
20/07/2025
আলহামদুলিল্লাহ
আজকের এই বিশেষ দিনে জন্ম হয়েছিল
আমাদের আদরের ফারিস্তা। তোমাকে কোলে নেওয়ার সেই প্রথম দিনের কথা এখনো চোখে ভাসে। তুমি প্রতিদিন বড় হচ্ছো, নতুন কিছু শিখছো কিন্তু আমাদের কাছে তুমি সবসময় সেই ছোট্ট ফারিস্তা থাকবে। তুমি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর উপহার ।
তোমার জন্য আকাশভরা দোয়া আর ভালোবাসা রইলো।
আল্লাহ্ রাব্বুল আলামিনের কাছে দোয়া তোমার প্রতিটা নিঃশ্বাস হোক বরকতে ভরা,
শুভ জন্মদিন, আমার জান্নাতি ফুল! 🌸