27/08/2025
এমন হাসবেন্ড এর সংসার করতে হয় কেন নারীদের?নিজেরা ভুড়িওয়ালা, টাক পরা হলেও স্ত্রীকে চায় বলিউড বা হলিউড এর নায়িকাদের মতো।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে কাঙ্খিত মডেলের মতো বানাতে শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন।দিনের পর দিন না খাইয়ে রাখা।এমনকি গর্ভাবস্থায়ও ভারী ব্যায়াম করানো হয়।শানভী নামে সেই নারী জানায় এতে তার গর্ভপাত ঘটে।এছাড়া শ্বশুর বাড়ির লোকেদেরও এই কাজে প্রচ্ছন্ন সম্মতি ছিলো।
কি বিভিৎস! চিন্তা ভাবনা। ভাবা যায়।হয়তো সব পুরুষ এমন নয়,কিন্তু এমন কুপুরুষের সংখ্যাও পৃথিবীতে কম নয়।বিয়ে মানে দুটো মানুষের শান্তিপূর্ণ সহবস্থান। যেখানে শুধু নারীদেরই সকল ত্যাগ এবং কষ্ট করতে হয়,সেই বিয়ে আসলে ঠিক বিয়ে না।সময় থাকতে বিষাক্ত সম্পর্ক থেকে বের হওয়া উচিত।আর সবচেয়ে যেটা জরুরি নারীর অর্থনৈতিক স্বাধীনতা। যেন বিয়ের নাম করে পুরুষরা কাঠের পুতুলের মতোন না নাচাতে পারে।😒😒
゚