
23/05/2025
বিশ্বাস করেন, জুলাই -আগস্টের আন্দোলন একদম বৃথা। কোন রাজনৈতিক দলই দেশ এবং মানুষের জন্য কখনও ছিল না এবং হবেও না।
ক্ষমতা এবং টাকার লোভে অন্ধ হয়ে গেছে সব। দেশের যে অবস্থা করে গেছে, মনে রাখেন ইউনুস সাহেব নেমে গেলে না খেয়ে মরার অবস্থা হতে দেরি নাই। দেশের এমন নাজুক অবস্থায় উনার চেয়ে যোগ্য মানুষ আর একটাও নাই, অদুর ভবিষ্যতে হবে কিনা জানি না।
"ভয়াবহ দিন অপেক্ষা করতেছে এ জাতির জন্য। "