Vlogs 69

Vlogs 69 Fllow our page for More update you can join this page
(1)

একটু প্রগতিশীল বা সুশীল চিন্তাধারার অনেকের হয়তো পতিতা বা বেশ্যা শব্দের ব্যবহারে আপত্তি থাকতে পারে। কিন্তু দিন শেষে ব্যাপ...
15/07/2025

একটু প্রগতিশীল বা সুশীল চিন্তাধারার অনেকের হয়তো পতিতা বা বেশ্যা শব্দের ব্যবহারে আপত্তি থাকতে পারে। কিন্তু দিন শেষে ব্যাপারটা আরও খারাপ।

ফলো দ্য মানি। খোঁজ নেন, এই যে যৌন ব্যবসা, তার লাভের টাকা শেষ পর্যন্ত কার পকেটে যায়? দেখবেন, এই "যৌনকর্মী"দের ভাগে খুবই কম টাকা জোটে। অধিকাংশই যায় ব্যবসার দালাল, যৌনপল্লীর মালিক, এলাকার নিয়ন্ত্রক - এদের পকেটে।

এখানকার মহিলারা শখ করে এখানে আসে না। তারা ভয়াবহ জুলুমের শিকার। উচিত ছিল এদেরকে সাহায্য করা এই জুলুম থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে। এদেরকে পুনর্বাসনের উদ্দেশ্যে।

কিন্তু না, তাদেরকে সাহায্য করা হচ্ছে এই জুলুমকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে। কারণ ওটাই - "পতিতারা ভালো হয়ে গেলে এনজিওদের লাভ নাই। এনজিওদের লাভ যদি পতিতারা বেশ্যাই থেকে যায়। এদের করুণ জীবনটাকে ক্যামেরাতে দেখিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে টাকা নেয়া যাবে। বিদেশ থেকে ফান্ড আনা যাবে।"

ড. ইউনুসের এনজিওগ্রাম সরকারের অবশ্য এগুলোই করার কথা। তারা ঠিক পথেই আছে।

— মোজাম্মেল হোসেন ত্বোহা

15/07/2025
15/07/2025

ব্রেকিং,,,
এবার বিএনপির সমাবেশ থেকে আবু সাঈদের ফাসির দাবী তুললেন বিএনপি কর্মীরা।
©

14/07/2025

আসিফ মাহমুদের স্লোগানে উত্তাল টিএসসি
Asif Mahmud Shojib Bhuyain

এই সেই নেতা, যে বলেছিলো আমরা WiFi ছাড়াও ভালো ছিলাম।5G যুগে আইসাও ব্রেইনের আপডেট হয় নাই।
14/07/2025

এই সেই নেতা, যে বলেছিলো আমরা WiFi ছাড়াও ভালো ছিলাম।
5G যুগে আইসাও ব্রেইনের আপডেট হয় নাই।

বাংলাদেশে হাই রেঞ্জের প-তি-তা ভার্সিটির।অর্থাৎ বাংলাদেশের এলিট শ্রেণীতে সবচেয়ে চড়া মূল্যে বাসায় আনতে হয় ভার্সিটির সুন্দর...
14/07/2025

বাংলাদেশে হাই রেঞ্জের প-তি-তা ভার্সিটির।
অর্থাৎ বাংলাদেশের এলিট শ্রেণীতে সবচেয়ে চড়া মূল্যে বাসায় আনতে হয় ভার্সিটির সুন্দরী মেয়েদের।

বিশেষ করে ভার্সিটির শিক্ষক,ব্যাংকার,ব্যবসায়ী,নেতা ইত্যাদি ধরণের ক্যাটাগরির মানুষের প্রথম পছন্দ ভার্সিটির মেয়ে।

একেকজন এর রেট ১০ হাজার থেকে এক লক্ষ টাকা হতে পারে৷ বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির মেয়েদের চাহিদা বেশি।

ভার্সিটির মেয়েরা এসব করে এগুলা অনেকে বিশ্বাস ই করবে না। কিন্তু তারা চা অফার থেকে শুরু করে শারীরিক মিলামেশা পর্যন্ত এর মধ্যে কিছু মেয়ে আছে চাহিদার জন্য লিভিং এ যায়। আপনি বর্তমানে সোশ্যালে তাকালে অনেক গ্রুপ দেখতে পাবেন, উই আর ডেটিং কপি পাস্থা ইয়ার্কি এমন টাইপের অনেক আছে

কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে অভিজাত শ্রেনীর মানুষরা এখন ভার্সিটির মেয়ে ছাড়া ভোগ করে না।

একটা ভার্সিটির মেয়ে যদি মাসে ৩/৪ লাখ টাকা আর্ন করে। সে কিভাবে টাকার লোভ সামলাবে।
চট্টগ্রামে হালিশহরে একটা পতি-তালয়ের সন্ধান পেয়েছি। যা ভার্সিটির মেয়েদের দ্বারা পরিচালিত।

আর তাদের সেবা গুলো ভিন্ন ধরণের হয়ে থাকে।
যেমন নির্দিষ্ট পতি'তা কে ২/৪ দিনের জন্য কন্টাক্ট করে কক্সবাজার বা নিজেদের বাসায় নিয়ে যায়।

বেশিরভাগ কক্সবাজারে নিয়ে যায় সবাই।
কক্সবাজারে ট্রেন সেবা চালু হয়েছে।
এটার একটা হিডেন ম্যাসেজ আছে।

এই দেশটা কে সমূলে ধ্বংস করতে কক্সবাজারের বিকল্প নাই।
ট্যুরিস্ট স্পট গুলো সহজলভ্য করা মানে। আর্থিক ব্যানিফেশিয়াল এর পাশাপাশি অবাধ যৌনতা দিয়ে দেশ কে ডুবিয়ে দেওয়া।

কক্সবাজারে অধিকাংশ যায় এসব হোটেলে প্রাইভেট এনজয় করার জন্য৷
আর ঢাকার কথা কি বলব।

ঢাকার শিক্ষা প্রতিষ্ঠান গুলো অবস্থা ভয়াবহ।
ঢাকা এখন স্মার্ট পতি-তা নগর৷

সংগৃহীত

Address

Maijdee Court

Alerts

Be the first to know and let us send you an email when Vlogs 69 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share