15/06/2025
"মানবতার খাতিরে—এই পোস্টটি যতটা সম্ভব শেয়ার করুন, গাজার নীরব কান্না যেন দুনিয়া শুনতে পায়..."
গাজার সম্পূর্ণ ইন্টারনেট ও ফোন সংযোগ বিচ্ছিন্ন
হওয়ার পর এক বিশাল মানবিক সঙ্কটের সৃষ্টি হয়েছে—হাসপাতাল থেকে খাবার বিতরণ, দমকা আক্রমণ সবকিছুতে তথ্যের প্রাইভেট লাইন বন্ধ। পৃথিবী জানছে না, কেননা তারা শুনতে পাচ্ছে না।
🚩বিশ্বের সেরা সংবাদপত্রগুলো থেকে এই সময়ের ঘটনাগুলো পত্রিকার নাম, তারিখ, সময় সহ #আজ
'টিম হাফেজ্জী' থেকে আমরাই প্রথম তুলে ধরলাম!
🔷Reuters(১২ জুন ২০২৫, ১৯:৩৭ GMT): “UN says full internet blackout in Gaza, paralyzing aid operations”—জাতিসংঘ বলছে, যোগাযোগের প্রতিবন্ধকতা জরুরি সহায়তা কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
🔷AP News (আজ): “Israeli strikes on Gaza kill at least 20 … Eleven more killed near humanitarian aid distribution points”—সহায়তা কেন্দ্রগুলোই হামলার মুখে; ক্ষুধা ও বিভ্রাটে মৃত্যু বাড়ছে।
🔷Reuters (১৪ জুন ২০২৫): “Israeli fire kills 35 people in Gaza, many at aid site” —মানবিক সহায়তার সাইটগুলোই এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান।
🔷Times of India via Reuters (১৫ জুন ২০২৫): “Israeli fire kills 23 people in Gaza, many at aid site” —খাদ্য ও পানি সমস্যায় আক্রান্ত জনপদে আরও মৃত্যু ও ট্র্যাজেডি।
🔷 The Guardian (১২ জুন ২০২৫): “More mass casualties near Gaza food points as GHF says five staff killed” —সহায়তার দুই ধাপে ৬০ জনেরও বেশি নিহত; পুরো ব্যবস্থা ভেঙে পড়েছে।
🔷 UNICEF via The Times UK (৬ দিন আগে): “Gaza in survival mode: Unicef decries 'horrendous' hunger levels” —UNICEF জানাচ্ছে, খাবার সংকট এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয় ।
🔷 Wall Street Journal (৩ দিন আগে): “A Faulty Attempt at Delivering Gaza Aid Led to a Wave of Deaths” —সহায়তা বিক্রিয়ায় ভুল, সংকেতের অভাবে সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে।
🔷 Reuters (১২ জুন ২০২৫): “Humanitarian workers killed in Gaza ambush… internet cut in territory” —মানবিক কর্মীরা নিহত, ইন্টারনেট বিচ্ছিন্নতায় সহায়তা কার্যক্রম হুমকির মুখে।
এটা কোনো রাজনৈতিক বিবৃতি নয়। এটা শুধু মানবতার কণ্ঠস্বর। একটি জাতির কান্না বিশাল এক দুনিয়া থেকে বঞ্চিত হয়নি—তথ্যবিহীনতা তাকে “দেখা” থেকে বঞ্চিত করছে।
পারলে শেয়ার করুন—নিরব দুঃখেও আলো চাই।
দুপুর ২টা ০১- ১৫ই জুন ২০২৫
NouMuslim Muhammad Raj
🚩অবস্থানের প্রতিকি ছবি!