04/11/2024
আল্লাহ তাআলা বলেন,
وَنَبۡلُوكُم بِٱلشَّرِّ وَٱلۡخَیۡرِ فِتۡنَةࣰۖ وَإِلَیۡنَا تُرۡجَعُونَ
"আর আমি তোমাদেরকে পরীক্ষা করি মন্দ এবং ভাল দ্বারা, আর আমারই নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে"। [১]
"বস্তুত মানুষকে পরীক্ষার্থেই দুনিয়ার এ ক্ষণভঙ্গুর জীবন সুখ-দুঃখ, ভাল-মন্দ, সমৃদ্ধি ও দারিদ্র্য এবং বিপদাপদ ও সুখ-সম্পদের ব্যবস্থা রয়েছে। বিচিত্র ও বিভিন্ন অবস্থার মানদণ্ডে মানুষকে পরীক্ষা করা হয়। বিপদে কে সবর অবলম্বন করে, নেয়ামত লাভ করে কে শোকর গুজার হয়, আর কে অকৃতজ্ঞ নেমকহারাম হয়, কে প্রকৃত বান্দা, আর কে নকল, সবই বিভিন্ন অবস্থায় মানুষের আমলের মাধ্যমে প্রকাশ পায়"।[২]
[১) সূরা আম্বিয়া: ৩৫;
২) মাওলানা মো. আমিনুল ইসলাম (রাহ.), তফসীরে নূরুল কোরআন: ১৭/৪৯] p: 870