Freelancer Selim

Freelancer Selim Hi. i am Selim Hossain.i am freelancer

13/04/2023

মন খারাপ -
চলেন ভরপুর শপিং করি নিজের জন্য & ফ্যামিলির জন্য!
মন ভালো হয়ে যাবে এতে কোন সন্দেহ নাই।

মন খারাপ-
চলেন ঘুরতে চলে যাই!
মন ভালো হয়ে যাবে এতে কোন সন্দেহ নাই।

কিন্তু শপিং & ঘুরতে যাওয়ার জন্য ভরপুর টাকা লাগবে!
টাকা থাকলে সবসময় আপনার হেড অফিস ( মাথা) ঠান্ডা থাকবে!
টাকা থাকবে না সব কিছুতে ঝামেলা মনে হবে, হেড অফিস (মাথা) গরম থাকবে।

তাই কোন দিকে না তাকিয়ে ইনকাম সোর্স তৈরি করে টাকা কামাতে হবে শুধু।


08/04/2023

প্রবল ইচ্ছা শক্তি ছাড়া সফলতা সম্ভব না

25/03/2023

সার্টিফিকেট দিয়ে কিচ্ছু হবেনা | | Develop skills | No Need Certificate | গতানুগতিক পড়াশুনা মূল্যহীন।

21/03/2023

57 বছর বয়সে ফ্রিল্যান্সিং করে লাখ টাকা ইনকাম

পড়ালেখা করে যে শুধুমাত্র চাকরিই করতে হবে এই প্রথাগত চিন্তা চেতনা থেকে বের হতে হবে।সাকিব আল হাসান - যদি ক্রিকেট ছেড়ে দিয়ে...
20/03/2023

পড়ালেখা করে যে শুধুমাত্র চাকরিই করতে হবে এই প্রথাগত চিন্তা চেতনা থেকে বের হতে হবে।

সাকিব আল হাসান - যদি ক্রিকেট ছেড়ে দিয়ে ৪ বছরে গ্র‍্যাজুয়েশন করতো তাইলে আজকে সে হয়তো ২০ হাজার টাকার মালিক হতো।
কিন্তু, ১৪ বছরে গ্র‍্যাজুয়েশন শেষ করে সে আজ ২০০ কোটি টাকার মালিক।
টাকা কামানোর জন্য পড়া-লেখা করা আসলেই সবচেয়ে দুর্বল ইনভেস্টমেন্ট (প্রমাণিত)।

বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট বুঝতে হবে। পড়ালেখার পাশাপাশি দক্ষতা অর্জন করতে হবে +ছাত্র থাকা অবস্থায় ইনকাম সোর্স বের করতে হবে। ক্যারিয়ার ব্যাক-আপ রাখতে হবে অন্যতায় পড়ালেখা শেষ করে 20 হাজার টাকার চাকরির জন্য দুয়ারে দুয়ারে ঘুরতে হবে।

18/03/2023

👉একজন সফল ফ্রিল্যান্সার এর মূল্যবান কিছু কথা.!
যা আপনার জিবন বদলে দিতে পারে, ইনশাআল্লাহ।😱😱

👉বিস্তারিত জানতে ইনবক্স করুন।📩


17/03/2023

ফ্রীলান্সিং কোর্স সবার জন্য

ব্যাংকের চাকরি ছেড়ে সফল ফ্রিল্যান্সার, মাসে সুমাইয়ার আয় লাখ টাকাবেসরকারি একটি ব্যাংকের লেনদেন সেবা বিভাগে কাজ করতেন স...
14/03/2023

ব্যাংকের চাকরি ছেড়ে সফল ফ্রিল্যান্সার, মাসে সুমাইয়ার আয় লাখ টাকা

বেসরকারি একটি ব্যাংকের লেনদেন সেবা বিভাগে কাজ করতেন সুমাইয়া ইরা। ব্যাংকের এই চাকরি ছেড়ে শুরু করেন ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের কাজ। চাকরি ছেড়ে দিলেও সুমাইয়া এখন প্রতি মাসে প্রায় লাখ টাকা আয় করেন। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তরও করছেন তিনি। ৬ মার্চ ধানমন্ডির ছায়ানট সাংস্কৃতিক ভবন মিলনায়তনে প্রথম আলো আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে দেখা হয় সুমাইয়ার সঙ্গে।

