Taw’ba - তাওবা

Taw’ba - তাওবা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Taw’ba - তাওবা, Digital creator, Manikganj.

স্বামীর মোবাইলে স্ত্রীর ছবিঅনেকেই মোবাইলে নিজের স্ত্রীর ছবি তুলে রাখেন। অন্যদের মতো তা হয়তো মোবাইলের স্ক্রিনে দিয়ে রাখেন...
24/05/2025

স্বামীর মোবাইলে স্ত্রীর ছবি
অনেকেই মোবাইলে নিজের স্ত্রীর ছবি তুলে রাখেন। অন্যদের মতো তা হয়তো মোবাইলের স্ক্রিনে দিয়ে রাখেন না; কিন্তু ছবির ফোল্ডারে তো তা থাকেই। ফলে নিজের বন্ধু বা ভাই যখন মোবাইল ধরে তখন সে ছবি তারা দেখে ফেলে। অথচ এই নারী পর্দানশীন। কখনো পরপুরুষের সামনে নিজের চেহারা খোলেন না। পর্দার অন্যান্য অনুষঙ্গও যথাযথ মেনে চলেন। কিন্তু এই একটি শিথিলতার জন্য পর্দার একটি বড় রোকন নষ্ট হয়। সুতরাং এ বিষয়ে স্বামী-স্ত্রী উভয়কে সতর্ক হতে হবে এবং পরস্পর সহযোগিতা করতে হবে। একজনের মাঝে শিথিলতা দেখা দিলে অপরজন তা শুধরে দেবে ও সতর্ক করবে।
বই : পর্দা গাইডলাইন
© উমেদ প্রকাশন

21/05/2025
হরিণ এক লাফে যায় তেইশ হাত, আর বাঘ যায় বাইশ হাত।তাহলে অংকের হিসাবে বাঘের কখনো হরিণকে ধরতে পারার কথা না। কিন্তু বাস্তবে ঘ...
16/05/2025

হরিণ এক লাফে যায় তেইশ হাত, আর বাঘ যায় বাইশ হাত।

তাহলে অংকের হিসাবে বাঘের কখনো হরিণকে ধরতে পারার কথা না। কিন্তু বাস্তবে ঘটে উল্টোটা — বাঘের হাতে হরিণ হয় ধরাশায়ী।

এর কারণ কি?

কারণ আর কিছুই না, হরিণ দৌড়াতে দৌড়াতে মাঝে মাঝে পিছন ফিরে তাকায় — বাঘের চেয়ে সে কতটা এগিয়ে আছে বোঝার জন্য। আর এটাই হরিণের জন্য কাল হয়! পিছন ফিরতে গিয়ে এক লাফ কমলেই হরিণ একবারে তেইশ হাত পিছিয়ে পড়ে। ফলে হরিণ একসময় ধরা পড়ে যায় বাঘের হাতে।

এজন্য চলার পথে কখনো পিছনে তাকাতে নেই। ভুল-ভ্রান্তি যাই থাকুক দৃঢ় পদক্ষেপে সামনে এগিয়ে যাবার নামই স্বপ্নের কাছাকাছি পৌঁছানো।

একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল -"বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়াটা বেশি Important."এরা বিকেলে মাঠ ছেড়ে পড়...
12/05/2025

একটা জেনারেশনকে বোঝানো হয়েছিল -

"বিকেলে মাঠে খেলতে যাওয়ার চাইতে টিউটরের কাছে পড়াটা বেশি Important."

এরা বিকেলে মাঠ ছেড়ে পড়ার টেবিলে চলে গেল । আর মুরুব্বিরা দেখলেন, মাঠ ফাঁকা ফেলে রাখার চাইতে উঁচু ইমারত নির্মাণ করাটা more beneficial, more practical !!

অথচ বেঁচে থাকতে হলে লাইফে Entertainment দরকার । সুস্থ এন্টারটেইনমেন্টের মাধ্যমগুলো একে একে বন্ধ করে দেয়া হলো । জেনারেশন সেটাকে রিপ্লেস করলো মোবাইল, পিসি আর প্লে-স্টেশন দিয়ে । কেউ অপরিণত বয়সে রিলেশনে জড়িয়ে গেল । কোথাও মা-দ-ক এবং কি-শো-র গ্যাং তৈরী হলো ।

তারপর হঠাৎ মুরুব্বিদের বোধোদয় হলো-

'আরে, এই জেনারেশনটা এমন হয়ে যাচ্ছে কেন !'

মুমিনরা কখনও চারটি বিষয়ে নিশ্চিন্ত থাকে না!ইমাম আব্দুল্লাহ  ইবনুল মুবারক (রহ.) বলেন,'দূরদৃষ্টিসম্পন্ন লোকেরা কখনও চারটি ...
11/05/2025

মুমিনরা কখনও চারটি বিষয়ে নিশ্চিন্ত থাকে না!

ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক (রহ.) বলেন,

'দূরদৃষ্টিসম্পন্ন লোকেরা কখনও চারটি বিষয়ে নিশ্চিন্ত হয় না:

(১) অতীতের গুনাহের ব্যাপারে; কারণ, সে জানে না তার রব তার সাথে এ ব্যাপারে কেমন আচরণ করবেন।

(২) জীবনের অবশিষ্ট আয়ুর ব্যাপারে; কারণ, সে জানে না ভবিষ্যৎ তার জন্য কল্যাণকর হবে না ধ্বংসাত্মক।

(৩) প্রাপ্ত নেয়ামতের ব্যাপারে; কারণ, সে জানে না এই নেয়ামত তাকে কৌশলস্বরূপ দেওয়া হয়েছে নাকি এর ওছিলায় তাকে পাঁকরাও করা হবে।

(৪) গোমরাহির ব্যাপারে; কারণ, তার অন্তর যেকোনো সময় বিপথগামী হতে পারে এবং তা চোখের পলকের চাইতেও দ্রুত ঘটতে পারে। এতটাই দ্রুত ঘটতে পারে যে, মনের অজান্তেই নিজের দ্বীন হারিয়ে ফেলতে পারে।

সূত্র: শুআবুল ঈমান, ১/৫০৭

10/05/2025

রাসুল (সা.) বলেন:
“কিয়ামতের দিনে বান্দার ওপর প্রথম হিসাব নেওয়া হবে নামাজ সম্পর্কে। যদি তা ঠিক থাকে, তবে তার সব আমল ঠিক থাকবে; আর যদি তা নষ্ট হয়, তাহলে সব আমল নষ্ট হবে।”

Address

Manikganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taw’ba - তাওবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share