29/08/2025
মানুষ শুধু কিছু সময়ের জন্য পাশে থাকে
প্রয়োজন ফুরিয়ে গেলে আর খোজেনা
আমরা যাদেরকে আপন ভাবি
তারা আমাদের মানুষ ও ভাবে না
হাজার টাকার খাবার খেয়ে পেট ভরে গেলে
বাকি খাবারটুকু ডাস্টবিনে ফেলে দেয়
মানুষ ও মানুষের সাথে একই ব্যবহার করে
প্রয়োজন মিটে গেলে দূরে সরিয়ে দেয়
সাহায্যকারীকে মনে রাখবেন ততক্ষণ
জীবনে বেঁচে থাকবেন যতক্ষণ
প্রয়োজন মিটে গেলে যারা মূল্য দেয়
তারাই তো আপন জন