শুরুর কথা

নিজে থেকে কিছু করার ইচ্ছা ছোটবেলা থেকেই ছিল সুমাইয়ার। গতানুগতিক চাকরির বদলে ভিন্ন কিছু করার চিন্তা থেকেই ২০১৮ সালে ফ্রিল্যান্সিংয়ের কাজের প্রতি আগ্রহ জন্মে সুমাইয়ার। কিন্তু শুরুতে ফ্রিল্যান্সিং শেখার মতো ভালোমানের কোনো প্রতিষ্ঠানের খোঁজও পাননি তিনি। হঠাৎই এক বন্ধুর মাধ্যমে জানতে পারেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া প্রতিষ্ঠান নকরেক আইটির কথা। অনলাইনে প্রতিষ্ঠানটির কাজের ধরন ও প্রশিক্ষণার্থীদের সাফল্য জানার পর সেখানে ওয়েবসাইট ডিজাইন কোর্সে ভর্তি হন সুমাইয়া। এরপর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুবীর নকরেকের পরামর্শে ফ্রিল্যান্সারদের উপযোগী গ্রাফিকস ডিজাইন এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরির প্রশিক্ষণ নেন। সফলভাবে প্রশিক্ষণ নেওয়ার পর ২০১৯ সালে অনলাইন মার্কেটপ্লেস ফাইবার ও আপওয়ার্কে কাজ শুরু করেন। বইয়ের প্রচ্ছদ আঁকার কাজ করে ফাইবারে প্রথম ৬০ ডলার আয় করেন সুমাইয়া।


যারা ফ্রীতে ফ্রিল্যান্সিং শিখতে চাই তাদের উদ্দেশ্যে কিছু কথা। 👉বর্তমান পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কারো উপকার করেন না এটা...
13/03/2023

যারা ফ্রীতে ফ্রিল্যান্সিং শিখতে চাই তাদের উদ্দেশ্যে কিছু কথা।

👉বর্তমান পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কারো উপকার করেন না এটাই বাস্তব।

আমাদেরকে খেয়াল রাখতে হবে একজন প্রাইভেট টিচার কখনো তার স্টুডেন্টকে যতই প্রিয় হোক না কেন কোনদিন ফ্রিতে পড়াবেনা।
তাহলে আপনি কিভাবে ভাবলেন অপরিচিত একজন লোক আপনাকে ফ্রিতে ফ্রীলান্সিং ট্রেনিং দেবে।
💥আর যদি বাইচান্স কেউ যদি এ ধরনের অফার দিয়ে থাকে তার ফলাফল নিচের ছবির মত হবে।
ফালতু সময় লস হবে কাজের কাজ কিছুই হবে না।
💥প্রত্যেকের উদ্দেশ্যে বলি অযথা সময় নষ্ট না করে ভালো করে যাচাই বাছাই করে যেকোনো একটা It Institute আইটি ইনস্টিটিউট এর ট্রেনিং নিয়ে নেন।
👉আর যেকোনো ধরনের হেল্প লাগলে বিষয় ইনবক্স করবেন সাধ্যমতো চেষ্টা করবো help করার।

সফলতার জন্য বয়স কোনো মেটার না ইচ্ছা থাকলে সম্ভব 👍
13/02/2023

সফলতার জন্য বয়স কোনো মেটার না
ইচ্ছা থাকলে সম্ভব 👍

ফ্রিল্যান্সিং এর কাজ শিখে ঘরে বসে অনলাইনে নিজের ক্যারিয়ার গড়ুন। আপনার সাথে থাকা স্মার্ট ফোনকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং ...
09/02/2023

ফ্রিল্যান্সিং এর কাজ শিখে ঘরে বসে অনলাইনে নিজের ক্যারিয়ার গড়ুন।

আপনার সাথে থাকা স্মার্ট ফোনকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবেন। যা আপনার ভালো মানের ইনকাম করার জন্য যথেষ্ট।


,

ফ্রিল্যান্সিংকে খাত হিসেবে আরো সফল করতে সরকারি উদ্যোগই বেশি প্রয়োজন। ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশের ‘রোডম্যাপ’ ঘোষণার দশ ব...
07/02/2023

