The life of Nipa

The life of Nipa Assalamualaikum..I love my self! Do you love yourself???

27/08/2025

এমন হাসবেন্ড এর সংসার করতে হয় কেন নারীদের?নিজেরা ভুড়িওয়ালা, টাক পরা হলেও স্ত্রীকে চায় বলিউড বা হলিউড এর নায়িকাদের মতো।
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে কাঙ্খিত মডেলের মতো বানাতে শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন।দিনের পর দিন না খাইয়ে রাখা।এমনকি গর্ভাবস্থায়ও ভারী ব্যায়াম করানো হয়।শানভী নামে সেই নারী জানায় এতে তার গর্ভপাত ঘটে।এছাড়া শ্বশুর বাড়ির লোকেদেরও এই কাজে প্রচ্ছন্ন সম্মতি ছিলো।
কি বিভিৎস! চিন্তা ভাবনা। ভাবা যায়।হয়তো সব পুরুষ এমন নয়,কিন্তু এমন কুপুরুষের সংখ্যাও পৃথিবীতে কম নয়।বিয়ে মানে দুটো মানুষের শান্তিপূর্ণ সহবস্থান। যেখানে শুধু নারীদেরই সকল ত্যাগ এবং কষ্ট করতে হয়,সেই বিয়ে আসলে ঠিক বিয়ে না।সময় থাকতে বিষাক্ত সম্পর্ক থেকে বের হওয়া উচিত।আর সবচেয়ে যেটা জরুরি নারীর অর্থনৈতিক স্বাধীনতা। যেন বিয়ের নাম করে পুরুষরা কাঠের পুতুলের মতোন না নাচাতে পারে।😒😒

13/08/2025

কোনো নার্সিসিস্ট কে ভালোবাসছেন না তো?

নার্সিসিস্টরা এমন এক ধরণের মানুষ, যারা শুরুতে আপনাকে স্বপ্নের মতো প্রেম দেখাবে। আজকে আপনাকে রাজকন্যার/রাজার মতো আগলে রাখবে, কালকে অকারণে আপনার মন ভেঙে দেবে।
তারা আসলে আপনাকে ভালোবাসে না, ভালোবাসে আপনার অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে।

প্রথম দিকে আপনি বুঝতেও পারবেন না। তাদের কথাবার্তা, হাসি, আত্মবিশ্বাস সবই এত নিখুঁত যে মনে হবে, আপনি জীবনের সেরা মানুষটিকে খুঁজে পেয়েছেন। কিন্তু সময়ের সাথে সাথে তারা ধীরে ধীরে আপনার মনকে নিজের হাতে বন্দি করবে, আপনার স্বাধীনতা আর আত্মসম্মান তাদের হাতে নিয়ে নিবে।

নার্সিসিস্টরা বাইরে দুনিয়ার কাছে নিজেকে দেখায়,
আমি কত কেয়ারিং, কত মানবিক, কত ভালো।
কিন্তু ভেতরে ভেতরে তারা নির্মম, ঠাণ্ডা মাথার খেলোয়াড়।

তাদের সবচেয়ে ভয়ংকর দিক হলো, আপনি যখনই তাদের ভুল ধরিয়ে দেবেন বা তাদের ইচ্ছের বাইরে কিছু করবেন, তখনই তারা আসল চেহারা দেখাবে।
আপনার ব্যথা, কষ্ট, আর ভালোবাসা সবই তাদের কাছে তুচ্ছ। তারা মনে করে, তারা সবসময় ঠিক, তারা সবার চেয়ে বড় আর বিশেষ।

মনোবিজ্ঞানীরা বলেন, নার্সিসিস্টদের বদলানো প্রায় অসম্ভব। তারা বদলাবে কেবল তখনই, যখন তাদের স্বার্থে কিছু লাভ হবে।

তাই মনে রাখবেন, কেউ যতই ভালোবাসা, যতই সুন্দর কথা, যতই যত্ন দেখাক, যদি সেই মানুষ আপনার শান্তি কেড়ে নেয়, আপনাকে ছোট করে ফেলে, তাহলে সে ভালোবাসা নয়, সেটা মানসিক একটা অশান্তি।

সাবধান হোন, যেন কারো মায়াবী মুখোশের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার আপনার জীবন গ্রাস না করে।

✍️ সাইন্টিস্ট মাহফুজ



28/07/2025

যদি ছেড়ে চলে যাবে! তাহলে কেন এসেছিলে জীবনের শেষ সময়ে,,নাকি আমার মৃত্যু দিয়ে সমাপ্তি করতে,???

28/07/2025

খুব ছোটবেলা থেকে ইচ্ছে ছিলো লেখাপড়া করার আর সাথে মনের মতো করে সংসার করার,,,যেখানে সব কিছু আমার থাকবে আমি খুব আদরের বউ হবো।।।খুব সুন্দর সংসার সন্তান সব হবে আমার।।।কিন্তু যখন বড় হলাম আমি হলাম টাকার ফাঁদ যেখানে টাকার জন্য মানুষ হাতিয়ার বানিয়ে ফেললো৷ যখন পর্যাপ্ত টাকা হলো তখন ফেলে দিলো সুন্দর করে গুছিয়ে নিলো।।। আর আমি আজও বোকার মতো স্বপ্ন দেখি,,, এখন মনে হয় স্বপ্ন দেখতে দেখতে শেষ সময় চলে আসছে যেখানে স্বপ্ন আর বেশিদূর যাবেনা।।।।

