News & Views

News & Views প্রতিদিনের সকল নিউজ আমাদের এই পেইজে পাবেন। এটা গতানুগতিক কোনো পেইজ নয়। লাইক আশা করি।

প্রতিদিনের সকল নিউজ আমাদের এই পেইজ এ আপনারা পাবেন। এটা গতানুগতিক কোনো পেইজ নয়। এখানে আপনারা #খেলা- #ধুলা, #দেশ- #বিদেশের খবর এক সাথে পাবেন। নিয়মিত একদম আপডেট খবর পাবেন। তাই নিজে থাকতে কষ্ট করে একটা #লাইক দিতে হবে পেইজে। পেইজ যদি আপনাদের একটুও ভালো লাগে, তাহলে পোষ্টে লাইক, কমেন্ট বা সেয়ার করবেন। আপনি যদি এই তিনটির একটিও না করেন, তাহলে ফেইচবুকের নিয়ম অনুসারে পরবর্তিতে আর কোনো পোষ্ট পাবেন না। কারণ ফেইচবুক চায়না কোনো নিষ্কয় একাউন্টার। তাই No কিপটামী।

টাঙ্গাইলে এক শিশু নিজ বাড়িতে ধর্ষণের শিকার হইছে। ১৪ দিন পার হয়ে গেলেও ধর্ষককে ধরা যায়নি। কেন জানেন? কারণ ধর্ষকের পিতা বি...
20/06/2025

টাঙ্গাইলে এক শিশু নিজ বাড়িতে ধর্ষণের শিকার হইছে। ১৪ দিন পার হয়ে গেলেও ধর্ষককে ধরা যায়নি। কেন জানেন? কারণ ধর্ষকের পিতা বিএনপি করে। তাই সে ধর্ষিতার পিতাকে হুমকি দেয়, ‘পুলিশ দিয়া তো ধরাবার পাইলি না। আমরা বিএনপি করি। টেহা দিয়া জজ কিনা ফালামু। আমাগো পোলারে জামিন করামু।’

গতকাল বলছিলাম যে এরা ক্ষমতায় নাই তাই এরা জোর কইরা বিয়া করতে চায়, ক্ষমতা পাইলে বিয়াও লাগবেনা পছন্দ হবে তুইলা আইনা ধর্ষণ কইরা ছাইড়া দিবে, কেউ কিচ্ছু করতে পারবেনা। আমরা ভুল ছিলাম ক্ষমতায় যাওয়ার পূর্বেই এটা তারা শুরু করেছে। মেয়েকে তুইলা আইনা না, মেয়ের বাড়িতে গিয়ে ধর্ষণ করেও মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে।

অথচ কোথাও কোন রা নেই। নারীবাদীদের চিৎকার নেই , রঠাপূজারিদের বিবৃতি নেই। কারণ ধর্ষক ইসলামপন্থীদের কেউ না। এই শুনশান নীরবতা আবার ভাঙবে। যেদিন নিজেরাই হয়ে ওঠবে হাসিনার মতো নব্য ফ্যাসিস্টের ভুক্তভোগী। সেই দিনের অপেক্ষায়।

সূত্র : সমকাল/ ১৯ জুন’২৫

15/06/2025

ই*রানী ক্ষেপনাস্ত্রের আঘাতে ধ্বংসপ্রাপ্ত জায়*নিস্ট স*ন্ত্রা*সীদের আবাসস্থল।

ভারতের আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় প্রায় 242 যাত্রী নিহত। নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই, মৃত্যু যে কোন সময় হতে পারে এটা তার...
12/06/2025

ভারতের আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় প্রায় 242 যাত্রী নিহত। নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই, মৃত্যু যে কোন সময় হতে পারে এটা তার জলজ্যান্ত প্রমান।

পা*গলে কিনা বলে' ছা*গলে কিনা খায়।"বর্তমান সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে। শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন...
12/06/2025