ফ্রিল্যান্সিংকে খাত হিসেবে আরো সফল করতে সরকারি উদ্যোগই বেশি প্রয়োজন। ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশের ‘রোডম্যাপ’ ঘোষণার দশ বছর পর সরকার ‘আমার গ্রাম-আমার শহর, সুশাসন’ ও তারুণ্যের শক্তি’- এই তিনটি উন্নয়ন কর্মসূচি হাতে নেয়। তাতে ডিজিটাল বিপ্লবের বাস্তবায়ন আরো ‘গতিশীল’ হয়েছে। এই রোডম্যাপ অনুযায়ী সরকার ইতিমধ্যে নানা রকম উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি ভাবে প্রশিক্ষণের সুযোগ। আইসিটি মন্ত্রনালয়ের অধীনে লার্নিং এন্ড আর্নিং প্রকল্পের মাধ্যমে সারাদেশব্যপী চল্লিশ হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া সাম্প্রতিক সময়ে সরকার পাঁচ লক্ষ ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা গ্রহন করেছে। ইতিমধ্যে, আইসিটি বিভাগ এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভলপমেন্ট সোসাইটি ফ্রিল্যান্সারদের ডাটাবেইজ তৈরি করেছে। এছাড়া সরকার তথ্য প্রযুক্তি সেবা নিশ্চিত করতে প্রতি জেলায় আইসিটি পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। দেশের ফ্রিল্যান্সারদের সরকারি কাজ করার সুযোগ দিতে একটি মার্কেটেপ্লেস তৈরির উদ্যোগ নেয়া হয়েছে । যুব উন্নয়ন অধিদপ্তর এবং মহিলা বিষয়ক অধিদপ্তরও এই কার্যক্রমে নানান প্রশিক্ষণ ও ভাতার ব্যবস্থা করছে। সরকারিভাবে বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান গুলোকেও নানা ভাবে সাহায্য করছে সরকার।



ফ্রিল্যান্সিং শুরু করতে, 🙂আপনার সবচেয়ে বড় অজুহাত বা সমস্য হচ্ছে "টাকা" তাই না,,,আরেহ আপনার টাকা নাই বলেই তো আপনি ফ্রিল্য...
06/02/2023

ফ্রিল্যান্সিং শুরু করতে, 🙂আপনার সবচেয়ে বড় অজুহাত বা সমস্য হচ্ছে "টাকা" তাই না,,,

আরেহ আপনার টাকা নাই বলেই তো আপনি ফ্রিল্যান্সিং নিয়ে চিন্তা করেন,,
তাই বলতেছি একটু চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনি পারবেন,

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
04/02/2023

I've received 200 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

02/02/2023

তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস- সেটি হচ্ছে অজুহাত! যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না- সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে!


I will design a Social Media Cover Facebook, Linkedin, Instagram, Youtube,
31/01/2023

I will design a Social Media Cover
Facebook, Linkedin, Instagram, Youtube,



30/01/2023

#আলহামদুলিল্লাহ 😍❤️
জীবনে কখনো ভাবতেই পারিনাই এই বয়সে এসে ফ্রিল্যান্সিং নামক একটা প্লাটফর্ম এ এসে এতো কিছু পাবো

সব কিছু মহান আল্লাহ তালার অশেষ রহমতে

এখন নিজের ইনকামের টাকা দিয়ে নিজের ছোট ছোট ইচ্ছা পূরন করতে পারি
নিজের টাকাই নিজের ইচ্ছা পূরন করা যে কত আনন্দ না করলে হয়তো বুঝতাম না

এসো!!

বেকার মুক্ত দেশ গড়ি
ফ্রিল্যান্সিং এর যাত্রা শুরু করি ✅


অনেক অনেক অভিনন্দন প্রিয় স্যারআমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনার মতো একজন মেন্টর পেয়ে আমি সত্যিই অনেক গর্বিতআশা করি ...
28/01/2023

অনেক অনেক অভিনন্দন প্রিয় স্যার
আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আপনার মতো একজন মেন্টর পেয়ে আমি সত্যিই অনেক গর্বিত
আশা করি আমিও একদিন সফল ফ্রিল্যান্সার হবো ইনশাআল্লাহ...


