Mausam's Cooking & Vlog

Mausam's Cooking & Vlog I cook because i enjoy spending time in the kitchen, For me, cooking is very connected to my family..

পোস্ট টি সকল বাবা - মার উদ্দেশ্য যারা রেগে গিয়ে বাচ্চার গায়ে হাত তুলেন। 🚫🚫🚫🚫তুচ্ছ ঘটনায় ছেলের ওপর রেগে যান বাবা। একপর্যা...
15/07/2025

পোস্ট টি সকল বাবা - মার উদ্দেশ্য যারা রেগে গিয়ে বাচ্চার গায়ে হাত তুলেন। 🚫🚫🚫🚫তুচ্ছ ঘটনায় ছেলের ওপর রেগে যান বাবা। একপর্যায়ে ছেলের দিকে কাঁচি ছুরে মারেন তিনি। মুহূর্তেই কাঁচিটি ছেলের মাথায় গেঁথে যায়! নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। অবস্থা জটিল হওয়ায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয় ঢাকায়। ঢাকার বিভিন্ন হাসপাতালে ছুটোছুটির পর অবশেষে ভর্তি করা হয় পিজি হাসপাতালে। কিন্তু তৎক্ষণাৎ মাথা থেকে কাঁচি বের করা সম্ভব হয়নি; রাখা হয়েছে আইসিইউতে। চিকিৎসকরা জানিয়েছেন, এর চিকিৎসায় দেড় লাখ টাকার মতো খরচ হবে; ঝুঁকিও আছে। ছেলের এ অবস্থায় বাবাও ছুটাছুটি করে পাগলপ্রায়।💔

রাগ মানুষকে কোন পরিস্থিতিতে নিয়ে যেতে পারে ভাবা যায়! এ কারণেই হাদিসে রাগ নিয়ন্ত্রণের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে। শিক্ষা দেওয়া হয়েছে ক্রোধ সংবরণের অনেক উপায়।✅✅✅✅

"রাগ" কখনো কখনো প্রাণনাশের কারণ হয়ে ওঠে। বহু সম্পর্ক নষ্ট হয়, আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখিন হতে হয়, মান-সম্মান ভূলুণ্ঠিত হয় রাগের কারণে। রাগ নিয়ন্ত্রণ করতে না পারায় বহু মানুষের জীবনে নেমে আসে অসহনীয় বিপর্যয়; যা থেকে পরিত্রাণ পাওয়াটা অনেক সময় অসাধ্য হয়ে ওঠে। এ কারণেই নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ নিয়ন্ত্রণকারীকে আল্লাহর পক্ষ থেকে মহা-পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন—

"যে ব্যক্তি নিজের ক্রোধ চরিতার্থ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা সংবরণ করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে আনবেন এবং জান্নাতের যেকোনো হুর নিজের ইচ্ছামতো বেছে নেওয়ার অধিকার দান করবেন।" (ইবনে মাজাহ: ৪১৮৬)।

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন,

"আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বান্দার ক্রোধ সংবরণে যে মহান প্রতিদান রয়েছে, তা অন্য কিছুতে নেই।" (ইবনে মাজাহ: ৪১৮৯)।

আর পবিত্র কুরআনে বলা হয়েছে—

"তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরি করা হয়েছে পরহেজগারদের জন্য। যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষকে ক্ষমা করে, বস্তুত আল্লাহ সত্কর্মশীলদিগকেই ভালোবাসেন।" (সুরা আলে ইমরান: ১৩৪)🌙🌙🌙🌙

সুতরাং রাগ নিয়ন্ত্রণের অভ্যাস করুন। নিজেকে সংবরণ করুন সর্বাবস্থায়। ঠান্ডা মাথায় ভেবেচিন্তে করুন প্রতিটি কাজ। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবিদের জিজ্ঞেস করলেন, "তোমাদের মধ্যে কাকে তোমরা অধিক শক্তিশালী মনে করো?" তাঁরা উত্তর দিলেন, "যে ব্যক্তি কুস্তিতে অন্যকে হারিয়ে দিতে পারে।" নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "সে প্রকৃত বীর নয়, যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়; বরং সে-ই প্রকৃত বীর যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।" (বুখারি: ৫৬৮৪)।🕳️🕳️🕳️🕳️

©লেখা: Raqi Mahmudullah Muhib
(লেখাটি উপাকারী মনে হলে সতর্কতা ও দাওয়াহর নিয়তে লেখকের নামসহ কপি-পোস্ট করতে পারেন। নাম কেটে প্রকাশের অনুমতি নেই।)

পাকিস্তানি মডেল দিলে হয়ে যায় ভাইরাল আর আমরা দিলেই সেটা আবোল তাবোল পিক🐸🐸🐸
15/07/2025

পাকিস্তানি মডেল দিলে হয়ে যায় ভাইরাল আর আমরা দিলেই সেটা আবোল তাবোল পিক🐸🐸🐸

ফিলটার দেওয়ার পর নিজেকেই নিজে চিনতে পারছি না 😭😭                      🥰🥰সবাইকে শুভ রাএি 🥰🥰
14/07/2025

ফিলটার দেওয়ার পর নিজেকেই নিজে চিনতে পারছি না 😭😭
🥰🥰সবাইকে শুভ রাএি 🥰🥰

ফেসবুক এমন করে দেখেই মন চায় না আর একটিভ থাকি। এত ভিউ তবু জিরো সেনট 😡😡😡😡 পেজ টা সেল করে দিব কেউ নিতে চাইলে নক দিয়েন🐸     ...
14/07/2025

