NSTU Insider

NSTU Insider Don’t be satisfied with stories, how things have gone with others. Unfold your own myth.

Teacher ❌ChatGPT ✅সিটি/সেমিস্টার always with ChatGPT
19/08/2025

Teacher ❌
ChatGPT ✅

সিটি/সেমিস্টার always with ChatGPT

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (NSTU) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ। আবেদ...
13/08/2025

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (NSTU) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ।

আবেদনযোগ্য বিভাগসমূহ:
1. কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
2. অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
3. ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
4. অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স
5. এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট
6. ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স
7. বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং
8. ইংরেজি
9. বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন
10. বাংলা বিভাগ

আবেদন প্রক্রিয়া:
অনলাইন আবেদন করতে হবে NSTU ওয়েবসাইটে (www.nstu.edu.bd)
আবেদন ফি: ১০০০ টাকা (একাডেমিক শাখায় পরিশোধযোগ্য)
ফি জমা দেওয়ার শেষ তারিখ: ৩০ আগস্ট ২০২৫
ফি জমা না দিলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
বিশেষ সুবিধা:
যোগ্য পিএইচডি গবেষকরা প্রতি মাসে ৪০,০০০ টাকা বৃত্তি পাবেন।

NSTU Insider

29/07/2025

১. গুচ্ছের চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে 👉 ৩ আগষ্ট থেকে ৭ আগষ্ট পর্যন্ত।

২. গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হবে 👉 ১১ আগষ্ট থেকে।

৩. গুচ্ছের চূড়ান্ত ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র এবং চূড়ান্ত ভর্তি ফি শিক্ষার্থীদের নিজ নিজ চুড়ান্তভাবে সিলেক্টেড বিশ্ববিদ্যালয় গুলোতে জমা দিতে হবে। সেক্ষেত্রে প্রাথমিক কাগজপত্র অন্যকোনো ভার্সিটিতে জমা দিলে সেখান থেকে নিজ দায়িত্বে কাগজপত্র উঠিয়ে চূড়ান্ত ভর্তির ভার্সিটিতে গিয়ে জমা দিতে হবে। সেক্ষেত্রে প্রতিটি ভার্সিটি কাগজপত্র তোলা ও জমা দেয়ার একটি নির্দিষ্ট ডেট দিয়ে দিবে। তবে কেউ যদি নির্ধারিত তারিখের মধ্যে চূড়ান্ত ভর্তির কাগজপত্র জমা দিতে না পারে, তবুও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে সে উক্ত ভার্সিটিতে ভর্তি হতে পারবে। তবে অবশ্যই ভর্তির পর তাকে চূড়ান্ত ডকুমেন্টসগুলো জমা দিতে হবে নিজ দায়িত্বে।

৩. পূর্বঘোষিত পঞ্চম মেধা তালিকার মাধ্যমে গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম শেষ হবে। তবে ক্লাস শুরুর পরও যদি কোনো বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা থাকে, তাহলে জরুরি মিটিং করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব অপেক্ষমাণ তালিকা থেকে ফাঁকা আসনের তিন থেকে চার গুণ শিক্ষার্থী ডেকে ভর্তি করাতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে চূড়ান্ত ভর্তির পর কোনো মেরিট বা মাইগ্রেশনের সুযোগ থাকছে না।

(সোর্স - ডেইলি ক্যাম্পাস)

28/07/2025

আহা,নোয়াখালীর জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার।

অবশেষে সুদীর্ঘ প্রতিক্ষার পর চালু হতে যাচ্ছে নোয়াখালী বাসীর আবেগের সূবর্ণচর এক্সপ্রেস ট্রেনটি।ট্রেনটি ঢাকা-নোয়াখালী রুটে...
27/07/2025

অবশেষে সুদীর্ঘ প্রতিক্ষার পর চালু হতে যাচ্ছে নোয়াখালী বাসীর আবেগের সূবর্ণচর এক্সপ্রেস ট্রেনটি।

