Freelancer Rupom

Freelancer Rupom আমার কাজ একটাই, শিক্ষা, কর্মসংস্থান আর স্কিল ডেভেলপমেন্ট নিয়ে উৎসাহিত করা, রিসোর্স দিয়ে সাহায্য করা!

A word can start or stop a war🧨
অ তে অন্য কথা পরে কবো
আ তে আগে ভালো মানুষ হবো
ONE ALLAH ONE EARTH🌎

“শুরু করাটাই জরুরি।”হাত গুটিয়ে অন্যের আশায় বসে থাকলে কিছুই হবে না।পরিশ্রম করুন, কাজ করুন, নিয়ত ঠিক রাখুন।সৃষ্টিকর্তা আছে...
23/06/2025

“শুরু করাটাই জরুরি।”
হাত গুটিয়ে অন্যের আশায় বসে থাকলে কিছুই হবে না।

পরিশ্রম করুন, কাজ করুন, নিয়ত ঠিক রাখুন।
সৃষ্টিকর্তা আছেন, তিনি ঠিক সময়েই আপনার কাজের অ্যাপ্রুভাল দেবেন।

শুনেছেন না ওই হাদীসটা?
পাখি খালি পেটে বের হয়, আর সন্ধ্যায় ফিরে আসে ভরা পেটে।
সে জানে না কোথায় খাবার আছে, তবুও সে রওনা দেয়।

তাই হতাশা নয়, এবার উঠে দাঁড়ান। কাজ শুরু করুন।

বরকতের রাস্তা হাঁটলেই খোলে।

#অনুশীলনে_সবই_সম্ভব

18/06/2025

সম্মান আসে যোগ্যতা থেকে, বাঁচার রাস্তা আসে দক্ষতা থেকে।
যদি না পারেন নিজের দক্ষতা বিক্রি করতে, তাহলে সমাজ আপনাকে নিজের আত্মা বিক্রি করতে বাধ্য করবে।

এখনই ঠিক করুন—
আপনি নিজের স্কিল বেচবেন?
নাকি বেঁচে থাকার জন্য নিজেকেই বিক্রি করে দেবেন?

জীবনের প্রথম লিডারশিপ ট্রেনিংটা শুরু হয়েছিল উনার হাত ধরেই।শিখিয়েছেন কীভাবে দায়িত্ব নিতে হয়, সিদ্ধান্ত নিতে হয়, আর মানুষে...
14/06/2025

জীবনের প্রথম লিডারশিপ ট্রেনিংটা শুরু হয়েছিল উনার হাত ধরেই।
শিখিয়েছেন কীভাবে দায়িত্ব নিতে হয়, সিদ্ধান্ত নিতে হয়, আর মানুষের পাশে দাঁড়াতে হয়।
আমাদের সবার জীবনের সবচেয়ে বড় ট্রেইনার, বাবা।

এই বাবা দিবসে বিশ্বের প্রতিটি বাবার প্রতি রইল ভালোবাসা আর গভীর কৃতজ্ঞতা।

13/06/2025

গ|জlয় এই মুহূর্তে ইন্টারনেট এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ। এই মুহূর্তে গlজlয় যেই আগ্রাসন চলছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যাচ্ছে না।

আল্লাহ রহম করুন।

স্কিল ডেভেলপ করে হয়ে যাও নিজের কাছে এবং পরিবারের কাছে চ্যাম্পিয়ন। 💪
10/06/2025

স্কিল ডেভেলপ করে হয়ে যাও নিজের কাছে এবং পরিবারের কাছে চ্যাম্পিয়ন। 💪

নিজেকে ভালোবাসা।নিজেকে ভালোবাসা মানে শুধু আয়নার সামনে দাঁড়িয়ে হাসিমুখে নিজের দিকে তাকানো নয়। নিজেকে ভালোবাসা মানে নিজের ...
09/06/2025

নিজেকে ভালোবাসা।

নিজেকে ভালোবাসা মানে শুধু আয়নার সামনে দাঁড়িয়ে হাসিমুখে নিজের দিকে তাকানো নয়। নিজেকে ভালোবাসা মানে নিজের বিবেককে সম্মান করা, নিজের আত্মাকে প্রশ্ন করা—"আমি যা করছি, সেটা কি সত্যিই সঠিক?"

যখন একজন মানুষ সত্যিকার অর্থে নিজেকে ভালোবাসে, তখন তার পক্ষে অন্যায় করা সম্ভব নয়। কেননা, সেই মানুষ জানে—পৃথিবী তাকে ভুল বুঝতে পারে, সহকর্মীরা হয়তো সন্দেহ করতে পারে, এমনকি সামাজিক মিডিয়া তাকে বিচার করতে পারে; কিন্তু একমাত্র সে নিজেই জানে সে আসলে কেমন মানুষ।

নিজেকে ভালোবাসা মানে, অন্ধকারেও আলো খোঁজা। যেই আলো আত্মার ভেতর থেকে আসে—সততা, দায়িত্ববোধ আর আত্মমর্যাদার আলো।

তাই প্রশ্নটা একটাই—আপনি নিজেকে কতটা ভালোবাসেন?

চলুন, সৎ থাকি—নিজের প্রতি, দেশের প্রতি।

09/06/2025

🔴 করোনা আবার বাড়ছে ধীরে ধীরে,
😷 মাস্ক পরুন, নিরাপদ থাকুন সবার তরে।
🧼 হাত ধোয়া ও দূরত্ব রাখাই বাঁচার উপায়,
🌍 সচেতনতাই হতে পারে আপনার বড় দায়িত্ব আজ।

29/05/2025

বেঁচে থাকাটাই আশ্চর্যজনক মনে হয়।

25/05/2025

জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন আমার আম্মার জন্য।

💁‍♀️রোগীর সমস্যা: অপারেশন,, হিমোগ্লোবিনের পরিমান কম।
🩸রক্তের গ্রুপ: O+
💉রক্তের পরিমান: ৩ ব্যাগ
তারিখঃ ২৫/০৫/২৫
⌚রক্ত দানের সময়: আজকে সন্ধ্যার মধ্যে।
🏥রক্তদানের স্থান: পঙ্গু হাসপাতাল নিটোর, আগারগাঁও ঢাকা।
☎️যোগযোগঃ ০১৭৪৩৭৬০৮৪৩

24/05/2025

আল্লাহ আমার আম্মার জন্য অনেক কিছু করার বাকি আমার 🥹

19/05/2025

Time management for beginner.

💖
19/05/2025

💖

Address

Maijdee Court

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Rupom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Rupom:

Share