ফেসবুক এমন করে দেখেই মন চায় না আর একটিভ থাকি। এত ভিউ তবু জিরো সেনট 😡😡😡😡 পেজ টা সেল করে দিব কেউ নিতে চাইলে নক দিয়েন🐸

হাজবেনট এর সেকেন্ড বিয়ে দেখার জন্য আমি মোটেও  প্রস্তুত ছিলাম না।  কিন্তু আমার কপাল এত খারাপ সেটাই আমাকে দেখতে হলো। আমি ক...
13/07/2025

হাজবেনট এর সেকেন্ড বিয়ে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কিন্তু আমার কপাল এত খারাপ সেটাই আমাকে দেখতে হলো। আমি কোন ভাবেই মেনে নিতে না পেড়ে বাসায় থাকা ধারালো বোঠি দিয়ে তাকে আঘাত করে বোসি। তারপর চোখ খুলে দেখি যা হবার তাই। ঘড়িতে সকাল ৮টা বাজে। আমার উনি আমার পাশে নাক ডেকে ঘুমাচ্ছেন 🐸🐸🐸

খারাপ তো তখনই লাগে যখন ছোট পেজের ভালো কনটেন্ট ভাইরাল হয় না।  কিন্তু বড় পেজের অখাদ্য ভিডিও ভাইরাল হয়😭🐸🐸
13/07/2025

খারাপ তো তখনই লাগে যখন ছোট পেজের ভালো কনটেন্ট ভাইরাল হয় না। কিন্তু বড় পেজের অখাদ্য ভিডিও ভাইরাল হয়😭🐸🐸

ওদের খেলা তো মাএ শুরু সামনে আরও অনেক চড়া মূল্য দিতে হবে বাংলাদেশকে 🇧🇩🇧🇩🇧🇩
12/07/2025

ওদের খেলা তো মাএ শুরু সামনে আরও অনেক চড়া মূল্য দিতে হবে বাংলাদেশকে 🇧🇩🇧🇩🇧🇩

বাচ্চা দুটোর কী দোশ ছিল খোদা তাদের কেন তুমি এতিম করে দিলে। বাচ্চাদের দেখে খুব মায়া লাগছে। আহারে আর কখনো বাবার আদর পাওয়া ...
12/07/2025

বাচ্চা দুটোর কী দোশ ছিল খোদা তাদের কেন তুমি এতিম করে দিলে। বাচ্চাদের দেখে খুব মায়া লাগছে। আহারে আর কখনো বাবার আদর পাওয়া হবে না ওদের। বাবার ছায়া থেকে চির একা হয়ে গেলো। যে বাবার কাছেই সন্তান সবথেকে বেশি আবদার করে। সেই আবদারের জায়গা টাই আর রইলো না ওদের। আমি আপনি দুই দিন আফসোস করবো তারপর আবার সব ভুলে যাব। কিন্তু ওদের পরিবারের যে ক্ষতি টা হলে তা আর কখনো পুরোন হবার নয়😭😭😭

আখি আবার তিষা আর আহাদের সাথে মিলতে চায়। না হলে এমন পোস্ট কেন করবে। জীবনে প্রথম দেখলাম দাঁত উঠলে কেউ উইশ করে। আর কতো কী য...
11/07/2025

আখি আবার তিষা আর আহাদের সাথে মিলতে চায়। না হলে এমন পোস্ট কেন করবে। জীবনে প্রথম দেখলাম দাঁত উঠলে কেউ উইশ করে। আর কতো কী যে দেখতে হবে আল্লাহ জানে। এদের ঢং দেখতে দেখতেই জীবন পার হয়ে যাবে🥱🥱🥱
Good night 🥰🥰🥰

স্মার্ট আর ওভার স্মার্ট এর মধ্যে   ব্যবধান আছে। যে আনস্মার্ট তাকে যতটা হাস্যকর লাগে তার থেকে ওভার স্মার্ট আরও বেশি হাস্য...
11/07/2025

স্মার্ট আর ওভার স্মার্ট এর মধ্যে ব্যবধান আছে। যে আনস্মার্ট তাকে যতটা হাস্যকর লাগে তার থেকে ওভার স্মার্ট আরও বেশি হাস্যকর। স্মার্ট জিনিসটা কখনো চোখে লাগে না। তাকে রুচিসম্মত লাগে। দিন দিন তনি ওভার স্মার্ট হচ্ছে। ওনাকে নিয়ে এখন মানুষ হাসাহাসি করে। আই থিংক ওনার হাজবেনট মারা যাওয়ার পর থেকে উনি আরও বেশি লাগামহীন হয়ে গেছে। দিন দিন মানুষিক রোগী লাগে আমার ওনাকে। হয়ত উনি সামনে আরও অনেক চোখে পরার মত কাজ করবে। যেটা দেখে মানুষ আরও মজা নিবে।
゚viralシfypシ゚viralシalシ

আমার মত কে কে সকাল এ সময়ের অভাবে চাপড়ি খান 😁😁 কমেন্টে জানান😁😁😁
21/08/2023

আমার মত কে কে সকাল এ সময়ের অভাবে চাপড়ি খান 😁😁 কমেন্টে জানান😁😁😁

18/08/2023

মানিকগঞ্জের বিখ্যাত মোরগ পিঠা,,, এমন কেউ নেই যে এ পিঠা পছন্দ করে না😋😋😋😋😱😱😱
cooking house

Address

Manikganj
Manikganj

Telephone

+8801909748801

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mausam's Cooking & Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mausam's Cooking & Vlog:

Share