Vlogs 69

Vlogs 69 Fllow our page for More update you can join this page
(1)

প্রবাসী নেতা জনাব তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নে  #হ্যা বলুন ✌️✌️
30/10/2025

প্রবাসী নেতা জনাব তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নে #হ্যা বলুন ✌️✌️

জনগনের সরকার কি বাংলাদেশের মানুষ কোনদিনও পাবে?
30/10/2025

জনগনের সরকার কি বাংলাদেশের মানুষ কোনদিনও পাবে?

Vote den!
30/10/2025

Vote den!

পৃথিবীর সব রিয়াজ নামের মানুষের মাঝে এক মাত্র  খারাপ,পা চাটা দালাল হলো এই আওয়ামী দোসর খনিকের ছেলে।বাকি সব রিয়াজ নামের ...
29/10/2025

পৃথিবীর সব রিয়াজ নামের মানুষের মাঝে এক মাত্র খারাপ,পা চাটা দালাল হলো এই আওয়ামী দোসর খনিকের ছেলে।
বাকি সব রিয়াজ নামের মানুষ ভালো 🥰

খালেদ মহিউদ্দিনের পরবর্তী টকশোতে,খালেদ মহিউদ্দিন to আপা:
28/10/2025

খালেদ মহিউদ্দিনের পরবর্তী টকশোতে,
খালেদ মহিউদ্দিন to আপা:

28/10/2025
জীবনের মূল্য ৫ লক্ষ টাকা সাথে একটি চাকরি ফ্রি।
26/10/2025

জীবনের মূল্য ৫ লক্ষ টাকা সাথে একটি চাকরি ফ্রি।

বাংলাদেশে মারা যাওয়ার যত পদ্ধতি আছে, অন্যান্য দেশে তার অর্ধেকও নেই। লোকটা হয়তো কোন অফিসে পাসপোর্ট জমা দিতে এসেছিল! হয়তো ...
26/10/2025

বাংলাদেশে মারা যাওয়ার যত পদ্ধতি আছে, অন্যান্য দেশে তার অর্ধেকও নেই। লোকটা হয়তো কোন অফিসে পাসপোর্ট জমা দিতে এসেছিল! হয়তো অন্য কোন দেশে যাওয়ার চেষ্টা করছিল! কিন্তু দেখেন, কোন পাসপোর্ট টিকিট ছাড়াই মৃত্যু তাকে নিয়ে চলে গেল আরেক দুনিয়ায়। যে দুনিয়ায় যাওয়া যায়, সেখান থেকে ফেরা যায়না।

উল্লেখ্য, আজ দুপুর নাগাদ ফার্মগেট মেট্রো স্টেশনের কাছাকাছি মেট্রো চলাচলে কম্পন রোধের জন্য ব্যবহৃত বিয়ারিং প্যাড খুলে পড়ে এই মানুষটার মৃত্যু হয়েছে। তিনি তখন মেট্রোরেলের নিচ দিয়ে যাচ্ছিলেন।

ভিপি নুর যদি এটা প্রমাণ করতে পারে, দুনিয়াতে কাউকে আর কখনোই বিশ্বাস করবো না। হাসনাত পোলাডার ভুল কেউ ধরতে পারেনাই এখন পর্য...
25/10/2025

ভিপি নুর যদি এটা প্রমাণ করতে পারে, দুনিয়াতে কাউকে আর কখনোই বিশ্বাস করবো না। হাসনাত পোলাডার ভুল কেউ ধরতে পারেনাই এখন পর্যন্ত। ওর যে গাটস্ সেইটা কেউ দেখাইতে পারেনাই রাজনৈতিক প্রাঙ্গনে। যার কারণে পুরা একটা জেনারেশন তারে হিরো মানে, ক্যাপ্টেন মানে। আমার বিশ্বাস হাসনাত এমন কিছু করবে না...

রাজনৈতিক হ‘ত্যাকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশে যত অ‘স্বাভাবিক মৃ‘ত্যুর ঘটনা বছরের পর বছর আলোচিত হয়েছে, তার মধ্যে সবচেয়ে ...
25/10/2025

রাজনৈতিক হ‘ত্যাকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশে যত অ‘স্বাভাবিক মৃ‘ত্যুর ঘটনা বছরের পর বছর আলোচিত হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় থাকে সালমান শাহর মৃ‘ত্যু। সম্প্রতি এই হ‘ত্যাকা‘ণ্ডের সাথে ডন, সালমান শাহর স্ত্রী এবং শাশুড়ির নাম নতুন করে সামনে আসায় আবারও আলোচনায় এসেছে।

৮-১০ বছর আগের কথা, তখন রেডিওতে জীবনের গল্প টাইপের একাধিক অনুষ্ঠান হতো। ওই অনুষ্ঠানগুলো শোনার জন্য অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করতাম। কত মানুষ, কত মানুষের জীবনের নাটকীয় গল্প। তেমনি একটা অনুষ্ঠানে এসেছিলেন সালমান শাহর মা। সেদিন শুনেছিলাম তার জ‘ন্ম থেকে মৃ‘ত্যু, অজানা অনেক কথা।

সালমান শাহর মৃ‘ত্যু যে আত্মহত্যা না, তার প্রমাণ হিসেবে সালমান শাহর মা বলেছিলেন, যখন তার ময়নাতদন্তের জন্য লা‘শ ম‘র্গে নেওয়া হয়েছিল, তখন তিনি বলেছিলেন আমি দেখব। সাধারণত, কেউ যদি আ‘ত্মহ‘ত্যা করে তাহলে তার শরীরে খামচি, জিভ কেটে যাওয়া, এবং মৃ‘তের শরীরে প্র‘স্রাব-পা‘য়খানা লেগে থাকার আলামত পাওয়া যায়। কিন্তু সালমান শাহর দেহে এরকম কোনো কিছুর আলামত ছিল না। তার লা‘শ ম‘র্গে নেওয়ার আগেই গোসল করানো হয়েছিল এরকম ছিল। পুরো শরীরে কোনো দাগ নেই, পরিষ্কার-পরিচ্ছন্ন কাপড় পরানো ছিল।

শুনেছিলেন কেউ সেই এপিসোডটা?

Address

Maijdee Court
Maijdee Court

Alerts

Be the first to know and let us send you an email when Vlogs 69 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share