28/07/2025

পুরুষ নারীদের সম্মান দিতে শিখে তার বাবার কাছ থেকে।।তার মায়ের প্রতি বাবার সম্মান,শ্রদ্ধা, ভালোবাসা, আগলে রাখা ইত্যাদি দেখে।।অপরদিকে মায়ের কাছে থেকে শিখে সুলভ আচরণ, নম্রতা, ভদ্রতা,ধৈর্য্য ইত্যাদি।। পুরুষের কথা বার্তা আচরণ ব্যবহার বলে দেয় সে কোন সম্মানিত নারীর সন্তান, কোন ভদ্রলোক এর ছেলে এবং কোন পরিবেশ থেকে বড় হয়েছে।।।

27/07/2025

ইদানীং বুকের বা পাশের যন্ত্রণাটা বেড়ে চলছে, কমার নাম নিচ্ছে না,,
যন্ত্রণা কি আর এমনি এমনি হয়, নিজে তো ঢেকে এনেছি।
মাঝে মাঝে মন কে বলি একটু সহ্য করতি একা কষ্ট গুলো বুকে চেপে নিতি।।।ঐ যে বলেনা মানুষ কোথাও জায়গা পেলে সবটা দিয়ে বোকার মতো আশা পেতে থাকে।। কিন্তু মানুষ জানেনা ঐ আশাতে নিরা আশা ছাড়া কিছু নেই!!
তুই বোকায় রয়ে গেলি রে মন৷ এতো কেন আপন ভাবিস যে তোমাকে ভাবেনা৷ কেন যে বলতে যাস আর পারোসনা সহ্য করতে৷ তাহলে মেয়ে হয়ে জন্মনিলি কেনো।। জানিস না মেয়েদের মন নেই, মেয়ের হৃদয় নেই,, মেয়েদের শুধু সহ্য করতে হয়।।।তুই কেন বলিস তোর না হওয়া স্বপ্ন পূরণ করবি।।।তোমার একদিন সব হবে।। তুই আর কেন এতো সব সহ্য না করে বলতে যাবি৷ তোরও শখ জাগে একটু সুন্দর ভাবে বাঁচা!!!

27/07/2025

আমার আব্বা সবসময় বলতো 'পর কখনো আপন হয়না'।। এটা এখন বুঝি পর কখনো আপন হয়না, আপনি তার জন্য সবোচ্চ করলেও সে স্বার্থপর থাকবে।।।

27/07/2025

দিনশেষে আপনার বিপদে আপনার মা বাবা ছাড়া কেউ থাকবেনা।।সুতরাং সে সব মানুষকে জীবন থেকে মুছে ফেলা উত্তম যারা আপনার অসময়ে খোঁজখবর নেই নি।।।

26/07/2025

একজন নারী যখন কারও ঘরে আসে, সে আসে স্বপ্ন নিয়ে। নিজের নয়, পুরো পরিবারের জন্য।

যদি স্বামী ভালোবাসা, সম্মান আর সহানুভূতি দেয়, তবে স্ত্রী হয়ে ওঠে আশীর্বাদ। ঘরেও হাসি আর শান্তির বাতাস বইতে থাকে।

কিন্তু অবহেলা, ক 'টু কথা আর তাচ্ছিল্য, ধীরে ধীরে তাকে বি 'ষে রূপান্তর করে। কারণ সে খা 'রা 'প নয়, বরং তাকে প্রতিদিন বি 'ষ খাওয়ানো হয়।

স্বামীদের মনে রাখা উচিত, তুমি যেমন, স্ত্রী তেমনই হয়ে ওঠে। তাকে যদি ভালোবাসার ছায়া দাও, সে ফুটবে ফুল হয়ে।©

25/07/2025

অতীতের ভুল। বর্তমান সংকট। ভবিষ্যৎ পরিকল্পনা।

কাউকে বলবে না !

23/07/2025

তুমি ছিলে মিষ্টভাষী,
আমি তোমার বাধ্য শ্রোতা,
পূর্নতার পরে তুমি দেখিয়ে দিলে তিক্ত ভালোবাসা।।

অল্পতে রেগে যায় এমন পুরুষকে বিয়ে করা থেকে নিজেকে বিরত রাখো।তার রাগ শুধু ক্ষণিকের কিছু মুহূর্ত নষ্ট করবে না —তা ধ্বংস করে...
28/06/2025

অল্পতে রেগে যায় এমন পুরুষকে বিয়ে করা থেকে নিজেকে বিরত রাখো।

তার রাগ শুধু ক্ষণিকের কিছু মুহূর্ত নষ্ট করবে না —
তা ধ্বংস করে দেবে তোমার মনকে,
তোমার মানসিক শান্তিকে,
এমনকি তোমার ভবিষ্যৎ সন্তানদের জীবনকেও।

জীবনসঙ্গী হিসেবে এমন একজন পুরুষকে বেছে নাও,
যার হৃদয়ে রয়েছে ধৈর্য, সহনশীলতা আর শান্তি।
প্রার্থনা করো এমন একজন মানুষের জন্য,
যার পাশে জীবনটা সহজ হবে, কঠিন নয়।

মনে রেখো, জীবন এমনিতেই যথেষ্ট কঠিন —
নিজ হাতে সেটাকে আরও কঠিন করে তুলো না।
c

Address

Manikganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when The life of Nipa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share