Jara's Fiction World

Jara's Fiction World Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jara's Fiction World, Digital creator, Maijdee Court, Maijdee Court.





‎✨ Jara's Fiction World — where stories speak louder than silence.
‎📖 I write romantic tales, share mysteries that whisper, and create videos that feel like dreams.
‎🎬 Every post is a doorway — to feel, to cry, to smile, to escape.

তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি?
04/08/2025

তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি?

01/08/2025

📖 সিরিজ গল্প: "ফোন কলটা"

✍️ লেখিকা: জান্নাত জারা
📲 পর্ব: ১/৫

🕯️ Part 1: অচেনা এক ফোন কল

রাত প্রায় ১২টা।
ঘরের আলো নিভিয়ে ঘুমাতে যাবো, এমন সময় হঠাৎ ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে অচেনা একটা নাম্বার।
মনটা ধক করে উঠলো—এতো রাতে কে ফোন দেয়?

– হ্যালো?
কণ্ঠটা শুনেই গায়ে কাঁটা দিলো। অচেনা, কিন্তু ভেতরটা কেমন যেন কেঁপে উঠলো।
– “তুমি কি ঘুমাচ্ছো?”
– “কে আপনি?”
– “তুমি চিনতে পারছো না বুঝি... কিন্তু আমি ভুলিনি। সেই দিনটা, সেই রাতটা... তুমি বলেছিলে, 'আমার জীবন থেকে চলে যাও'... সত্যিই চলে যেতে পারিনি।”

আমি স্তব্ধ হয়ে গেলাম। ফোনটা কানে ধরে রাখলেও, শব্দগুলো যেন বুকের ভেতর আঘাত করছিল।

কিন্তু… কে এই মানুষটা? আর কেন তার কথাগুলো এতটা পরিচিত লাগছে?

📖 সিরিজ গল্প: "ফোন কলটা"

📲 পর্ব: ২/৫

🕯️ Part 2: অপরিচিত কণ্ঠটা চেনা লাগছে কেন?

রাত পেরিয়ে ভোর হচ্ছে। ঘুমাতে পারিনি একটুও। বারবার ফোনের কণ্ঠটা কানে বাজছে।
চেনা... খুব চেনা… কিন্তু মনে পড়ছে না কে!

আলমারির এক কোণ থেকে পুরনো ডায়েরি বের করলাম। হাত কাঁপছে। পৃষ্ঠা ওল্টাতে গিয়ে হঠাৎ একটা পৃষ্ঠা খুলে গেল, যেখানে লেখা ছিল—

“যদি কখনো ভুলে যাও, আমি আবার ফিরে আসবো... একদিন, হঠাৎ, কোনো এক ফোন কল হয়ে।”

বুকটা ধ্বসে পড়লো যেন। সত্যিই কি সে?

ঠিক তখনই আবার ফোনটা বাজলো। একই নম্বর।

– “তুমি কি মনে রাখো, এক সন্ধ্যায় তুমি বলেছিলে, ‘তুমি আমাকে ছাড়া ভালো থাকবে’?”
– “তুমি কে?”
– “আমি... সেই এক ফেলে আসা ছায়া... তুমি যাকে মনে রাখনি, অথচ আমি আজও রেখে চলেছি তোমার প্রতিটা কথা।”

📖 সিরিজ গল্প: "ফোন কলটা"

📲 পর্ব: ৩/৫

🕯️ Part 3: ফিরে আসা পুরনো ছায়া

আমি এখন নিশ্চিত—এই কণ্ঠ, এই শব্দ, এই যন্ত্রণার ছায়া—সবই ওর।
আরাফ।
আমার প্রথম ভালোবাসা।
সে হারিয়ে গিয়েছিল এক ভুল বোঝাবুঝিতে। একটা ‘না বলা কথা’ আমাদের দুজনকে আলাদা করে দিয়েছিল।

কণ্ঠে আরেকটু সাহস এনে বললাম,
– “তুমি এখনো কেন ফোন করছো?”
– “কারণ, এখনো ভালোবাসি। এখনো চোখ বন্ধ করলেই তোমার মুখ দেখি। এখনো স্বপ্নে তোমার নামটাই আসে।”

চোখের কোণে জল। ভালোবাসা ফুরায় না, তবে কষ্ট জমে।

কিন্তু আমি এখন অন্য কারো সঙ্গে আছি। এই ফিরে আসা কি আমার শান্তিকে আবার ভেঙে দেবে?

📖 সিরিজ গল্প: "ফোন কলটা"

📲 পর্ব: ৪/৫

🕯️ Part 4: যার জন্য কান্না এসেছিল সেই…

আরাফ বারবার ফোন করছে। সে জানে না আমি এখন অন্য কারো জীবনে জড়িয়ে গেছি।
তবু মনে হচ্ছে… যদি একটিবার সে আমাকে সামনে এসে বলতো, কেন সে হারিয়ে গিয়েছিল?

আমার বর্তমান জানে না আমার অতীত এতটা গভীর।
আমি ভাবছিলাম—ভুলে গেছি সব… কিন্তু এই ফোন কলগুলো আবার সব ফিরিয়ে আনলো।

– “তুমি যদি ফিরে আসো, আমি কীভাবে সব সামলাবো, আরাফ?”
– “আমি কিছু চাই না। শুধু ক্ষমা চাইতে চেয়েছিলাম। আর বলতে চেয়েছিলাম… তুমি আমার জীবনের সবচেয়ে সত্যি অনুভূতি।”

📖 সিরিজ গল্প: "ফোন কলটা"

📲 পর্ব: ৫/৫

🕯️ Part 5: ফোন কলটার শেষ উত্তর

আজ ৭ দিন হয়ে গেলো। আর কোন ফোন আসেনি।

কিন্তু আজ সকালবেলা একটা চিঠি এসে পৌঁছালো।
চিঠির ভেতর একটা ছোট্ট রেকর্ডিং আর লেখা—

“তুমি যদি একদিন ক্ষমা করতে পারো, আমি অপেক্ষা করবো… আর যদি না পারো, আমি দূরেই থেকে যাবো, তোমার ভালো থাকার জন্য প্রার্থনা করবো।”

রেকর্ডিং-এ ছিল ওর শেষ কণ্ঠ—

“ভালো থেকো… সবসময়।”

চোখে পানি এসে গেল। ভালোবাসা বোধহয় কখনো মরে না। শুধু জায়গা বদলায়।
আর কিছু ভালোবাসা থেকে যায়… একটা ফোন কল হয়ে।
moments call by Jannat Jara Jara's Fiction World

01/08/2025

★★ Success is the best revenge ★★

31/07/2025

"চাঁদ জানে কীভাবে অন্ধকারে জ্বলে থাকতে হয়...আর আমরা শিখি কিভাবে নীরবতায়ও ভালোবাসা খুঁজে নিতে হয়।" #চাঁদের_বাণী  #নিঃশব...
30/07/2025

"চাঁদ জানে কীভাবে অন্ধকারে জ্বলে থাকতে হয়...
আর আমরা শিখি কিভাবে নীরবতায়ও ভালোবাসা খুঁজে নিতে হয়।"
#চাঁদের_বাণী #নিঃশব্দ_ভালোবাসা

এমন ভাগ্যবতী আমি ও হতে চাই 🥰
30/07/2025

এমন ভাগ্যবতী আমি ও হতে চাই 🥰

30/07/2025

Address

Maijdee Court
Maijdee Court

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jara's Fiction World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share