ট্রেনটি ঢাকা-নোয়াখালী রুটে চলাচল করবে,এ ট্রেন চালু হলে উপকূল এক্সপ্রেসের পরে ২য় আন্তনগর ট্রেন পাবে নোয়াখালী বাসী একই সাথে ট্রেনটি চালুর বাসের সিন্ডিকেট অনেক অংশে হ্রাস পাবে

#নোবিপ্রবি

মাইলস্টোন স্কুল এর ঘটনায় ছাত্রলীগ অবস্থা করতে না পারলেও,নোবিপ্রবির ডিবিএ ডিপার্টমেন্টের বিতর্কিত  ফেয়ারওয়েল প্রোগ্রামের ...
25/07/2025

মাইলস্টোন স্কুল এর ঘটনায় ছাত্রলীগ অবস্থা করতে না পারলেও,নোবিপ্রবির ডিবিএ ডিপার্টমেন্টের বিতর্কিত ফেয়ারওয়েল প্রোগ্রামের মাধ্যমে হালকা করে মন জয় করেছে।

শুভকামনা
নাঈম রহমানের একনিষ্ঠ সৈনিক,ওহ সরি বঙ্গবন্ধু সৈনিক।

ক্যম্পাসের অন্যতম গুন্ডা, রাফসির সহকর্মী।ভাইটি নাঈম রহমানের ফ্রন্ট লাইনে রাজনীতি করছে, বাম ঘেষা ছ্যাচড়া।

24/07/2025

জাহাঙ্গীরনগর লাইট
DBA Farewall 2025

Have a relaxed 😎

Saiyaan Ne Dekha Aise

NSTU এর মানিজ্জত তলাতে

11/07/2025

যাইহোক দিন শেষে
সব সমস্যার,
একটায় সমাধান
ইলেকশান 😌

গুড বাই😎

একই কিন্তু একই বলা যাবেনা,দেশনেতার কর্মীরা খুন করবে দেশনেতাকে কিছু বলা যাবেনা।বললে আমাদের কিছু দেশনেতার সৈনিকের নাকি খুব...
11/07/2025

একই কিন্তু একই বলা যাবেনা,

দেশনেতার কর্মীরা খুন করবে দেশনেতাকে কিছু বলা যাবেনা।বললে আমাদের কিছু দেশনেতার সৈনিকের নাকি খুব লাগে।

10/07/2025

ছাত্ররাজনীতি নিষিদ্ধ চুয়েটে ছাত্রদলের কমিটি গঠনের প্রতিবাদে হলে হলে বিক্ষোভ। অথচ আমাদের নোবিপ্রবির শিক্ষার্থীদের ঐ সময় কোন খবর ছিল না।বাধাহীন ভাবে রাজনৈতিক কার্যক্রম চলিয়ে যাচ্ছে শিবির,ছাত্রদল।আরেক মুরব্বি,বিএমপি প্রকাশে কার্যক্রম চালিয়ে যাদের।নির্বাচনে জয়ী হওয়ার আগের সাধারণ ছাত্রদের জানান দিচ্ছে।

চুয়েটে শিক্ষার্থীদের "১ ২ ৩ ৪..... ছাত্রদল চুয়েট ছাড়," "চুয়েটের মাটি, চুয়েটিয়ানদের ঘাঁটি," "ছাত্রদলের ঠিকানা, এই চুয়েটে হবে না" ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

রাত ১১:১৫
কাজী নজরুল ইসলাম হল থেকে ধারণকৃত

ভিডিও: সংগৃহীত


#নোবিপ্রবি

এখন যাওয়া কি ঠিক হবে??
10/07/2025

এখন যাওয়া কি ঠিক হবে??

Address

Maijdee Court
Maijdee Court

Website

Alerts

Be the first to know and let us send you an email when NSTU Insider posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share