10/05/2025
Pagol Juel - Oti Kacher Manush Jokhon | অতি কাছের মানুষ যখন | Bangla Sad Song | Saiful Bappa
Title: Oti Kacher Manush | অতি কাছের মানুষ
Singer: পাগল জুয়েল
Lyrics: সাইফুল বাপ্পা এবং পাগল জুয়েল
Tune: পাগল জুয়েল
Direction: Saiful Bappa
Baul Studio Recording | বাউল ষ্টুডিও রেকর্ডিং
Label: Saiful Bappa YouTube Channel
Singer Contact: 01992-340752
Release Date: 08 May 2025
লিরিক:
অতি কাছের মানুষ যখন
পরের ঘরে চলে যায়
কি যে কষ্ট লাগে তখন কলিজায়।
কত কথা, কত স্মৃতি
কত মায়া, কত প্রীতি
এসব কেমনে ভুলে থাকি
চাইলেই কি সব ভোলা যায়।
ভালোবাসা আছে যত
তোমায় দিলাম অবিরত
তবু আমার হইলে না তো
দুঃখ রাখি কোন জায়গায়।
সাইফুল বাপ্পা বন্ধুর তরে
দিনে রাইতে ছটফট করে
একবার আনো দেখি তারে
নইলে বুঝি প্রাণটা যায়।
দোতরাঃ মনির হোসেন
বেহালাঃ মাখন
বাংলা ঢোলঃ মাসুম
একতারা ও মন্দিরাঃ আলম দেওয়ান
কিবোর্ডঃ লাকী
বাঁশিঃ
হারমোনিয়ামঃ
আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তবেই আমরা স্বার্থক। ভালো থাকুন, সুস্থ থাকুন বাংলা সংস্কৃতিকে ধারণ করুন।
#বাউল
দয়া করে ভিডিওগুলি কপি কিংবা রি-আপলোড করা হতে বিরত থাকুন।