Meetup with mentor & Brother's 💗💗
24/01/2023

Meetup with mentor & Brother's 💗💗


আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন হলো নিজের দক্ষতা। কর্ম সম্পাদনের জন্য যে যন্ত্রপাতি ও কাঁচামাল প্রয়োজন তার অর্থ সংস...
19/01/2023

আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন হলো নিজের দক্ষতা। কর্ম সম্পাদনের জন্য যে যন্ত্রপাতি ও কাঁচামাল প্রয়োজন তার অর্থ সংস্থান করা ও অনেকটা সহজ। আত্মকর্মসংস্থান একটি স্বাধীন পেশা। আর এ ব্যবসায় যেহেতু অনেক সময় নিজের বাড়িতে বা জমিতে করা যায় সে তো আলাদা খরচ হয় না।


যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো , সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না , পথ তুমি খুঁজে পাবেই ।
17/01/2023

যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো , সে ব্যাপারে কখনো হাল ছেড়ো না , পথ তুমি খুঁজে পাবেই ।

16/01/2023

চাকরি এবং ক্যারিয়ারের মধ্যে পার্থক্য

Difference Between Job and Career

আপনার যদি স্বাধীনতা পছন্দ হয়, নিজ বাসায় বা যে কোন স্থান থেকে কাজ করতে ভালো লাগে, তাহলে ফ্রিল্যান্সিং করতে পারেন।একদম সহজ...
13/01/2023

আপনার যদি স্বাধীনতা পছন্দ হয়, নিজ বাসায় বা যে কোন স্থান থেকে কাজ করতে ভালো লাগে, তাহলে ফ্রিল্যান্সিং করতে পারেন।

একদম সহজ থেকে শুরু করি, আপনি যা জানেন তা দিয়েই কাজ শুরু করতে পারবেন। লেখা লেখি, ডেটা এন্ট্রি, প্রোগ্রামিং, মার্কেটিং, টাইপিং, ডিজাইনিং, ইমেজ এডিটিং, প্রেজেন্টেশন তৈরি, ডেভেলপমেন্ট, ভার্চুলাল এসিস্ট্যান্ট সহ অনেক কিছু। যদি এই বিষয়ে পরিষ্কার ধারণা না থাকে তবে অভিজ্ঞ ফ্রিল্যান্সার এর কাছে আমি সাহায্য নিতে পারেন। এবং কাজ জানা না থাকলে আপনার পছন্দ অনুযায়ী কাজ বেছে নিয়ে শিখতে পারেন।



মনের ভেতর খুশির দীপজ্বেলে এগিয়ে যাও,চোখের মধ্যে মিষ্টি স্বপ্নপালন করতে থাকো,যতই মুশকিল আসুকরাস্তা চলতে গিয়ে,কখনো ভেঙে পড়...
11/01/2023

মনের ভেতর খুশির দীপ
জ্বেলে এগিয়ে যাও,
চোখের মধ্যে মিষ্টি স্বপ্ন
পালন করতে থাকো,
যতই মুশকিল আসুক
রাস্তা চলতে গিয়ে,
কখনো ভেঙে পড়বে না।



দেশে বেকার সমস্যা প্রকট আকার ধারণ করেছে। সন্তোষজনক চাকরি পাওয়া নিয়ে উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে হতাশা বাড়ছে। দেশে সরকারি খ...
10/01/2023

দেশে বেকার সমস্যা প্রকট আকার ধারণ করেছে। সন্তোষজনক চাকরি পাওয়া নিয়ে উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে হতাশা বাড়ছে। দেশে সরকারি খাতে কর্মসংস্থানের সুযোগ সীমিত। বেসরকারি খাত কাক্সিক্ষত মানে বাড়ছে না। তাই কর্মসংস্থানের সুযোগও বাড়ছে না। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাম্প্রতিক এক তথ্যে দেখা যাচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয়র অধীন স্নাতকোত্তীর্ণ ৬৬ শতাংশ শিক্ষার্থী বেকার থাকছেন।

