08/08/2025
একটা বিটার ট্রুথ হচ্ছে, তারেক জিয়া ভালো লিডার না। দল চালানোর মতো পর্যাপ্ত যোগ্যতা তার নাই। শুধু মেজর জিয়ার ছেলে বলেই সে বিএনপির চেয়ারম্যান হয়ে গেছে। দ্যাটস ইট।
হাসিনা যদি আজকে ফোন দিয়ে বলে, কাল থেকে কেউ চাঁদাবাজি টেন্ডারবাজি করবেনা। আপনি বিশ্বাস করেন আর না করেন, লীগের কেউ এইসব করবেনা।
হাসিনাকে ভালো বলছিনা। তবে দল চালানোর জন্য তার স্ট্র্যাটেজি ছিলো আলাদা।
বাট তারেক জিয়া, তার সেই ক্যাপাবিলিটি নাই। বেচারা বহুবার বার্তা দিছে চাঁদাবাজি রোধ করার জন্য। কিন্তু কিছুই হয়নাই।
খারাপ ভাষায় একটা কথা বলি। বিএনপির লোকজন আসলে তারেক জিয়ারে সো...না।
মজা করে কে জানি বলছিলো, ভিডিও কলে বউরেই সাইজ করা যায়না, আরেকজন দল চালাইতে আসছে।
কথাটা হাসির হইলেও সত্য।
এই কিছুদিন আগের কথাই ধরেন না। পাথর দিয়ে আঘাত করে একটা ব্যবসায়ীকে মাইরা ফালাইলো। একজন লন্ডন থেকে বক্তব্য দিলো, আরেকজন মৃতের বাড়িতে মিষ্টি নিয়ে স্বান্তনা দিতে গেলো।
বিএনপির বাকি পোলাপান পোস্ট দিয়ে ভরে ফেললো, তদন্ত চলছে। অপরাধীর কোনো দল হয়না।
তারপর আমি হাসতে হাসতে বিএনপির জন্য খোদার কাছে অভিশাপ দিলাম।
আর আজকে কি হইলো। চাঁদাবাজির বিরুদ্ধে লাইভ করায় আবারো পাথর দিয়ে থেঁতলে দেওয়া হলো শরীর, মেরে ফেলা হলো একটা সাধারণ মানুষকে।
তারমানে ওদের কাছে চাঁদাবাজি হালাল। এই হালালের বিরুদ্ধে যারাই কথা বলবে, তাদেরই থেঁতলে দেওয়া হবে। বিএনপির নতুন ধর্মকে স্বাগতম।
এখন বিএনপি কি করবে?
তারেক জিয়া ভিডিও কলে আহ ওহ করবে, আরেকদল মিষ্টি নিয়া দেখতে যাবে। আর বিএনপির পোলাপান পোস্ট দিয়ে বলবে, অপরাধীর কোনো দল হয়না।
তারপর আমি আবারো হাসতে হাসতে বলবো,
খোদা, আমি মজলুম। জালিম বিএনপিকে ধ্বংস করো।
©