সময়ের সংবাদ

  • Home
  • সময়ের সংবাদ

সময়ের সংবাদ with nature the birth of childhood, so please. The tears are just in the vibration center

03/12/2025
03/12/2025

I gained 7,024 followers, created 3 posts and received 5 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

I got 3 reactions on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you....
03/12/2025

I got 3 reactions on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

#ফুলেরভালবাসা বি এস খোরশেদ ও আশরাফু আলম লিটন সহ টেলিভিশন রিপোর্টেরর্স ইউনিটের সকলকে.....

 #প্রতারনা হাত রক্ষা পেতে সরাসরি মালিকের হাতে ক্রয় করুন  # #আজকের ক্রয় আগামীর সঞ্চয়
03/12/2025

#প্রতারনা হাত রক্ষা পেতে সরাসরি মালিকের হাতে ক্রয় করুন #
#আজকের ক্রয় আগামীর সঞ্চয়

01/11/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

 #ফুলেরভালবাসা  বি এস খোরশেদ ও আশরাফু আলম লিটন সহ টেলিভিশন রিপোর্টেরর্স ইউনিটের সকলকে.....
01/11/2025

#ফুলেরভালবাসা বি এস খোরশেদ ও আশরাফু আলম লিটন সহ টেলিভিশন রিপোর্টেরর্স ইউনিটের সকলকে.....

মাননীয় প্রশাসকমানিকগঞ্জ পৌরসভামানিকগঞ্জবিষয়: বর্ষার শেষ প্রান্তে শহরের পুকুর ও জলাশয়গুলোর দুরবস্থা এবং ডেঙ্গু ও চিকুনগুন...
15/09/2025

মাননীয় প্রশাসক
মানিকগঞ্জ পৌরসভা
মানিকগঞ্জ
বিষয়: বর্ষার শেষ প্রান্তে শহরের পুকুর ও জলাশয়গুলোর দুরবস্থা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি প্রসঙ্গে একটি সচেতনতামূলক প্রতিবেদন।
মহোদয়,
যথাযথ সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, বর্তমানে বর্ষা প্রায় শেষ হয়ে এলেও মানিকগঞ্জ শহরের বেশ কিছু পুকুর ও জলাশয়ের অবস্থা অত্যন্ত শোচনীয়। বিশেষ করে পৌর ভূমি অফিসের পাশে অবস্থিত পৌরসভা কার্যালয়ের কাছের পুকুরটির দুরবস্থা চোখে পড়ার মতো। একদিকে যেমন কিছু অসাধু চক্র পুকুর ভরাট করে দখলের পাঁয়তারা করছে, অন্যদিকে তেমনি পুকুরটির বেশিরভাগ অংশই নোংরা আবর্জনা এবং কচুরিপানায় ভরা। এটি শুধু পরিবেশের জন্যই হুমকি নয়, জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ।
এই অস্বাস্থ্যকর পরিবেশ এডিস মশার বংশবৃদ্ধির জন্য একটি আদর্শ প্রজননক্ষেত্র তৈরি করছে, যা ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রধান বাহক। শহরের মধ্যে এমন অসংখ্য উন্মুক্ত ও নোংরা জলাশয় থাকলে তা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটাতে পারে। এই রোগগুলো সাধারণ মানুষের জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দেয়।
এমতাবস্থায়, আমরা মানিকগঞ্জ পৌরসভার সকল নাগরিকের পক্ষ থেকে আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে, দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে শহরকে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগের হাত থেকে রক্ষা করুন। এ বিষয়ে সচেতনতা বাড়াতে নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারে:
* জলাশয় পরিষ্কারের ব্যবস্থা: অবিলম্বে শহরের সকল পুকুর ও জলাশয় থেকে কচুরিপানা ও আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা করা।
* সচেতনতামূলক প্রচারণা: জনগণকে নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে উৎসাহিত করা এবং এ বিষয়ে মাইকিং, লিফলেট বিতরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার ব্যবস্থা করা।
* দখলমুক্তকরণ অভিযান: পুকুর ও জলাশয় দখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা এবং শহরের সকল জলাশয় দখলমুক্ত করা।
* এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস: বিভিন্ন এলাকায় জমে থাকা পানি ও অন্য কোনো পাত্রে যেন পানি না জমে, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া।
আমরা বিশ্বাস করি, আপনার সদিচ্ছা এবং দ্রুত পদক্ষেপের মাধ্যমে মানিকগঞ্জ পৌরসভা ডেঙ্গু ও চিকুনগুনিয়া মুক্ত একটি নিরাপদ শহরে পরিণত হবে।
ধন্যবাদান্তে,
মানিকগঞ্জ পৌরবাসীবৃন্দ
তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

