
28/06/2025
অল্পতে রেগে যায় এমন পুরুষকে বিয়ে করা থেকে নিজেকে বিরত রাখো।
তার রাগ শুধু ক্ষণিকের কিছু মুহূর্ত নষ্ট করবে না —
তা ধ্বংস করে দেবে তোমার মনকে,
তোমার মানসিক শান্তিকে,
এমনকি তোমার ভবিষ্যৎ সন্তানদের জীবনকেও।
জীবনসঙ্গী হিসেবে এমন একজন পুরুষকে বেছে নাও,
যার হৃদয়ে রয়েছে ধৈর্য, সহনশীলতা আর শান্তি।
প্রার্থনা করো এমন একজন মানুষের জন্য,
যার পাশে জীবনটা সহজ হবে, কঠিন নয়।
মনে রেখো, জীবন এমনিতেই যথেষ্ট কঠিন —
নিজ হাতে সেটাকে আরও কঠিন করে তুলো না।
c