
16/02/2023
What is Sales?
সেলস কি ?
ক্রেতাদের সম্ভাব্য কোন পণ্য বা সেবা যা সমস্যার সমাধানযোগ্য তা ক্রেতাদের নিকট পৌঁছানোর উদ্দেশ্যে এবং পণ্য ক্রয় করার জন্য ক্রেতাদের মাঝে আগ্রহ তৈরি করতে যে কৌশল অবলম্বন করা হয়, তাকেই সেলস বলে।
What is a sales funnel?
সেলস ফানেল কি?
বিক্রয় চূড়ান্ত হল গ্রাহকদের ক্রয় যাত্রার একটি ভিজ্যুয়াল উপস্থাপনা। বিক্রয় ফানেল ক্রেতা এবং নাবিকদের ক্রিয়াকলাপকে প্রবাহিত করে যা পণ্য বা পরিসেবার একটি সেল দিয়ে শেষ হয়।
অর্থাৎ কোন পণ্য বিক্রি করার ধারাবাহিক একটি মাধ্যম যা কিছু ক্ষেত্রে চক্রাকার ভাবে কাজ করে।
Definition of Sales funnel
সেলস ফানেল এর বিবরণ
~একটি একশন যেখানে কাস্টমারকে অনুপ্রাণিত করা হয় প্রোডাক্ট কেনার জন্য।
মূলত সেলস ফানেলে চারটা বিষয় খেয়াল রাখতে হয়।
আমরা যতই বিজ্ঞাপন দেখি না কেন সবগুলোই এটার অন্তর্ভুক্ত।
যে চারটে বিষয়ে খেয়াল রাখতে হয় সেগুলো হল।
১| এওয়ারনেস : কাস্টমারকে কোন প্রোডাক্ট সম্পর্কে পরিচিত করা হয়, সংক্ষেপে ধারণা দেওয়া।
২|ইন্টারেকশন এখানে কাস্টমার কে প্রোডাক্ট যে সমস্যার সমাধান করতে পারে সে সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয় এবং কাস্টমার যাতে অনুপ্রাণিত হয় সে সম্পর্কেও ছোট ব্যাখ্যা থাকে।
৩|ইন্টারেস্ট এখানে কাস্টমারকে আগ্রহ তৈরি করা হয় যাতে সে কেনার জন্য ব্যাকুল হয়ে থাকে আর যেন মনে হয় প্রোডাক্টটি তার এখনই লাগবে।
৪|একশন সবশেষে কাস্টমারকে কিনতে বাধ্য করা হয় এজন্য সব সময় সীমিত সময় এখনই শেষ হয়ে যাচ্ছে এসব কথা বলে কেনার জন্য একশন নিতে বলে
সেলস ফানেলের আরো পাঁচটি প্রকার আছে সেগুলো হলো
1.Attract 2.Engage 3.Nurture
4.Capture 5.Convert