
15/07/2025
একটু প্রগতিশীল বা সুশীল চিন্তাধারার অনেকের হয়তো পতিতা বা বেশ্যা শব্দের ব্যবহারে আপত্তি থাকতে পারে। কিন্তু দিন শেষে ব্যাপারটা আরও খারাপ।
ফলো দ্য মানি। খোঁজ নেন, এই যে যৌন ব্যবসা, তার লাভের টাকা শেষ পর্যন্ত কার পকেটে যায়? দেখবেন, এই "যৌনকর্মী"দের ভাগে খুবই কম টাকা জোটে। অধিকাংশই যায় ব্যবসার দালাল, যৌনপল্লীর মালিক, এলাকার নিয়ন্ত্রক - এদের পকেটে।
এখানকার মহিলারা শখ করে এখানে আসে না। তারা ভয়াবহ জুলুমের শিকার। উচিত ছিল এদেরকে সাহায্য করা এই জুলুম থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে। এদেরকে পুনর্বাসনের উদ্দেশ্যে।
কিন্তু না, তাদেরকে সাহায্য করা হচ্ছে এই জুলুমকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে। কারণ ওটাই - "পতিতারা ভালো হয়ে গেলে এনজিওদের লাভ নাই। এনজিওদের লাভ যদি পতিতারা বেশ্যাই থেকে যায়। এদের করুণ জীবনটাকে ক্যামেরাতে দেখিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে টাকা নেয়া যাবে। বিদেশ থেকে ফান্ড আনা যাবে।"
ড. ইউনুসের এনজিওগ্রাম সরকারের অবশ্য এগুলোই করার কথা। তারা ঠিক পথেই আছে।
— মোজাম্মেল হোসেন ত্বোহা