
10/07/2025
বর্ষন মুখর দিন। আষাঢ়-শ্রাবন মাস মানেই অঝোরে বৃষ্টি। ছোটবেলায় বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগতো। আম্মুর বকা শুনেও বৃষ্টিতে ভিজতাম। দৌড়াতে গিয়ে হাজারটা আছার খেতাম। সেই দিনগুলো অনেক উপভোগ্য ছিলো।
আর এখন বৃষ্টিতে ভিজতে হয় না কয়েকদিন টানা বৃষ্টি হলেই ঠান্ডা হাঁচি কাশি লেগেই থাকে। তবুও প্রতিটা সময়েরই আলাদা সৌন্দর্য আছে এখনো বৃষ্টি উপভোগ করি।
তবে এই টানা বর্ষনে খারাপ লাগে। ঘরবন্দী থাকতে একদমই ভালো লাগে না। আর এই বর্ষায় গরম গরম খিচুড়ি খেতে দারুন লাগে।
বৃষ্টির সময় নদীর পানিতে গোসল করতেও অনেক মজা। বরফ ঠান্ডা বৃষ্টির পানি যখন নদীর পানিতে পরে তখন নদীর পানি উষ্ণ লাগে। এই ইছামতী নদীতে যে কতো গোসল করতাম। এখন আর নদীতে গোসল করা হয় না বহুবছর।
এই ছবিটাও অনেক আগে এমনই এক বর্ষার দিনে তুলেছিলাম। আজ ছবিটা দেখে সেসব স্মৃতি মনে পরলো।