NSTU Insider

NSTU Insider Don’t be satisfied with stories, how things have gone with others. Unfold your own myth.

শিক্ষক পরিষদঃ বাদশা মিয়ার আমাদের প্রোগ্রামে আসা নিয়ে যেন আর কেউ আলাপ না তুলে😃
29/06/2025

শিক্ষক পরিষদঃ বাদশা মিয়ার আমাদের প্রোগ্রামে আসা নিয়ে যেন আর কেউ আলাপ না তুলে😃

আল্লাহর কাছে বিচার রইলো

নোবিপ্রবি কোষাধ্যক্ষ হানিফ স্যারকে হালকাভাবে বাঁশ দিলেন ল ডিপার্টমেন্টের শিক্ষক বাদশার মিয়া স্যার। শিক্ষক বাদশা হোয়াটসঅ্...
29/06/2025

নোবিপ্রবি কোষাধ্যক্ষ হানিফ স্যারকে হালকাভাবে বাঁশ দিলেন ল ডিপার্টমেন্টের শিক্ষক বাদশার মিয়া স্যার।

শিক্ষক বাদশা হোয়াটসঅ্যাপ চ্যাট ভাইরাল করে দিলেন এক অদৃশ্য শক্তি দিয়ে।

কোষাধ্যক্ষ হানিফ, কর্মস্থল সংক্রান্ত আলোচনায় আমন্ত্রণ, আবেদন ও প্রতিশ্রুতির ইঙ্গিত...

অরাজনৈতিক ক্যাম্পাসে রাজনীতির বীজ বপন করা হচ্ছে!!
29/06/2025

অরাজনৈতিক ক্যাম্পাসে রাজনীতির বীজ বপন করা হচ্ছে!!

রাজনীতি তোমাই আমি ভালোবাসি না!টোপ ফেলার কাজ চলছে,শুভকামনা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,নোবিপ্রবি শাখা ছাত্রশিবির নোবিপ্...
28/06/2025

রাজনীতি তোমাই আমি ভালোবাসি না!
টোপ ফেলার কাজ চলছে,শুভকামনা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,নোবিপ্রবি শাখা
ছাত্রশিবির নোবিপ্রবি - Chhatrashibir NSTU

জাপানীজরা সাধারণত ইংরেজীতে একটু দুর্বল হয়। তার উপর ওদের অধিকাংশই লাজুক স্বভাবের। এই দু'য়ে মিলে বিদেশীদের সাথে ওরা খুব এক...
28/06/2025

জাপানীজরা সাধারণত ইংরেজীতে একটু দুর্বল হয়। তার উপর ওদের অধিকাংশই লাজুক স্বভাবের। এই দু'য়ে মিলে বিদেশীদের সাথে ওরা খুব একটা মিশতে চায়না কিংবা মিশতে পারেনা।

জাপানীজ হাই স্কুলে পডুয়া ছাত্র/ছাত্রীরা যেন এই সমস্যা কাটিয়ে উঠতে পারে সেজন্য আমার জাপানীজ ইউনিভার্সিটি প্রতি বছর একটা প্রজেক্টের আন্ডারে কিছু প্রোগ্রাম আয়োজন করে। এতে বিদেশী ছাত্র/ছাত্রী যারা এখানে পড়াশোনা করছে তারা জাপানীজ ছাত্র/ছাত্রীদের সাথে নানা বিষয়ে কথা বলে, তাদের সাথে একসাথে লাঞ্চ করে, নিজের দেশ, গবেষনার বিষয় ইত্যাদি নিয়ে গল্প করে। ওরাও জাপানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। এই প্রোগ্রামের আরেকটি উদ্দেশ্য হলো ওদেরকে গবেষনার প্রতি আগ্রহী করে তোলা। আমি এরকম বেশ কয়েকটি প্রোগ্রামে গিয়েছি।

ওদের যে বিষয়টি আমাকে সবচেয়ে আকৃষ্ট করেছে তাহলো ওই বয়সেই বিজ্ঞান শিক্ষা এবং গবেষনার প্রতি ওদের অদম্য আগ্রহ। বড় হয়ে কী হতে চায় জিজ্ঞেস করলে ওদের একটা বড় অংশই গবেষক, প্রফেসর, ডাক্তার, ইন্জিনিয়ার ইত্যাদির পাশাপাশি প্রাইমারী/ ইলিমেন্টারী কিংবা হাই স্কুলে শিক্ষক হতে চায়।

অথচ আমাদের দেশের কয়জন শিক্ষার্থী মন থেকে বলবে, ওরা বড় হয়ে স্কুলের শিক্ষক হতে চায়?

