
03/07/2025
ডিগ্রি আছে, স্বপ্ন আছে, নেই কেবল চাকরি,
আত্মীয়রা করে প্রশ্নবাণ, মুখে হাসি, মনে ভারি।
চায়ের দোকানই সাক্ষী হয়ে, শুনে আমার গল্প,
মনে ভাবি কবে আসবে, জীবন বদলের কলম।
রাত জেগে ফর্ম পূরণ, সকালে লাইনে দাঁড়াই,
এই বাস্তবতা নিয়ে আমি, বেকার জীবন গড়াই।