Mehdi's Creation

Mehdi's Creation আসসালামু আলাইকুম। আমি মেহেদী। আমার নতুন পেইজে সবাইকে স্বাগতম। আল্লাহ সবার মঙ্গল করুন আমিন। ❤️

বর্ষন মুখর দিন। আষাঢ়-শ্রাবন মাস মানেই অঝোরে বৃষ্টি। ছোটবেলায় বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগতো। আম্মুর বকা শুনেও বৃষ্টিতে ভ...
10/07/2025

বর্ষন মুখর দিন। আষাঢ়-শ্রাবন মাস মানেই অঝোরে বৃষ্টি। ছোটবেলায় বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগতো। আম্মুর বকা শুনেও বৃষ্টিতে ভিজতাম। দৌড়াতে গিয়ে হাজারটা আছার খেতাম। সেই দিনগুলো অনেক উপভোগ্য ছিলো।
আর এখন বৃষ্টিতে ভিজতে হয় না কয়েকদিন টানা বৃষ্টি হলেই ঠান্ডা হাঁচি কাশি লেগেই থাকে। তবুও প্রতিটা সময়েরই আলাদা সৌন্দর্য আছে এখনো বৃষ্টি উপভোগ করি।
তবে এই টানা বর্ষনে খারাপ লাগে। ঘরবন্দী থাকতে একদমই ভালো লাগে না। আর এই বর্ষায় গরম গরম খিচুড়ি খেতে দারুন লাগে।
বৃষ্টির সময় নদীর পানিতে গোসল করতেও অনেক মজা। বরফ ঠান্ডা বৃষ্টির পানি যখন নদীর পানিতে পরে তখন নদীর পানি উষ্ণ লাগে। এই ইছামতী নদীতে যে কতো গোসল করতাম। এখন আর নদীতে গোসল করা হয় না বহুবছর।
এই ছবিটাও অনেক আগে এমনই এক বর্ষার দিনে তুলেছিলাম। আজ ছবিটা দেখে সেসব স্মৃতি মনে পরলো।

সাদা মানেই শুভ্রতা, পরিশুদ্ধতা, বিশুদ্ধতা। তবে মন থেকে পরিশুদ্ধি হওয়াটাই বেশি জরুরি।
08/07/2025

সাদা মানেই শুভ্রতা, পরিশুদ্ধতা, বিশুদ্ধতা। তবে মন থেকে পরিশুদ্ধি হওয়াটাই বেশি জরুরি।

Male ficent mr. Of Ev*il. কিন্তু শিং গজিয়ে আমায় লাগছে মহিষের মতো।
06/07/2025

Male ficent mr. Of Ev*il. কিন্তু শিং গজিয়ে আমায় লাগছে মহিষের মতো।

04/07/2025

চলে এসেছি

ইস্ত্রি দিয়ে চুল পেচিয়ে যেভাবে সম্রাজ্ঞী হুররাম সুলতান সেজেছিলাম। কার্লার ছিলো না তাই ইস্ত্রি দিয়েই করেছিলাম। প্রথম টা ক...
04/07/2025

ইস্ত্রি দিয়ে চুল পেচিয়ে যেভাবে সম্রাজ্ঞী হুররাম সুলতান সেজেছিলাম। কার্লার ছিলো না তাই ইস্ত্রি দিয়েই করেছিলাম। প্রথম টা কার্ল করার আগের চুল আর ২য় টা কার্ল করার পরের।

পদ্ম নকশার ধূপদানী। এটা বানিয়েছিলাম ২০২৩ এর শুরুতে। অনেক সুন্দর তাই না!
03/07/2025

পদ্ম নকশার ধূপদানী। এটা বানিয়েছিলাম ২০২৩ এর শুরুতে। অনেক সুন্দর তাই না!