05/08/2025

#রেডি দোকান বিক্রি ও ভাড়া চলছে

সাংবাদিকতা  পেশার অবমাননা ও জনগণের আস্থার সংকটগণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এর ওপর নির্ভর করে সমাজের গণতান্...
02/08/2025

সাংবাদিকতা পেশার অবমাননা ও জনগণের আস্থার সংকট

গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এর ওপর নির্ভর করে সমাজের গণতান্ত্রিক কাঠামো ও জনগণের অধিকার রক্ষা। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু **সাংবাদিক নেতার আচরণ** এই স্তম্ভের গোড়াকে দুর্বল করে দিচ্ছে। পেশার মর্যাদা ও নৈতিকতার সীমালঙ্ঘন করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের যে ধারা শুরু হয়েছে, তা কেবল **সাংবাদিকতার ভাবমূর্তিকেই ক্ষুণ্ন করছে না, বরং জনগণের আস্থাকেও তলানিতে নামিয়ে দিচ্ছে।**

গণমাধ্যমকর্মীদের একটি বড় অংশ এখনো নীতি ও আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছেন। তারা জীবনের ঝুঁকি নিয়ে সত্য অনুসন্ধানে লিপ্ত থাকেন। কিন্তু যখন কিছু অসাধু সাংবাদিক নেতা তাদের পেশার সম্মানকে ঢাল হিসেবে ব্যবহার করে ক্ষমতা ও প্রভাব বিস্তারের চেষ্টা করেন, তখন সেই সৎ সাংবাদিকদের আত্মত্যাগ ম্লান হয়ে যায়। তাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠা প্রশ্নবিদ্ধ হয়।

সুবিধাভোগী নেতার দৌরাত্ম্য

বর্তমানে আমরা প্রায়ই দেখি, কিছু সাংবাদিক নেতা সাংবাদিকতার পরিচয়কে ব্যবহার করে প্রশাসনিক সুবিধা নিচ্ছেন। তাদের মূল লক্ষ্য থাকে ক্ষমতার কাছাকাছি থাকা এবং সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে ব্যক্তিগত ফায়দা লুটা। এর মধ্যে রয়েছে চাকরির **পোস্টিং বদলি করানো, বিভিন্ন দপ্তরের অনৈতিক সুবিধা আদায়, এবং রাজনৈতিক নেতাদের পাশে ছবি তুলে নিজেদের প্রভাব জাহির করা।** এই সুবিধাভোগী মানসিকতা পুরো পেশাকেই কলুষিত করছে।

যখন একজন সাধারণ মানুষ দেখেন যে, সাংবাদিকতার মতো একটি মহান পেশার পরিচয় ব্যবহার করে কেউ রাজনৈতিক নেতার আস্থাভাজন হয়ে উঠছেন এবং সেই সম্পর্ককে পেশার ‘প্রাপ্তি’ হিসেবে উপস্থাপন করছেন, তখন তাদের মনে এই পেশা সম্পর্কে নেতিবাচক ধারণা জন্ম নেয়। তারা মনে করেন, সাংবাদিকতা এখন আর সত্য প্রকাশের মাধ্যম নয়, বরং ক্ষমতা ও অর্থের একটি সিঁড়ি মাত্র। এই ধারণা সাংবাদিকতার মূল উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করে।

আস্থার সংকট ও পেশাগত অবক্ষয়

জনগণের আস্থাহীনতা একটি গণমাধ্যমের জন্য সবচেয়ে বড় সংকট। যখন জনগণ বিশ্বাস করা বন্ধ করে দেয় যে, একটি সংবাদ নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ, তখন সেই গণমাধ্যমের প্রাসঙ্গিকতা হারাতে শুরু করে। কিছু সাংবাদিক নেতার ক্ষমতার দালালি এবং রাজনৈতিক পক্ষপাতিত্ব জনগণের মনে এই বিশ্বাস তৈরি করছে যে, সব খবরই হয়তো কোনো না কোনো স্বার্থ দ্বারা প্রভাবিত।

