
07/08/2025
অপারেশন মিনসমীট
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মরা মানুষ পাঠিয়ে গুপ্তচরবৃত্তির অবিশ্বাস্য সত্য কাহিনী'
বেদূঈন সামাদ
যেখানে শত্রু পরাক্রান্ত, সেখানে ছলে-বলে-কৌশলে শত্রুকে পরাস্ত করার নীতি মানুষের মৌলিক নীতিগুলোর অন্যতম। কারণ প্রেম এবং যুদ্ধের ক্ষেত্রে কোনো নীতি নেই।
মরা মানুষ পাঠিয়ে জার্মানদের মত মিত্রবাহিনীর পরাক্রান্ত শত্রুকে প্রতারিত করার এ অভিনব কাহিনি পৃথিবীর আর কোনো দেশের ইতিহাসে আছে কিনা আমার তা জানা নেই। অথচ আশ্চর্য্য! এ রকম চমৎকার এবং অসীম দুঃসাহসিকতাপূর্ণ শ্বাসরুদ্ধকর ঘটনাও ঘটেছিল দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে।
এ প্রতারণা-পরিকল্পনার হোতা লেঃ কমান্ডার ওয়েন মন্টেগু ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বৃটিশ নৌ-বিভাগের গোয়েন্দা সংস্থার পরিচালক এবং তাঁর সে প্রতারণামূলক গুপ্তচর বৃত্তির গোপন নাম ছিল, “অপারেশন মিসমীট”...
👇Order Now:
Whatsapp: 01971-157323
Website: http://www.studentways.com.bd/
#বইপ্রেমী #বই #লেখক #বাংলাদেশ #অপারেশন_মিনসমীট #বেদূঈন_সামাদ