কেন বলেনা?

একমাত্র কারণ বর্তমান বেতন স্কেল। খুবই বাজে একটি বেতন স্কেল। এই স্কেলে কেন মেধাবীরা আসবে?

আমার নিজের সন্তানকে আমি আসতে বলবো?

এজন্য প্রাইমারী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল শিক্ষকদের জন্য স্বতন্ত্র একটি পে-স্কেল জরুরী। ভীষণ জরুরী।

জাপানীজদের এই উন্নতি ও সমৃদ্ধির মূলে রয়েছে শিক্ষা ও গবেষনায় ওদের বিশাল বিনিয়োগ।

শুধু রাস্তা-ঘাট, ব্রীজ ইত্যাদি করে আমরা কখনোই উন্নত জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারবো না, যতক্ষন না আমরা একটা বিশ্বমানের শিক্ষাব্যবস্থা দাঁড় করাতে পারবো।

এই সহজ বিষয়টি আমাদের পলিসি মেকারগণ
যত দ্রুত অনুধাবণ করেন ততই মংগল।

Rezuanul Hoque

নোবিপ্রবি শিক্ষক পরিষদ ❌নোবিপ্রবি বিএনপি ✅
27/06/2025

নোবিপ্রবি শিক্ষক পরিষদ ❌
নোবিপ্রবি বিএনপি ✅

নোবিপ্রবিতে ১৬ সদস্যবিশিষ্ট সাধারণ শিক্ষক পরিষদ গঠন।
27/06/2025

নোবিপ্রবিতে ১৬ সদস্যবিশিষ্ট সাধারণ শিক্ষক পরিষদ গঠন।

একতরফা শিবির পরিষদ গঠনের পাঁয়তারা চলছে।প্রশাসন অনুগত কমিটি। যে টপার হলে থাকে না, সে টপার হলের শিক্ষার্থীদের সমস্যা কীভাব...
13/06/2025

একতরফা শিবির পরিষদ গঠনের পাঁয়তারা চলছে।

প্রশাসন অনুগত কমিটি। যে টপার হলে থাকে না, সে টপার হলের শিক্ষার্থীদের সমস্যা কীভাবে বুঝবে?যে ছাত্র সারাদিন রুমে টেবিলেই পড়ে থাকে, তার কাছ থেকে আর কী-ই বা আশা করা যায়?সে তো প্রশাসনের সাথে তাল মিলিয়ে চলবে।কথায় কথায় সিজিপিএ এর গরম দেখাবে।

11/06/2025
06/06/2025

🌙 ঈদ মোবারক! 🌙

সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
ঈদের এই পবিত্র দিনে আসুন আমরা কৃতজ্ঞতা, ত্যাগ ও সহানুভূতির শিক্ষা হৃদয়ে ধারণ করি।
পরিবার, বন্ধু-বান্ধব এবং প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই।

আল্লাহ্ আমাদের সকলের ইবাদত কবুল করুন এবং এই ঈদ হোক সবার জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা। 🤲

ঈদ মোবারক! 🕌🐐💫
NSTU Inside


আগামীকাল (০৭ জুন,শনিবার) পবিত্র ঈদ-উল-আযহা'র নামাজের জামাত সকাল ০৭.০০ টায় নোবিপ্রবির কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।...
06/06/2025

আগামীকাল (০৭ জুন,শনিবার) পবিত্র ঈদ-উল-আযহা'র নামাজের জামাত সকাল ০৭.০০ টায় নোবিপ্রবির কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

Address

Maijdee Court
Maijdee Court

Website

Alerts

Be the first to know and let us send you an email when NSTU Insider posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share