14/12/2024
খুব গুরুত্বপূর্ণ একটা পোস্ট
দক্ষিণ কোরিয়া🇰🇷🇰🇷 আসার সুবর্ণ সুযোগ
মাসে দেড় থেকে ২ লক্ষ টাকা আয় করার সুযোগ
শুধুমাত্র নিজের যোগ্যতা এবং পরিশ্রম দিয়ে আসতে পারবেন
দক্ষিণ কোরিয়া আসতে কোন দালাল বা কোন টাকা দিয়ে আসা যায় না, একমাত্র আসার পথ হচ্ছে ভাষা শিখে আসতে হবে এছাড়া যদি কেউ পড়াশোনা করতে আসতে চায় তখন তাকে ILTS করতে হবে,
যাদের হাতে সময় আছে সময় নষ্ট না করে করিয়ান ভাষা শিখে দক্ষিণ কোরিয়া চলে আসতে পারেন, তিন থেকে চার মাস সময় লাগে ভাষা শিখতে বর্তমান দেশের অবস্থা তাতে দেশে সময় নষ্ট না করে যে সমস্ত বেকার ছাত্র ভাইয়েরা আছেন যাদের হাতে অফুরন্ত সময় আছে তারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন , আমি চাই আরো বাংলাদেশের মানুষ আর ছাত্র ভাইয়েরা যেন স্বাবলম্বী হতে পারে এবং তাদের পরিবারের হাল ধরতে পারেন নিজের চাহিদা নিজের স্বপ্ন পূরণ করতে পারেন তাই দেরি না করে অবসর সময়কে কাজে লাগিয়ে ভাষা শিখে দক্ষিণ কোরিয়া চলে আসেন ১৮ থেকে ৩৯ বছর পর্যন্ত এপ্লাই করা যায়
মিনিমাম যোগ্যতা এসএসসি
আবারও বলছি দক্ষিণ কোরিয়া কাজের জন্য আসতে হলে শুধু ভাষা শিখে আসতে হবে এছাড়া আর কোন পথ নেই
অল্প খরচে নিজের যোগ্যতায় আসতে পারবেন
কারো যদি কোন হেল্পের প্রয়োজন হয় পরামর্শ দিয়ে পাশে থাকব ইনশাআল্লাহ
সবার জন্য শুভকামনা রইল দোয়া ও ভালোবাসা আমার পেজের পক্ষ থেকে ❤️❤️❤️❤️
বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যদের উপকারে আসে
Dhalla Korean Language Centre