Any's Blog

Any's Blog ভালোবাসার মানুষ গুলো ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ

02/08/2025

কেউ চেষ্টা করেও মুখে রুচি বারাতে পারে আবার কেউ কেউ আছে আমার মত হাজার চেষ্টা করেও মুখের রুচি কমাতে পারেনা,আমি আছি মহা বিপদে, যদি কেউ পারেন আমাকে একটু হেল্প করবেন প্লিজ, আমার মুখের রুচি কোমানোর উপায় বলে দেন কি করলে খাবারের রুচি কমে যাবে প্লিজ কেউ আমাকে জানিয়ে যান প্লিজ প্লিজ প্লিজ আর কিছু দিন গেলে তো দরজা কেটে বের হতে হবে আমাকে😂😂😂 #খাওন আর খাওন সেই স্বাদ😋

02/08/2025

কিছু কিছু মানুষ রুপে অমানুষ গুলো কখনো কারর ভালো দেখতে পারে না ☹️☹️☹️ Page

26/07/2025

সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেনো আমার স্বামীর পাশে দারাতে পারি,,,,কারন আমি আমার স্বামী কে সেই স্থানে দেখতে চাই,,, যেই স্থানে থাকলে আসে পাশের আপন নামের পর মানুষ গুলো আমার স্বামীর কাছে দুমরে মুচরে এসে পরে,, আর বলে তোমাদের সাথে যা করেছি ভুল করেছি,,, একটা কথা মন প্রান দিয়ে বিশ্বাস করি,,,আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না,, অবশ্যই আল্লাহ ভালোর সঙ্গ দিবে ইনশাআল্লাহ

23/07/2025

মাঝে মাঝে নিজেকে বুঝ দেই আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করেন, তবে এ কেমন ভালো গো আল্লাহ তোমার বান্দারা তো ভালো নাই তুমি এমন মরণ কেনো দাও গো আল্লাহ বাবার কাধে সন্তানের লাশ এর থেকে কষ্টকর আর কি হতে পারে,এই শিশু গুলোর এই ভাবে চলে যাওয়া যেনো কেউ মানতে পারছি না,,, আর সেই মা বাবা কিভাবে মানবে,, আল্লাহ গো তুমি সেই সব বাবা মা দের ধৈর্য ধারণ করো, (আমিন)

22/07/2025

এমন টা তো হওয়ার কথা ছিলো না😥😥😥

আমরা মানুষ জাতি কত টা নির্লজ্জ নিকৃষ্ট  হলে এমন পরিস্থিতিতে বাচ্চা টাকে সাহায্য না করে কিছু ভিউ পাওয়ার জন্য ভিডিও করতে ...
22/07/2025

আমরা মানুষ জাতি কত টা নির্লজ্জ নিকৃষ্ট হলে এমন পরিস্থিতিতে বাচ্চা টাকে সাহায্য না করে কিছু ভিউ পাওয়ার জন্য ভিডিও করতে পারি,,, আজ মানুষ বলে পরিচয় দিতেও ঘেন্না লাগছে, এরা তো আপনার আমার বাচ্চা রে ভাই আপনারা কেমনে পারলেন বাচ্চা টাকে এভাবে একা ছেড়ে দিতে,বাচ্চা টার সেন্স কাজ করছিলো না তাই একা একা এভাবে দৌড়াচ্ছিল আর এরা শুধু ভিডিও করতে ব্যস্ত, আমরা কি আদো মানুষ, আমি এখনো জানিনা এই বাচ্চাটা তার মা বাবা পর্যন্ত পৌঁছাতে পারছে কিনা,, আল্লাহ তুমি বাচ্চা টাকে নেক হায়াত দান করো আর তার মা বাবার কাছে পৌঁছে দাও,, আল্লাহ তুমি সবাই কে হেফাজত করো,, মা বাবা দের ধৈর্য দান করো🥲🥲🥲

21/07/2025

জুলাই কি শুধু মায়েদের বুক খালি করার মাস হয়ে গেলো নাকি বুঝলাম না 😢আল্লাহ সেই মা বাবাদের ধৈর্য দান করুন (আমিন)

21/07/2025

আল্লাহ গো যে মায়েরা দুপুরের খাবার রান্না করে অপেক্ষায় ছিলো, সন্তান কে নিয়ে এক সাথে এক মুঠো খাবার খাবে বলে, তাদের তো আর এক সাথে খাবার খাওয়া হলো না, কিছু মায়ের আর হয়তো কোনো দিন হবেও না, আল্লাহ গো তুমি সেই মায়েদের সহ্য করার ক্ষমতা দান করো, তুমি তাদের বুঝদান করো, আর যারা আহত তাদের হেফাজত করো (আমিন)

21/07/2025

আর মাত্র ১০ মিনিট পরেই স্কুল ছুটি হতো🥲
আল্লাহ গো তুমি সবাইকে হেফাজত করো
সবাই বলি (আমিন)

21/07/2025

#প্রকৃতির মত সুন্দর আর কি আছে বলেন তো,,,, আমি গ্রামের মেয়ে,,, গ্রামে আমার জন্ম,, এতে কোনো আফসোস নাই করি আমি গর্ভ
সব কিছু জন্য আলহামদুলিল্লাহ Shohrab Hossain

21/07/2025

#খাওন যে কত্ত মজা শুধু খাই আর খাই ছো চিকন হওয়ার কোনো প্রশ্নই আসে না😁😁😁 Shohrab Hossain

16/06/2025

Address

Singair
Manikganj
1820

Website

Alerts

Be the first to know and let us send you an email when Any's Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share