28/07/2024
বাংলাদেশে ইসলাম বিরোধীরা এখন একদম নিরাপদ ও নিশ্চিত থাকতে পারেন।
কারণঃ-
১- এখানে কোরআন পঠন-পাঠন ও তাদাব্বুর হয় অনেক কম। ফলে, অধিকাংশ কোরআন ওয়ালারা কোরআনকে উটের মত বহন করে বেড়ান, ঠিক ওদের মত।
২- ইসলামের নেতৃত্বে ও সিদ্ধান্ত দাতাদের মধ্যেই ইসলামের সঠিক ও পরিপূর্ণ জ্ঞানের প্রচুর অভাব। আবেগ আছে, নেই রুহানিয়াত ও তাকওয়ার গুরুত্ব।
৩- আল্লাহকে প্রমোট করার চেয়ে দল ও ব্যক্তিকে বেশি প্রমোট করা হয়।
উলামাদের মজলিসে বসলে আল্লাহর কথার চেয়ে তাদের ক্ষমতা, মাল-সম্পদ ও দুনিয়াদারির কথা অনেক বেশি আলোচিত হয়।
৪- উলামায়ে কেরাম টাকা, ব্যবসাপাতি, বিয়েশাদি ইত্যাদির জন্যে সমিতি ও জোট করছেন, কিন্তু দ্বীনের ব্যাপারে অন্যের সাথে মিলেমিশে কাজ করতে গেলেই নাকি তাদের আকীদা নষ্ট হয়ে যায়।
৫- উলামায়ে কেরাম টাকা, বাড়ি, গাড়ি, সম্পত্তির পেছনে জান, প্রাণ, মন ও শ্রম উজাড় করে দিচ্ছেন। আর সেখানে হয়ত হালাল-হারামের সাথে সহজে কম্প্রোমাইজ করা হচ্ছে।
৬- উলামায়ে কেরাম অবাধ জেনা-ব্যভিচারের ব্যাপারে নিশ্চুপ, কিন্তু কিছু কিছু হালাল বিয়ের বিরুদ্ধে খুব সোচ্চার।
৭- উলামায়ে কেরাম প্রায়শ অন্যের সমালোচনায় ডুবে থাকেন। কিন্তু আত্ম সমালোচনার কথা আসলেই রেগে যান; ভাবখানা এমন যে তারা নিশ্চিত ভাবে জান্নাতে গিয়ে বসে আছেন। আল্লাহর যিকির অনেক কম হয়।
৮- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর দরূদ পড়লেও তার সুন্নাত কে জীবনের সকল ক্ষেত্রে মানার আগ্রহ অনেক কম।
৯- নিজেদের নৈতিক মানোন্নয়ন, জ্ঞান-বৃদ্ধি ও তাকওয়া বৃদ্ধির চিন্তা ও চেষ্টার ভীষণ অভাব।
১০- ইসলামী নেতা-কর্মীদের মনে আল্লাহর চেয়ে শত্রুর ভয় অনেকে বেশি। নিজেদের রাজকীয় জীবন ব্যহত হবার ভয় মনে ঢুকেছে অনেক বেশি।
নাউযুবিল্লাহ মিন যালিকা!!!