
30/05/2025
সিরাজগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ৭১ টন সরকারি চাল জব্দ, ৭ ছাত্রদল নেতাকর্মী আটক
আটকরা হলেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, রায়গঞ্জের নিমগাছি অনার্স কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন, সহ-সভাপতি আইয়ুব আলী, সোনাখাড়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, সহ-সভাপতি আব্দুল মতিন ও এদের সহযোগী ফিরোজ ও ইমরান।
সিরাজগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ শহরের এস, বি ফজলুল হক রোডের মালসাপাড়ায় অবস্থিত মেসার্স নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিলে অভিযান চালানো হয়। এ সময় গুদামে থাকা হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি ন্যায্য মূল্যের ৬৫ টন চাল জব্দ করা হয়।