25/03/2024
একটা পারফেক্ট গিগ বানানোর জন্য যা যা করতে হবে
১।শুরুতে আপনার খেয়াল রাখতে হবে আপনি কিসের ওপর ফাইভারে Gig দিবেন, মানে Gig Category.
আমি মনে করি যারা নতুন তাদের জন্য ৭ টি গিগ দেওয়াই ভালো।
২। গিগ বানানোর সময় অবশ্যই কারো টা কপি করবেন না , বেশীরভাগ সেলার গিগ কপি করে বলে তারা অর্ডার পায়নি কারন আপনি যখন কোথাও থেকে কপি করছেন সেটা ফাইভারে আগে থেকেই আসে তাই ফাইভার আপনার গিগটা কে কখন ও সার্চ ইঞ্জিনে রাখবে না যার ফলে আপনি অর্ডার ও পাবেন না ।
৩। Gig Title, Description অবশ্যই SEO Friendly হতে হবে ।
আপনি যে keyword গুলো টাইটেল দিয়েছেন তা ডিস্ক্রিপ্ট এ মিনিমাম ৩ বার হাইলাইট করে দিন ।
৪। Gig Title+ Description অবশ্যই ইউনিক দেওয়ার ট্রাই করবেন। কিভাবে ইউনিক লিখবেন সেটার জন্য বেস্ট সেলিং কিছু গিগ দেখুন, তাদের থেকে আইডিয়া জেনারেট করুন, কিন্তু ভুলেও কপি করার চেষ্টা করবেন না।এটা ভাববেন না যে এই টাইটেল দিয়ে অমুক ভাই বা বোন টপ রেটেড হয়েছে আমিও হুবুহু দিয়ে হাজার হাজার ডলার ইনকাম করবো।তাহলেই ভুল করবেন।
৪। এবার টাইটেল নিয়ে আসি ।এই ব্যাপার টা গুরুত্বপূর্ণ । টাইটেলে অবশ্যই আপনার মেইন Keyword কে ফোকাস করে আরও ২-৩ টা keyword দেবেন।
৫। Tag গুলো ফাইভারের Search keyword, suggested keyword থেকে Research করে বের করবেন। কারন ট্যাগ দিয়েই কিন্তু আপনার গিগ টি কে খুজে পাওয়া যাবে।তাই অবশ্যই উলটা পালটা কোন ট্যাগ ব্যবহার করবেন না।
৬। এবার আসি ইমেজ নিয়ে ,
কেউ ইমেজ কপি করবেন না , কপির কারনে Order অনেকের আসেনা । আপনি যে ইমেজ টি কপি করে বসালেন সেটা অন্য একজন ইউজ করছে সে ইমেজটি ব্যবহার করলে অবশ্যই ফাইভার আপনাকে রেংকে দেবেনা। তাহলে কি করবেন ??
অন্যদের গিগ থেকে আইডিয়া নিয়ে নিজে ইউনিক কিছু গিগ বানানোর চেষ্টা করুন যাতে ক্লাইন্ট দেখলেই আপনার গিগে ক্লিক করে। নিজের সর্বোচ্চ টা দিয়ে গিগ কে ফুটিয়ে তুলুন।
কাজ পাওয়াটা গিগ তৈরি এবং তার মার্কেটিং এর উপর নির্ভর করে. উত্তর ভালোলাগলে অনুসরণ করতে পারেন