আলোর বার্তা

আলোর বার্তা বাংলা খবর

25/12/2024

⭕ Live Waz 🔴
📷সরাসরি সম্প্রচার🥀
🌍 শ্রমিক কল্যাণ ফেডারেশন , নোয়াখালী।
দ্বীন প্রচারের স্বার্থে সবাই লাইভটা শেয়ার করুন। বেশি বেশি লাইক,কমেন্ট করবেন।

এপিপি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ -কে হত্যার পরিকল্পনাকারী ও উস্কানিদাতা ইসকন সদস্য প্রবীর চন্দ্র পাল। একইসাথে সে ফরহাদ...
27/11/2024

এপিপি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ -কে হত্যার পরিকল্পনাকারী ও উস্কানিদাতা ইসকন সদস্য প্রবীর চন্দ্র পাল। একইসাথে সে ফরহাদ মজহারেরও অনুসারী।

ইসকন জঙ্গি নওফেলকে কারা পালিয়ে যেতে দিছে?
27/11/2024

ইসকন জঙ্গি নওফেলকে কারা পালিয়ে যেতে দিছে?

নান্দনিক এই কাজটি করেছে ব্রাহ্মনবাড়িয়া জেলা।
12/10/2024

নান্দনিক এই কাজটি করেছে ব্রাহ্মনবাড়িয়া জেলা।

আমরা এমন সমাজ চাই যেখানে মন্দির পাহারার প্রয়োজন হবে না : জামায়াত আমীর ডা. শফিকুর
12/10/2024

আমরা এমন সমাজ চাই যেখানে মন্দির পাহারার প্রয়োজন হবে না : জামায়াত আমীর ডা. শফিকুর

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা করেছে আওয়ামী লীগ।-উপদেষ্টা আসিফ মাহমুদ
12/10/2024

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের চেষ্টা করেছে আওয়ামী লীগ।-উপদেষ্টা আসিফ মাহমুদ

গত ১৫ বছর চাননি কেন?
12/10/2024

গত ১৫ বছর চাননি কেন?

12/10/2024

আশুলিয়া নাসা গার্মেন্টস এর শ্রমিকরা আজমত গার্মেন্টসের ভাঙচুর চালাচ্ছে।

ঐ এলাকার অধিকাংশ গার্মেন্টসকে অস্থির করে তোলা হয়েছে। শ্রমিকরা বিভিন্ন সময় নবীনগর-চন্দ্র রোড ব্লক করে রাখছে। ফলে উত্তরবঙ্গের বাসগুলোর জন্য অসুবিধার সৃষ্টি হচ্ছে। নাগরিককে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করছে একটা মহল। ধারণা করি, তারা আওয়ামী লীগের।

বাবা-মা কেউ নাই। বড় হয়েছে খালা বাড়ি। খালার পরিবারে অভাব অনটন দেখে অন্যত্র চয়ে যায়।একটি পরিবর্তনের আশায় নিঃস্বার্থ মনে দে...
12/10/2024

বাবা-মা কেউ নাই। বড় হয়েছে খালা বাড়ি। খালার পরিবারে অভাব অনটন দেখে অন্যত্র চয়ে যায়।
একটি পরিবর্তনের আশায় নিঃস্বার্থ মনে দেশের স্বৈরাচার পতনে নিজেকে সম্পৃক্ত করে গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায়। চোখের চিকিৎসার জন্য বর্তমানে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রয়েছেন। ইতোমধ্যে হারিয়েছেন একটি চোখ। শরীরে রয়েছে অনেকগুলো ছররা বুলেট। তবে সেটার সংখ্যা কত— তা জানেন না ইমরান।
এতিম এই যোদ্ধাকে কেউ সাহায্য করতে চাইলে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে খোঁজ নিতে পারেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দলীয় টেন্টে হালিমের দোকান দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের...
12/10/2024

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দলীয় টেন্টে হালিমের দোকান দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী ফয়জুল আমিন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তোলা।

09/10/2024
প্রধান উপদেষ্টাকে অসাংবিধানিক বলা ও শহীদ আবু সাইদকে 'সন্ত্রাসী' আখ্যা দেয়া বিসিএস ৪০ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা...
08/10/2024

প্রধান উপদেষ্টাকে অসাংবিধানিক বলা ও শহীদ আবু সাইদকে 'সন্ত্রাসী' আখ্যা দেয়া বিসিএস ৪০ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তাপসী তাবাস্‌সুম ঊর্মিকে সাময়িকভাবে বরখাস্ত করে তার উপর বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। আপনার মনে প্রশ্ন আসতে পারে, এত প্রস্তুতি নিয়ে এত কষ্ট করে পাওয়া বিসিএস প্রশাসন ক্যাডারের চাকরিটা খোয়াবেন জানার পরেও কেন তিনি এই ধরনের কাজ করলেন?