চিন্তা+শব্দ+বিশ্বাস+কাজ= ফলাফল
08/01/2023

চিন্তা+শব্দ+বিশ্বাস+কাজ= ফলাফল


06/01/2023

পুরো পৃথিবী তোমার দিকে তাকিয়ে আছে তুমি কি করবে।

আলহামদুলিল্লাহ প্রায় ১৫০+ ভাই বোনদের নিয়ে   এফিলিয়েট এর  -Long-Workshop সফল ভাবে সসম্পূর্ণ  হলো।
05/01/2023

আলহামদুলিল্লাহ প্রায় ১৫০+ ভাই বোনদের নিয়ে এফিলিয়েট এর -Long-Workshop সফল ভাবে সসম্পূর্ণ হলো।


( Don't stop) ,,,,,,,,,,,‌👇,,,,,,,,,,,(থেমে যাবেন না) কাজকে এগিয়ে রাখুন তাহলে আপনার জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন, যত...
03/01/2023

( Don't stop)
,,,,,,,,,,,‌👇,,,,,,,,,,,
(থেমে যাবেন না)
কাজকে এগিয়ে রাখুন তাহলে আপনার জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন, যতই কাজ করবেন ততই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন আর নিজেকে অক্ষম ব্যর্থ নয় একজন সক্ষম ও সফল মানুষ তৈরী করতে পারবেন থেমে যাবেন তো হেরে যাবেন, দৌড়াতে থাকলে আপনি চেষ্টা করলে সারাদেশ ঘুরতে পারবেন হেটে হেটেই আর যদি দেশ ঘুরবেন ঘুরবেন ভাবতে থাকেন চেষ্টা না করেন শুধু ভেবেই জান তাহলে হেটে হেটে দৌড়ে কেন আপনি গাড়ি বাস ট্রেন প্লেন এসব কোনো কিছু দিয়েই কোথাও ঘুরতে যেতে পারবেন না ওটা শুধু আপনার ভাবনাতেই থাকবে ভাবনা গুলো ইচ্ছেগুলো বাস্তবে পরিণত করতে হলে চেষ্টা করতে হয় সবসময় কাজে আঠার মতো লেগে থাকতে হয় ইচ্ছাসক্তি থাকলে চেষ্টা আসবে আর চেষ্টা করলে সফলতা আসবে কালকের কাজ আজকেই করুন আর আজকের আজ এখনেই করুন আসল কথা কাজ করতেই থাকুন আপনার কাজেই একদিন আপনার গুরুত্ব হয়ে দাঁড়াবে।


02/01/2023

সীমান্তবর্তী গ্রামে বসে মাসে লাখখানেক আয় গারো তরুণীর


▪মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং আসলেই কি সম্ভব ? ▪আমার ফ্রিল্যান্সিং জগৎতে মোবাইল দিয়েই যাত্রাটা শুরু    অবাক হওয়ার কিছুই নাই...
29/12/2022

▪মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং আসলেই কি সম্ভব ?

▪আমার ফ্রিল্যান্সিং জগৎতে মোবাইল দিয়েই যাত্রাটা শুরু
অবাক হওয়ার কিছুই নাই!
সত্যিই যাত্রাটা শুরু হয়েছিল মোবাইল দিয়ে।

▪যদি আপনার কম্পিউটার না থাকে, তবে আপনি চাইলে মোবাইল
দিয়েই ফ্রিলান্সিং শুরু করতে পারেন। হয়তোবা এক্ষেত্রে আপনি
কিছু সুযোগ সুবিধা কম পাবেন কিন্তু মোবাইল দিয়েও ফ্রিলান্সিং করা সম্ভব।
এইযে আপনি এখন যে কন্টেন্ট টা পড়ছেন এটিও মোবাইল দিয়েই তৈরি আর
মোবাইল থেকেই নিয়মিত পোস্ট করা হয়।

▪কন্টেট রাইটিং করে ও মোবাইল দিয়ে unlimited ইনকাম করা যায়। 💲💸
একটা সঠিক সিদ্বান্ত-ই বদলে দিতে পারে আপনার জীবন”



ফ্রিল্যান্সিং । যার অর্থ হচ্ছে - মুক্ত পেশা।  যেখানে আপনার কোন সীমাবদ্ধতা নেই। যেখানে আপনি ইচ্ছামত কাজ করে পরিবারের হাল ...
04/12/2022

