
01/09/2025
এভাবেই হাসতে থাকো। এই হাসিই মনকে সতেজ রাখবে। অনেকেই বলে আমায় নাকি কখনো মন খারাপ দেখে নি, কষ্ট পেতে দেখে নি বা কাঁদতেও নি।
বলে এতো হাসি কোথায় পেলে এতো কথার খলখলানি। তাই বলে কি এই যে আমি কখনো কষ্ট পাই না, কাঁদিনা। আসলে কষ্ট বা কান্না আমি কাউকে দেখাতে চাই না শুধু হাসিটাই দেখাতে চাই।