পা*গলে কিনা বলে' ছা*গলে কিনা খায়।

"বর্তমান সরকার একতরফা নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে। শেখ হাসিনা স্টাইলে একতরফা নির্বাচন করে এই সরকারও পার পাবে না। দেশের ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে কোনো নির্বাচনই দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না। এমন নির্বাচন কখনই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে গ্রহণযোগ্য নয়।"

- জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের

দৃশ্যপটের বাইরে আওয়ামী লীগ। জুলাই গণহত্যার অভিযোগে শিগগিরই ক্ষমতার রাজনীতিতে আসতে পারবে না দলটি। সাত মাসেও অন্তর্বর্তী স...
11/06/2025

দৃশ্যপটের বাইরে আওয়ামী লীগ। জুলাই গণহত্যার অভিযোগে শিগগিরই ক্ষমতার রাজনীতিতে আসতে পারবে না দলটি। সাত মাসেও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়নি। ইসলামপন্থি দল ও গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব নেমেছে কট্টর বিরোধিতায়।

এমন অবস্থায় প্রতিবেশী ভারত বিপাকে পড়েছে। তবে সময় গড়ানোয় বাংলাদেশের পরিবর্তে দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রক্ষা করা দেশটি বাস্তবতা মেনে নিচ্ছে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় ধরে নিয়েই দলটিকে আস্থায় আনার চেষ্টা করছে দিল্লি। আগামীতে বিএনপির কাঁধে ভর করেই স্বস্তি খুঁজতে চাইছে তারা (ভারত)।

সূত্র : সমকাল

এখন আপনার সাক্ষাৎ প্রয়োজন হয়???
08/06/2025

এখন আপনার সাক্ষাৎ প্রয়োজন হয়???

২০২৪ সালের ০৫ই আগস্টের পর নতুন বাংলাদেশে বিএনপির হাতে যত খুন: সাধারণ ছাত্র - ৩সাধারণ মানুষ - ২জামায়াত - ২বিএনপি - ৫৮  ছা...
06/06/2025

২০২৪ সালের ০৫ই আগস্টের পর নতুন বাংলাদেশে বিএনপির হাতে যত খুন:

সাধারণ ছাত্র - ৩
সাধারণ মানুষ - ২
জামায়াত - ২
বিএনপি - ৫৮
ছাত্রদল - ৪
যুবদল - ১৪
শ্রমিক দল - ২
স্বেচ্ছাসেবক দল - ১
কৃষকদল - ১
আ.লীগ - ১৩

[এখানে ২০২৪ সালের ০৫ই আগস্ট থেকে ২০২৫ সালের ০৫ই জুন পর্যন্ত বিভিন্ন জাতীয় দৈনিক থেকে প্রাপ্ত তথ্য উঠে এসেছে। বিএনপির এই খুনের রাজনীতি এখনো চলমান রয়েছে।]

জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিল মাসে, আলহামদুলিল্লাহ।
06/06/2025

জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিল মাসে, আলহামদুলিল্লাহ।

নির্বাচনের তারিখ ঘোষণা করুন, না হলে আমরাই দিয়ে দেব: দুদুটিডিসি/৩১ মে ২০২৫শপথ না পড়ালে নিজেই শপথ পড়ে চেয়ারে বসবো: ইশরাক য...
03/06/2025

নির্বাচনের তারিখ ঘোষণা করুন, না হলে আমরাই দিয়ে দেব: দুদু
টিডিসি/৩১ মে ২০২৫

শপথ না পড়ালে নিজেই শপথ পড়ে চেয়ারে বসবো: ইশরাক
যমুনা টিভি/০৩ জুন ২০২৫

আবারও মনে হয় এমন হবে???
31/05/2025

আবারও মনে হয় এমন হবে???

বিপুল পরিমাণ গাঁ*জাসহ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক রাসেল মাহমুদ আটক।
31/05/2025

বিপুল পরিমাণ গাঁ*জাসহ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক রাসেল মাহমুদ আটক।

Address

Noakhali, Maijdee Court
Maijdee Court
3808

Alerts

Be the first to know and let us send you an email when News & Views posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News & Views:

Share