02/07/2025
🕋 "হে আমাদের প্রতিপালক! হিদায়াত দেওয়ার পর অন্তর বিপথগামী করো না" – (সূরা আলে ইমরান: ৮)
🎬পুরো ভিডিও পেতে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।{https://youtu.be/rPBMLcZMN6I?si=ePDXN47J-rjyPs_w}
📖 ডেসক্রিপশন:
🕊️ আমরা অনেক সময় ভাবি, একবার হিদায়াত পেলেই সব ঠিক — কিন্তু আল্লাহ আমাদের শেখাচ্ছেন, হিদায়াতের পরেও অন্তর বিপথগামী হতে পারে।
তাই নবী ﷺ এই আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে বারবার প্রার্থনা করতেন:
"رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ"
“হে আমাদের রব! তুমি যখন আমাদের সৎপথ দেখিয়েছ, তখন এর পরে আমাদের অন্তরগুলোকে বিভ্রান্ত করো না এবং তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো। নিশ্চয়ই তুমি পরম দানশীল।”
(সূরা আলে ইমরান, আয়াত ৮)
📌 আমাদের অন্তর যেন সরল পথে অটল থাকে — সেই দোয়া হোক প্রতিদিনের অনুরোধ।
🕌 এই আয়াতের অনুপ্রেরণায় লিখেছেন: শেখ মাসুদ (Sheikh Masud)
---
#হিদায়াত #দোয়া #আন্তরিকতা #অন্তরের_দোয়া
---