22/05/2025
রাগী মেয়েরা খুব বেশিদিন বাঁচেনা। তাদের রাগ যেমন তীব্র, তাদের অভিমানটাও বড্ড তীব্র হয়। তারা খুব আপন মানুষের কাছ থেকে পাওয়া আঘাত সহজে সইতে পারেনা। বাধাহীনভাবে গড়িয়ে পড়ে অজস্র অশ্রুকণা। ভেতরে ভেতরে দুমড়েমুচড়ে গুড়িয়ে যায় নিজের অজান্তেই। কেউ জানেনা, কেউ দেখেনা, আবার কেউ বোঝেও না। ধীরে ধীরে নিশ্চুপ হতে শুরু করে রাগী মেয়েগুলো। তারপর একসময় রক্তমাংসে গড়া দেহের মাঝে পড়ে থাকে মৃতের ন্যায়।
লোকে দেখে বলে- "তুমি বড্ড শান্ত হয়ে গেছো, আগে তো বেশ চঞ্চল ছিলে।" কিন্তু কেউ বোঝেনা, মেয়েটার চঞ্চল প্রাণ শ্বাস হারিয়েছে বহু আগেই।
#শাহানা_বিনতে_রফিক