এই অবক্ষয়ের কারণে প্রকৃত সাংবাদিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের সততা ও নিষ্ঠা জনগণের কাছে প্রশ্নের মুখোমুখি হচ্ছে। যখন কোনো সাংবাদিক দুর্নীতি বা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন, তখন কিছু মানুষ তাকেও সন্দেহের চোখে দেখতে শুরু করে। তারা ভাবে, হয়তো এই সাংবাদিকও কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছেন। এটি সৎ সাংবাদিকদের কাজের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।

---
প্রতিরোধের উপায় ও পেশার মর্যাদা পুনরুদ্ধার

এই সংকট থেকে উত্তরণের জন্য কিছু জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রথমে, **সাংবাদিক সংগঠনগুলোকে** এই ধরনের অপেশাদার ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হতে হবে। সংগঠনগুলোর উচিত, যারা সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত ফায়দা লুটে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। পেশাগত আচরণবিধির লঙ্ঘনকারীদের সংগঠন থেকে বহিষ্কার করা যেতে পারে।

দ্বিতীয়ত, সাংবাদিকদের নিজেদের মধ্যে নৈতিকতা ও পেশাদারিত্বের চর্চা আরও বাড়াতে হবে। তরুণ সাংবাদিকদের পেশার মূল লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সচেতন করতে হবে। তাদের বোঝাতে হবে যে, সাংবাদিকতা কোনো ক্ষমতার সিঁড়ি নয়, বরং এটি সমাজের প্রতি একটি বড় দায়িত্ব।

সবশেষে, গণমাধ্যমকে তার নিজের মর্যাদা পুনরুদ্ধার করতে হলে জনগণের আস্থার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। **নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা এবং সাহসীকতার** মাধ্যমে জনগণের কাছে এই বার্তা পৌঁছাতে হবে যে, এখনো অনেক সাংবাদিক আছেন, যারা সত্য প্রকাশের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। এই ধরনের পদক্ষেপই পারে সাংবাদিকতার হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং জনগণের আস্থাকে পুনরায় প্রতিষ্ঠিত করতে।

ধলেশ্বরী হাউজিংয়ের প্রতারণার শিকার হাজারো গ্রাহক | Manikganj Housing Cheating |Independent TVমানিকগঞ্জে চটকদার বিজ্ঞাপন ...
31/07/2025

ধলেশ্বরী হাউজিংয়ের প্রতারণার শিকার হাজারো গ্রাহক | Manikganj Housing Cheating |Independent TV

মানিকগঞ্জে চটকদার বিজ্ঞাপন দেখিয়ে হাজারো গ্রাহকের কাছ থেকে শতকোটি টাকা হাতিয়ে নিলেও বুঝিয়ে দেয়া হয়নি প্লট। ধলেশ্বরী হাউজিং লিমিটিডের বিরুদ্ধে উঠেছে প্রতারণার এমন অভিযোগ। প্লট তো দূরের কথা, এখন পর্যন্ত প্রবেশ গেট ছাড়া কোনো অবকাঠামোই নির্মাণ হয়নি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলেরও অভিযোগ রয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ পেলে তদন্ত কোরে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের।

#ইনডিপেনডেন্টটেলিভিশন ধলেশ্বরী হাউজিংয়ের প্রতারণার শিকার হাজারো গ্রাহক | Manikganj Housing Che...

31/07/2025

কেমনে জানিব, আমি ৷ তিনি একজন বি এস সি( আর্কিটেড)ইন্জিনিয়ার, ইন্জ আলি ইমাম শিপন তিনি মানিকগঞ্জের প্রতারনা দায় প্রতিস্ঠানের একজন কর্মকর্তা। কথার নমুনাকে মনে হয় তিনার হাত কত উপরে

Address


1800

Telephone

+8801712224770

Website

Alerts

Be the first to know and let us send you an email when সময়ের সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সময়ের সংবাদ:

  • Want your business to be the top-listed Media Company?

Share