News & Views

News & Views প্রতিদিনের সকল নিউজ আমাদের এই পেইজে পাবেন। এটা গতানুগতিক কোনো পেইজ নয়। লাইক আশা করি।

প্রতিদিনের সকল নিউজ আমাদের এই পেইজ এ আপনারা পাবেন। এটা গতানুগতিক কোনো পেইজ নয়। এখানে আপনারা #খেলা- #ধুলা, #দেশ- #বিদেশের খবর এক সাথে পাবেন। নিয়মিত একদম আপডেট খবর পাবেন। তাই নিজে থাকতে কষ্ট করে একটা #লাইক দিতে হবে পেইজে। পেইজ যদি আপনাদের একটুও ভালো লাগে, তাহলে পোষ্টে লাইক, কমেন্ট বা সেয়ার করবেন। আপনি যদি এই তিনটির একটিও না করেন, তাহলে ফেইচবুকের নিয়ম অনুসারে পরবর্তিতে আর কোনো পোষ্ট পাবেন না। কারণ ফেইচবুক চায়না কোনো নিষ্কয় একাউন্টার। তাই No কিপটামী।

22/07/2025

চট্টগ্রামে চাঁদা তুলতে বাঁধা দেওয়ায় যেভাবে সশস্ত্র হামলা চালিয়ে ২ শিবির কর্মীকে গুলিবিদ্ধ করেছে বহিস্কৃত যুবদল নেতা বাদশার অনুসারীরা।

ভিডিও: ডিবিসি নিউজ

21/07/2025

উত্তরায় হাসপাতালের গেইটের ভেতর ঝামেলা এড়াতে ছাত্রদল সভাপতি রাকিবকে জোরপূর্বক বের করে দেওয়ার প্রতিবাদে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে দূরদূরান্ত থেকে আগত নেতাকর্মী এবং জনসাধারণের নামাজ পড়ার সুবিধার্থে বৃহৎ ...
18/07/2025

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশে দূরদূরান্ত থেকে আগত নেতাকর্মী এবং জনসাধারণের নামাজ পড়ার সুবিধার্থে বৃহৎ আকারের অযুখানা এবং পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেখানে তারা বেশ কিছু দিকনির্দেশনাও দিয়েছে।

যেমন: অপর ভাইকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। পরিস্কার পরিচ্ছন্নতার কথা উল্লেখ করে দিয়েছে। এছাড়াও পানি অপচয়ের বিষয়টাও একেবারে শুরুতে উল্লেখ করে দিয়েছে।

এই ছোট ছোট শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতাগুলো একজন আদর্শবান মানুষ হতে সহায়কের ভূমিকা পালন করে।

জুলাই অভ্যুত্থান যতটা বিএনপির, ততটা আর কারও নয়: রুমিন ফারহানা
18/07/2025

জুলাই অভ্যুত্থান যতটা বিএনপির, ততটা আর কারও নয়: রুমিন ফারহানা

18/07/2025

জুম্মা মোবারক

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৩০ রানের জয় বাংলাদেশের যুবাদের।
18/07/2025

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৩০ রানের জয় বাংলাদেশের যুবাদের।

গোপালগঞ্জের নৃ'শং'সতার নেপথ্যে খু*নি হাসিনা। উদ্দেশ্য ছিল জুলাইয়ের নেতাদের হ*ত্যা করা। তার মানে রাজনৈতিক ফায়দা নিতে সুপর...
18/07/2025

গোপালগঞ্জের নৃ'শং'সতার নেপথ্যে খু*নি হাসিনা। উদ্দেশ্য ছিল জুলাইয়ের নেতাদের হ*ত্যা করা।

তার মানে রাজনৈতিক ফায়দা নিতে সুপরিকল্পিতভাবে ৪ জন মানুষকে নির্মমভাবে হ*ত্যা করে হাসিনার নির্দেশেই? দৈনিক যুগান্তর।

এক জিবি ইন্টারনেট ফ্রি, দরকার হলে নিবেন নিচে কোড দিলাম।
18/07/2025

এক জিবি ইন্টারনেট ফ্রি, দরকার হলে নিবেন নিচে কোড দিলাম।

কেউ দুই তৃতীয়াংশ আসন পেলেই আবারও ফ্যাসিবাদ তৈরি হবে। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - মাহমুদুর রহমান মান্না পোস্টটি ফেসব...
01/07/2025

কেউ দুই তৃতীয়াংশ আসন পেলেই আবারও ফ্যাসিবাদ তৈরি হবে। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - মাহমুদুর রহমান মান্না
পোস্টটি ফেসবুকে শেয়ার করুন।

জামায়াতের ৭ দফা দাবি—
01/07/2025

জামায়াতের ৭ দফা দাবি—

29/06/2025

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুল কে "আ.লীগের দালাল" আখ্যা দিয়ে উলঙ্গ করে পিটিয়েছে বিএনপির অন্য গ্রুপের নেতাকর্মীরা।

Address

Noakhali, Maijdee Court
Maijdee Court
3808

Alerts

Be the first to know and let us send you an email when News & Views posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News & Views:

Share