ফ্রিল্যান্সিং ।
যার অর্থ হচ্ছে - মুক্ত পেশা। যেখানে আপনার কোন সীমাবদ্ধতা নেই।
যেখানে আপনি ইচ্ছামত কাজ করে পরিবারের হাল ধরতে পারেন কিন্তু অবশ্যই প্রথমত কিছু অর্থ ব্যয় করে এডমিশন নিতে হবে
যারা আগ্রহী তারা সারা দেন।
আমি আপনাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দিতে পারব ইনশাআল্লাহ।
কিন্তু
পরিশ্রমটা আপনাকেই করতে হবে।


ফ্রিল্যান্সিং  খুব দ্রুত ছড়িয়ে পড়ছে সারা পৃথিবীতে, হইতো আপনি ব্যাক্তিটা এখনও পিছিয়ে। ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার শুরু করে ...
11/11/2022

ফ্রিল্যান্সিং খুব দ্রুত ছড়িয়ে পড়ছে সারা পৃথিবীতে, হইতো আপনি ব্যাক্তিটা এখনও পিছিয়ে। ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার শুরু করে আপনার স্কিলকে ডেভেলপমেন্ট করুন, নইলে আপনি অন্যদের থেকে খুব দ্রুত পিছিয়ে পড়বেন। সফল সে হয় যে ঠিক সময় Decision নিতে পারে✅
💜

ফ্রিল্যান্সিং (Freelancing) এর সুবিধা:১.ফ্রিল্যান্সিং এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এখানে স্বাধীনতা রয়েছে। কাজের জন্য কোন...
27/10/2022

ফ্রিল্যান্সিং (Freelancing) এর সুবিধা:

১.ফ্রিল্যান্সিং এর সবচাইতে বড় সুবিধা হচ্ছে এখানে স্বাধীনতা রয়েছে। কাজের জন্য কোন দায়বদ্ধতা থাকে না ।

২.ঘরে বসে কাজ করা যায়। কোন অফিস এর প্রয়োজন হয় না।

৩.কাজের কোনো লিমিট নেই। যত বেশি কাজ তত বেশি
টাকা।

৪.মাসে একাধিক পেমেন্ট পাওয়া যায়। যেটা কোন অফলাইন চাকরি থেকে পাওয়া সম্ভব নয়।

৫.একটি নরমাল জবের চাইতে অনেক বেশি টাকা আয় করা সম্ভব হয়।

৬.কম সময় ব্যয় করে বেশি টাকা আয় করা সম্ভব হয়।

৭.কোন ধরনের ইনভেসমেন্ট করা লাগে না।

বর্তমান সময়ে সারাবিশ্বে সবচেয়ে চাহিদাসম্পন্ন স্কীল গুলোর মধ্যে "ডিজিটাল মার্কেটিং" অন্যতম । বর্তমান প্রেক্ষাপটে "ডিজিট...
23/10/2022

বর্তমান সময়ে সারাবিশ্বে সবচেয়ে চাহিদাসম্পন্ন স্কীল গুলোর মধ্যে "ডিজিটাল মার্কেটিং" অন্যতম । বর্তমান প্রেক্ষাপটে "ডিজিটাল মার্কেটিং" এর মাধ্যমে বিশ্বের 😲সকল ব্যবসা পরিচালিত হচ্ছে ।

বাংলাদেশি কোম্পানিগুলোতে ডিজিটাল মার্কেটিং চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । 💯 দেশীয় কোম্পানিগুলোর পাশাপাশি ইন্টারন্যাশনাল মার্কেটেও ডিজিটাল মার্কেটিং এর রয়েছে ব্যাপক চাহিদা ।

এখনই⏰⏰⏰ আপনার সময় কে কাজে লাগান। আপনি যদি যে কোনো একটি বিষয়ে দক্ষতা অর্জন করতে পারেন তাহলে লোকাল কিংবা👉👉 ইন্টারন্যাশনাল যেকোনো একটি মার্কেটপ্লেসে নিজেকে সফল ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করতে পারবেন ।💪💪

Address

Manikganj
Manikganj
1800

Telephone

+8801734170623

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Selim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Selim:

Share


Other Manikganj media companies

Show All