ALIF 0032

ALIF 0032 জীবন নিজেকে সাজাতে হয়, কর্মেই তার আসল পরিচয়। 💞

 #বরবাদ
04/05/2025

#বরবাদ

02/05/2025

😑😑😎💗

29/04/2025

যাকে হারিয়ে ফেলার বিন্দু মাত্র কোনো সম্ভাবনা ছিল না, কোনো ভয় ছিল না, ছেড়ে না যাওয়ার বিশ্বাসের কোনো কমতি ছিল না; তাকেও তুমি হারিয়ে ফেলবে কোনো এক গোধুলিতে। এরপর দাঁড়িয়ে থাকবে সম্পূর্ণ একা হয়ে। মাথার উপর দিয়ে কত্ত পাখি উড়ে যাবে ঘরে ফেরার আনন্দে। সবার কী তাড়া! শুধু তোমারই কোনো তাড়া থাকবে না। এক্কেবারে নিস্তেজ হয়ে দাঁড়িয়ে থাকবে মাথাটাকে নিচু করে।

তুমি হয়তো বুঝবে সেদিন এতটা আপন হয়েও মানুষ কীভাবে পর হয়ে যেতে পারে, কীভাবে মুহূর্তেই পাল্টে যেতে পারে যাবতীয় সব কথা রাখা-রাখির শর্ত, কীভাবে ভালোবাসা ভরসা ঘৃণায় রূপ নিতে পারে, কীভাবেই বা অপরিচিত পরিচিত আবার অপরিচিত এই চক্রটা ঘুরতে পারে। তুমি সবটা বুঝবে সেদিন,সবটা....

এবং প্রমাণও পাবে, "মানুষ মূলত একা। বেঁচে থেকেও লাশের মতো একা, কবরের মতো নিস্তব্ধতা তার চারপাশ জুড়ে!

তোমার খোঁজ নেওয়ার অধিকারটাই আজ আমার নাই।😅
29/04/2025

তোমার খোঁজ নেওয়ার অধিকারটাই আজ আমার নাই।😅

স্বার্থের জন্য কারো সাথেই চলি না, যাদের ভালোবাসি নিঃসন্দেহে নিঃস্বার্থভাবে।
26/04/2025

স্বার্থের জন্য কারো সাথেই চলি না, যাদের ভালোবাসি নিঃসন্দেহে নিঃস্বার্থভাবে।

হ্যাঁ, মানুষ দ্বিতীয়বার প্রেমে পড়তে পারেপ্রেম একটা অনুভূতি, আর অনুভূতির কোনো নির্দিষ্ট নিয়ম নেই। কেউ হয়তো প্রথম ভালোবাস...
26/04/2025

হ্যাঁ, মানুষ দ্বিতীয়বার প্রেমে পড়তে পারে
প্রেম একটা অনুভূতি, আর অনুভূতির কোনো নির্দিষ্ট নিয়ম নেই। কেউ হয়তো প্রথম ভালোবাসাকেই জীবনের শেষ বলে ধরে নেয়, আবার কেউ জীবন থেকে শিক্ষা নিয়ে নতুন কাউকে ভালোবাসে, হয়তো আরও গভীরভাবে।
ভালোবাসা কখনো পুরনো হয় না—শুধু মানুষ বদলে যায়, সময় বদলে যায়, আর সেই বদলের মধ্যেই নতুন অনুভব জন্ম নেয়!🖤

আমি কাউকে কিছু বলিনি। আমি শুধু হাসছিলাম!💗-প্রক্টরকে বলা তার শেষ কথা
25/04/2025

আমি কাউকে কিছু বলিনি। আমি শুধু হাসছিলাম!💗

-প্রক্টরকে বলা তার শেষ কথা

13/04/2025

আপনাদের Humble মানুষ পছন্দ না?
হ্যাঁ আমি ঠিক এমনটাই। এই যেমন ধরুন, আপনি আমার সাথে মিশতে চান, আমি সহজেই মিশে যাবো। কথা বলবো, ঘুরতে যাবো, healthy একটা সম্পর্ক build করবো। আবার ধরেন আমাকে আপনার আর ভালো লাগছে না, boring feel হচ্ছে, interest down হয়ে যাচ্ছে, সম্পর্ক আর রাখতে চাইছেন না। বিশ্বাস করেন সেটা আমি যেই মুহূর্তেই বুঝে যাবো ব্যাপার টা Literally আমি আপনাকে ভুলে যাবো। ভুলে যাবো আপনার সাথে আমার কতটা ভালো সম্পর্ক ছিল! সে আপনি যেই হন না কেন। এর চেয়ে সহজ মানুষ আপনি কই পাবেন? ধরতে চাইলেই ধরতে পারবেন, ছাড়তে চাইলেও সহজেই ছেড়ে যেতে পারবেন any single question ছাড়াই। ব্যাপার টা সুন্দর না?😊

10/04/2025

অন্ধকার রুম, হেডফোনে প্রিয় গান আর চোখ বন্ধ করে পুরনো স্মৃতির তাজা গন্ধ!🖤

আসমানের দিকে তাকাইয়া দুইটা দীর্ঘশ্বাস ছাইড়া সব হজম কইরা নিতাছি.!!💔😅
09/04/2025

আসমানের দিকে তাকাইয়া দুইটা দীর্ঘশ্বাস ছাইড়া সব হজম কইরা নিতাছি.!!💔😅

🖤🖤🌙🌙
03/04/2025

🖤🖤🌙🌙

দেখা হবে বন্ধু কারণে অকারণে। 💗🌙💗
01/04/2025

দেখা হবে বন্ধু কারণে অকারণে। 💗🌙💗

Address

Maniknagar

Website

Alerts

Be the first to know and let us send you an email when ALIF 0032 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share