মার্কেট।
29/07/2025

ছবিতে দুইটা অবস্থা।
লোকেশন: নোয়াখালী মাইজদী সুপার মার্কেট।

26/07/2025

উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কি হতে পারে? (সূরা আর রহমান, আয়াত:৬০)

প্রকৃতি 💖
24/07/2025

প্রকৃতি 💖

আমাদের এলাকার প্রেসিডেন্ট 😊তবে সে অসুস্থ দোয়াপ্রার্থী 🤲
22/07/2025

আমাদের এলাকার প্রেসিডেন্ট 😊
তবে সে অসুস্থ দোয়াপ্রার্থী 🤲

22/07/2025

এই দেশে বেঁচে থাকাই হচ্ছে বড় এচিভমেন্ট, আর বাকি সব কিছু এখন বিলাসিতা 🫡

আচ্ছা মানুষ ক'বছর বাঁচে?- জীবন একটা অনিশ্চিত অবসর; নির্দিষ্ট সময় হয় না।
20/07/2025

আচ্ছা মানুষ ক'বছর বাঁচে?

- জীবন একটা অনিশ্চিত অবসর; নির্দিষ্ট সময় হয় না।

আমার দোয়াগুলো কবুল করিও 🤲
18/07/2025

আমার দোয়াগুলো কবুল করিও 🤲

ওর হাসিটাই আমার দিনের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল আজ…বিশেষ চাহিদাসম্পন্ন মানুষরাও আমাদের মতোই ভালোবাসা পেতে চায়।তাদের একটু...
17/07/2025

ওর হাসিটাই আমার দিনের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল আজ…

বিশেষ চাহিদাসম্পন্ন মানুষরাও আমাদের মতোই ভালোবাসা পেতে চায়।
তাদের একটু সম্মান, একটু সময়, আর একটু হাসি—
এইটুকুই তো মানবতা।

ভাষা শুধু মুখের নয়, হৃদয়েরও হয়।আমার কাঁধে যার হাত—তিনি বাকপ্রতিবন্ধী,তবুও আজ তার সঙ্গে হয়েছে অনেক গল্প।নীরবতাই কখনো কখনো...
14/07/2025

ভাষা শুধু মুখের নয়, হৃদয়েরও হয়।
আমার কাঁধে যার হাত—তিনি বাকপ্রতিবন্ধী,
তবুও আজ তার সঙ্গে হয়েছে অনেক গল্প।
নীরবতাই কখনো কখনো সবচেয়ে গভীর সংলাপ হয়।
দোয়া প্রার্থী 🤲

নাম তার আলাউদ্দিন। বিশেষ চাহিদাসম্পন্ন হলেও মনটা একেবারে স্বর্ণের মতো। মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর আবদা...
13/07/2025

নাম তার আলাউদ্দিন। বিশেষ চাহিদাসম্পন্ন হলেও মনটা একেবারে স্বর্ণের মতো। মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর আবদার করে বলল, ভাই একটা টুপি চাই... আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তোর জন্য দোয়া করব। তার সেই নিষ্পাপ আবদারে না বলতে পারিনি। একটু দোয়া আর ভালোবাসা নিতে গেলাম।
গিফট আমার বিশেষ ব্যক্তির পক্ষ থেকে ❤️

Address

Khalifarhat Sadar, Maijdee Court
Maijdee Court

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Rupom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Rupom:

Share