01/07/2025

আমায় যখন একা রেখে সবাই বেড়াতে চলে যায়। তখন খিদে মেটানোর জন্য আমার সহজ রেসেপি হলো দুধ🥛ভাত। আর এখন তো আমের সিজন। দুদিন হলো এসব খেয়েই কাটাচ্ছি। 😩

ভাই কালকে আমায় একটা উপদেশ দিয়েছিলো যে, কখনোই কারো সাথে খারাপ আচরণ করবেন না। যে যা-ই করুক। জীবনে কখন কাকে প্রয়োজন হবে সেট...
29/06/2025

ভাই কালকে আমায় একটা উপদেশ দিয়েছিলো যে, কখনোই কারো সাথে খারাপ আচরণ করবেন না। যে যা-ই করুক। জীবনে কখন কাকে প্রয়োজন হবে সেটা কেউ জানে না। আজ যার সাথে খারাপ আচরণ করবেন, ভবিষ্যতে তার কাছে গিয়ে দাঁড়াতে হতে পারে। তাই সবসময়ই সবার সাথে সুন্দর আচরণ করার চেষ্টা করবেন। (প্রিয় ভাই)

লাইফে নিশ্চয়ই অনেকবার শুনেছো! এটা কি পরেছো? এতো লাল ঠোঁট, লম্বা চুল আবার হাই হিল? মানুষ তো কথা বলবেই কিন্তু সৌন্দর্য আমা...
27/06/2025

লাইফে নিশ্চয়ই অনেকবার শুনেছো! এটা কি পরেছো? এতো লাল ঠোঁট, লম্বা চুল আবার হাই হিল? মানুষ তো কথা বলবেই কিন্তু সৌন্দর্য আমাদের অধিকার আর আমার সৌন্দর্যের শুরু লাক্সের সাথে।।🧼
স্টাইল করতে হাতে আবার নষ্ট ঘড়িও পরেছি।😁
#

26/06/2025

বন্ধুরা এখন আমি লাইভে যাচ্ছি তোমরাও চলে এসো। শাবনূর আপুর মতো করে বললাম 😁

নুন, হলুদ, মরিচ, তেজপাত গ্লাসে ঢেলে নিচে লাইট রেখে ভিডিও করছি না অনেকেই জিজ্ঞেস করছে। সংখ্যাগরিষ্ঠ মানুষ যা করে আমি তা ক...
24/06/2025

নুন, হলুদ, মরিচ, তেজপাত গ্লাসে ঢেলে নিচে লাইট রেখে ভিডিও করছি না অনেকেই জিজ্ঞেস করছে।

সংখ্যাগরিষ্ঠ মানুষ যা করে আমি তা কখনোই করি না। কারন আমি সবসময়ই ব্যাতিক্র থাকতে পছন্দ করি। এজন্যই হয়তো জন্মের পর থেকেই সাধারণদের থেকে ব্যাতিক্রম হয়ে অসাধারণ হয়েছি।
আপনাদের অনেকেরই হয়তো আমার এমন Attitude পছন্দ না। তাতে আমার কিছু যায় আসে না। কারন শুরু থেকেই আগাগোড়া আমি এমনি। নিজের আসল স্বত্বা কখনোই পরিবর্তন করা যায় না। মানুষের কথায় কান দিয়ে যারা এটা পরিবর্তন করতে চায় তারা বোকামি করে। মানুষের কাজ অন্যকে নিয়ে সবসময়ই আলোচনা সমালোচনা করা, তারা করবেই।
বিখ্যাত পরিচালক "ঋতুপর্ণ ঘোষ"ও এমন স্বত্ত্বার অধিকারী ছিলেন। তিনি তার আদর্শ, ভালো কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। সর্বপরি তিনি একজন ভালো মনের মানুষ ছিলেন। আপনি যেমনি হোন ভালো কাজ দিয়ে সব জয় করতে পারবেন। আজ মানুষ কথা বলছে কাল আর বলবে না। একদিন আপনার কাজই অন্যদের জন্য ট্রেন্ড হবে।

ঐশ্বরিয়া ভেবে ফুল😁 করবেন না এটা আমি। ঐতিহাসিক দেবদাস মুভির সেই সুন্দর প্রদীপ টা। যদিও এটা আমার বানানো।
22/06/2025

ঐশ্বরিয়া ভেবে ফুল😁 করবেন না এটা আমি। ঐতিহাসিক দেবদাস মুভির সেই সুন্দর প্রদীপ টা। যদিও এটা আমার বানানো।

Address

Manikganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehdi's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category