
12/07/2025
সবার জীবনে ছোট ছোট কিছু স্বপ্ন বা শখ থাকে…
আমারও ছিল — ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল নিজের কিছু একটা করব, নিজের নামের একটি পরিচয় গড়ব।
আজ সেই স্বপ্নের ছোট একটি অংশ পূরণ হলো —
আমার নিজস্ব বিজনেস ওয়েবসাইট এখন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে! 🥹✨
অনেকের কাছে এটা হয়তো খুব সাধারণ মনে হতে পারে,
কিন্তু আমার কাছে এটা অনেক বড় একটা অর্জন।
এই পথচলায় আপনাদের ভালোবাসা, দোয়া আর সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব হতো না।
সত্যিই কৃতজ্ঞ সবার প্রতি। 💚
👉 আমাদের ওয়েবসাইট একবার ঘুরে দেখুন:
🔗 https://noyonhandicraft.xyz
🧺 দেশীয় বেত-বাসেঁর কুটিরশিল্প দিয়ে তৈরি নানা ধরনের পণ্য — ঘরের সাজ, উপহার, কিংবা নিজের প্রয়োজনের জন্য।
ভবিষ্যতের পথে আরও অনেক দূর যেতে হবে —
আপনাদের ভালোবাসা ও প্রেরণাই হোক সেই পথের শক্তি।
ভালোবাসা রইলো সবার জন্য। 🤍
Noyon Handicrafts – বেতঁ-বাশেঁর কুটিরশিল্প