Md Mijanur Rahaman

Md Mijanur Rahaman এটা আমার নতুন পেইজ। সকল আপডেট পেতে সাথে থাকুন।

নোয়াখালীর চৌমুহনীতে ছাত্রলীগের মিছিলের ঘটনায় মামলা। গ্রেপ্তার ৬
01/08/2025

নোয়াখালীর চৌমুহনীতে ছাত্রলীগের মিছিলের ঘটনায় মামলা। গ্রেপ্তার ৬

28/07/2025
28/07/2025

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মালবাহী বলগেটের ধা/ক্কায় একটি মাছধরা নৌকা ডু/বির ঘটনা ঘটেছে। এতে নৌকাতে থাকা সাকিব উদ্দিন (১৯) নামের এক জেলে নদীতে ডুবে নিহ/ত হয়েছে। এ ঘটনায় আরাফাত নামের এক জেলে নি/খোঁজ রয়েছে। অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে রহমত (৩২) নামের আরও এক জেলেকে।

নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের আজকে বিকেলের চিত্র এটি
25/07/2025

নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের আজকে বিকেলের চিত্র এটি

25/07/2025

কোন কোন এলাকায় বিদ্যুৎ নেই?
উপজেলা ও ইউনিয়নের নাম উল্লেখ করবেন।

25/07/2025

নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সয়াবিন উৎপাদনকারী কৃষকদের সমবায় সমিতির উদ্বোধন হয়েছে। এটি দেশের প্রথম নির্দিষ্ট কৃষি পন্য উৎপাদনকারী কৃষকদের রেজিষ্ট্রাট কোনো কৃষক সংগঠন। যার নামকরণ করা হয়েছে ‘চরগাজী সয়াবিন উৎপাদনকারী কৃষক সমবায় সমিতি লিমিটেড’। নতুন এ সংগঠনের কার্যকরি পরিষদে রয়েছে ২০জন কৃষক। এ ছাড়া নোয়াখালী ও লক্ষ্মীপুরের মোট ২৭ হাজার সয়াবিন চাষী।

নোয়াখালীতে প্রতিব/ন্ধী ধর্ষ/ণের ঘটনায় গ্রেপ্তার ১নোয়াখালীর সদর উপজেলার উত্তর শুল্লকিয়া এলাকায় এক শারী/রিক প্রতি/বন্ধী কি...
24/07/2025

নোয়াখালীতে প্রতিব/ন্ধী ধর্ষ/ণের ঘটনায় গ্রেপ্তার ১

নোয়াখালীর সদর উপজেলার উত্তর শুল্লকিয়া এলাকায় এক শারী/রিক প্রতি/বন্ধী কিশো/রীকে ধ/র্ষণের ঘটনায় রাশেদ (২৩) নামের এক যুবককে গ্রে/প্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু। গ্রেপ্তারকৃত রাশেদ কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্লকিয়া গ্রামের ইউসুফের ছেলে।

তিনি জানান, গত ২০ জুলাই রাত সাড়ে ১০টার দিকে ওই প্রতিবন্ধী কিশোরী একা থাকার সুযোগে তাদের ঘরে প্রবেশ করে রাশেদ। পরবর্তীতে রাশেদ কৌশলে ওই কিশোরীকে ধর্ষ/ণ করে। কিছুক্ষণ পর ভুক্তভোগী কিশেরীর মা ঘরে প্রবেশ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার লুঙ্গি ধরে প্রথমে আটক করতে পারলেও পরে লুঙ্গি রেখে পালিয়ে যায় অভিযুক্ত। তার ইচ্ছার বিরুদ্ধে ধ/র্ষণ করেছে বলে উপস্থিত লোকজনকে জানায় ভিকটিম। পরে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদি হয়ে সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করে।

Address

Maijdee Court

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Mijanur Rahaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Mijanur Rahaman:

Share