Mehdi's Creation

Mehdi's Creation আসসালামু আলাইকুম। আমি মেহেদী। আমার নতুন পেইজে সবাইকে স্বাগতম। আল্লাহ সবার মঙ্গল করুন আমিন। ❤️

এভাবেই হাসতে থাকো। এই হাসিই মনকে সতেজ রাখবে। অনেকেই বলে আমায় নাকি কখনো মন খারাপ দেখে নি, কষ্ট পেতে দেখে নি বা কাঁদতেও নি...
01/09/2025

এভাবেই হাসতে থাকো। এই হাসিই মনকে সতেজ রাখবে। অনেকেই বলে আমায় নাকি কখনো মন খারাপ দেখে নি, কষ্ট পেতে দেখে নি বা কাঁদতেও নি।
বলে এতো হাসি কোথায় পেলে এতো কথার খলখলানি। তাই বলে কি এই যে আমি কখনো কষ্ট পাই না, কাঁদিনা। আসলে কষ্ট বা কান্না আমি কাউকে দেখাতে চাই না শুধু হাসিটাই দেখাতে চাই।

"ঋতুপর্ণ ঘোষ" নামটা আমার কাছে অনেক ভালোবাসা আর শ্রদ্ধার জায়গা। তার এই প্রয়াণ দিবসে তাই এইটুকু শ্রদ্ধাঞ্জলি। আমার এই ছবিট...
31/08/2025

"ঋতুপর্ণ ঘোষ" নামটা আমার কাছে অনেক ভালোবাসা আর শ্রদ্ধার জায়গা। তার এই প্রয়াণ দিবসে তাই এইটুকু শ্রদ্ধাঞ্জলি। আমার এই ছবিটাই তার কথা স্মরণ করিয়ে দেবে বারবার। কারন এই ছবিতে আমি শুধু বিনোদিনী (ঐশ্বর্য) কে ধারন করিনি, করেছি ঋতুপর্ণকেও। তোমার এই প্রয়াণ দিবসে রইল অগভীর শ্রদ্ধা ভালোবাসা।

আমি নিরব হয়ে রইলাম ভাষা পাই নি খুঁজে তাই।
30/08/2025

আমি নিরব হয়ে রইলাম ভাষা পাই নি খুঁজে তাই।

খাতা থেকে আমার কিছু বেশি পছন্দের কাজ। যদিও সবগুলোই অনেক সুন্দর। তবুও এই কয়েকটা অনেক বেশি পছন্দের। অনেক বেশি কালারফুল আর ...
26/08/2025

খাতা থেকে আমার কিছু বেশি পছন্দের কাজ। যদিও সবগুলোই অনেক সুন্দর। তবুও এই কয়েকটা অনেক বেশি পছন্দের। অনেক বেশি কালারফুল আর গর্জিয়াস।

এটাই সেই আমার বানানো ৬ ইঞ্চি উঁচু হাই হিল । তবে এটা পরে হাঁটতে গেলে ১০০ টা আছাড় খেতে হবে।
25/08/2025

এটাই সেই আমার বানানো ৬ ইঞ্চি উঁচু হাই হিল । তবে এটা পরে হাঁটতে গেলে ১০০ টা আছাড় খেতে হবে।

23/08/2025

অনেক দিন পর চলে এলাম সবার সাথে গল্প করতে

একটা সহজ বুদ্ধি শিখিয়ে দেই। কোন ডিজাইন ভালো লাগলে সেটা খুব সহজেই পেপারে কপি করা যায়। এজন্য আমার মতো এতো সময় নিয়ে কষ্ট কর...
23/08/2025

একটা সহজ বুদ্ধি শিখিয়ে দেই। কোন ডিজাইন ভালো লাগলে সেটা খুব সহজেই পেপারে কপি করা যায়। এজন্য আমার মতো এতো সময় নিয়ে কষ্ট করে আঁকতে হবে না। যারা ডিজাইন আঁকতে পারে না এই কাজ তারাও পারবে।
যে ডিজাইন টা ভালো লাগবে সেটার ছবি তুলে বা ফোনে save করে তারপর সেটা computer এ send করে printout করে নিলেই হয়ে যাবে। যারা এই ডিজাইন টা চেয়েছিলেন এভাবেই print করে নিয়ে কাজ করতে পারবেন। এজন্যই straight ভাবেই ছবি তুলে পোস্ট করেছি। এরপর কতোটুকু মেজারমেন্ট লাগবে সেই অনুযায়ী প্রিন্ট করলেই হবে।

প্রতিটা সকাল যেন শুরু হয় নতুন করে। বৃষ্টিস্নাত আলো ঝলমলে সুন্দর সকাল। শুভ সকাল। আল্লাহ সবার মঙ্গল করুন, সবার মনের ভালো ই...
22/08/2025

প্রতিটা সকাল যেন শুরু হয় নতুন করে। বৃষ্টিস্নাত আলো ঝলমলে সুন্দর সকাল। শুভ সকাল। আল্লাহ সবার মঙ্গল করুন, সবার মনের ভালো ইচ্ছে গুলো পূর্ণ করুন আমিন।

21/08/2025

বানিয়ে ফেললাম মোবি ডেক এর বিশাল বড় সাদা তিমিটা।

আমার শরীরও একটা ক্যানভাস।  𝐀 𝐂𝐚𝐧𝐯𝐚𝐬 𝐎𝐟 𝐌𝐲 𝐎𝐰𝐧.
21/08/2025

আমার শরীরও একটা ক্যানভাস। 𝐀 𝐂𝐚𝐧𝐯𝐚𝐬 𝐎𝐟 𝐌𝐲 𝐎𝐰𝐧.

20/08/2025

নকশীকাঁথা সেলাই এর জন্য ট্রেসিং পেপার দিয়ে ডিজাইন এঁকে নিলাম।

ইস! পোজ জুয়েলারী কস্টিউমস দেখে বোঝা যাচ্ছে কে! আমার অনেক পছন্দের মুভির সবচেয়ে পছন্দের চরিত্র। এটাও অনেক আগের ২০২১ সালে ক...
20/08/2025

ইস! পোজ জুয়েলারী কস্টিউমস দেখে বোঝা যাচ্ছে কে! আমার অনেক পছন্দের মুভির সবচেয়ে পছন্দের চরিত্র। এটাও অনেক আগের ২০২১ সালে করা। তাই ছবিগুলো ক্লিয়ার নেই।

Address

Manikganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehdi's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category