হাজার হোক, এই দেশের প্রেক্ষাপটে প্রসাশন ক্যাডারে চাকরি পাওয়া অত সোজা নয়। তিনি ২০১৫ সালে SUST এর সিএসই (২০১০ ব্যাচ) থেকে গ্র‍্যাজুয়েশনের পর ২০২২ সালে এই চাকরিতে যোগ দেন। অর্থাৎ, পাশ করার পর থেকে প্রশাসনে যোগ দিতে তার সময় লেগেছে ৭ বছর।

আসল কথা হল, এই চাকরি না করার সিদ্ধান্ত তিনি অনেক আগেই নিয়ে ফেলেছেন। তিনি ঠিক করেছেন এই দেশে আর ক্যারিয়ার গড়বেন না। তাই যত দ্রুত সম্ভব তিনি এই চাকরি ত্যাগ করে যাওয়াটা নিশ্চিত করতে চাচ্ছেন। গত ০১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে তাকে পাসপোর্ট গ্রহনের জন্য NOC দেয়া হয়। তার মানে তিনি পাসপোর্টের আবেদন আরো আগেই করেছিলেন। এছাড়াও তিনি কয়েকদিন আগে "Higher Study Abroad" গ্রুপে নিজের আইডি থেকে জয়েন করেন।

দ্রুত চাকরি থেকে বের হতে পারার পাশাপাশি বাইরে ভিসা পাওয়া বা প্রয়োজনে অ্যাসাইলাম পাওয়ার সম্ভাবনা তৈরী করতে তাপসী তাবাস্‌সুম ঊর্মিকে একটু extreme measure নিতে হয়েছে। প্রথমে জনরোষ তৈরী করতে তিনি আবু সাইদকে সন্ত্রাসী বললেন। কিন্তু তার অখ্যাত প্রোফাইলের জন্য সেটা বেশি মানুষের কাছে পৌছায়নি।

পাত্তা না পেয়ে এবার টার্গেট করলেন স্বয়ং প্রধান উপদেষ্টা ও গোটা উপদেষ্টা পরিষদকে। প্রজাতন্ত্রের একজন জুনিয়র কর্মকর্তা হয়ে রাষ্ট্রপ্রধানকে অসাংবিধানিক বলা ও তার বিদায়ঘন্টা বাজানোর ঘোষণা দেয়া সাড়া ফেলতে বাধ্য। তার উদ্দেশ্য সফল হল। দেশের গণমাধ্যম হুমড়ি খেয়ে এই সংবাদ প্রচার করল, ছাত্ররা তার বিরুদ্ধে স্লোগান দিল, একদিনের মধ্যে ওএসডি ও ২ দিনের মধ্যে বরখাস্তও হয়ে গেলেন।

এখন কেউ একজন তাকে আক্রমণ করার হুমকি দিয়ে একটা স্ট্যাটাস দিলেই তিনি সুরসুর করে অ্যাসাইলাম নিয়ে ফ্লোরিডার বিচে হাওয়া খেতে পারবেন। তা না হলেও সমস্যা নেই। স্কলারশিপ নিয়ে উচ্চতর শিক্ষার ভাল যোগ্যতা তার আছে, Google Scholar এ সার্চ করলে সাস্টে থাকাকালীন তার NLP (Natural Language Processing) এর উপর গবেষণাপত্রগুলো পেয়ে যাবেন।

আশা করা যায়, তাকে আমরা খুব দ্রুত বাইরের কোন বিশ্ববিদ্যালয়ে গবেষকরূপে দেখব, সেজন্য আগাম শুভকামনা রইল। জীবনের লক্ষ্যে পৌছাতে মানুষ অনেক ধরনের পথ বেছে নেয়, কিন্তু তিনি কাজটা এভাবে না করলেও পারতেন।

এখন প্রশাসনের উচিত জুলাই অভ্যুত্থানে তার কি ভূমিকা ছিল এবং ওই সময়ে তিনি কিভাবে তার নির্বাহী ক্ষমতা ব্যবহার করেছেন তা তদন্ত করা। এছাড়াও প্রসাশনে থেকে গত দুই বছরে তার দুর্নীতির কোন রেকর্ড আছে কিনা তাও খতিয়ে দেখা উচিত।

লিখেছেন - মেহেদী হাসান মুয়াজ (Mehedi Hasan Muaz)

গত ১৫ বছর ধরে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভয়াবহ রূপ নিয়েছে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা। এর মধ্যে প...
08/10/2024

গত ১৫ বছর ধরে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভয়াবহ রূপ নিয়েছে শিক্ষার্থী নির্যাতনের ঘটনা। এর মধ্যে প্রায় ৮৪ শতাংশ শিক্ষার্থীই আবাসিক হলে নির্যাতনের শিকার হয়েছেন। আর এদের মধ্যে ৮০ ভাগ শিক্ষার্থীদের ছাত্রশিবির এবং ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে এমন সন্দেহে নির্যাতন করা হয়েছে।

স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে, আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিত...
08/10/2024

স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হলে, আমরা সেই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও কঠোর বিরোধিতা করব।
-হাসনাত আব্দুল্লাহ

08/10/2024

খালাম্মার ফিটনেস কেমন এখন?

ব্যাপক গবেষণা ভাউ 😁
08/10/2024

ব্যাপক গবেষণা ভাউ 😁

Address

Noakhali, Maijdee Court
Maijdee Court
3834

Alerts

Be the first to know and let us send you an email when আলোর বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলোর বার্তা:

Videos

Share