The Massages Of JASIM

The Massages Of JASIM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Massages Of JASIM, Digital creator, Mathbaria.
(11)

🤝🤝 আচ্ছালামুয়ালাইকুম 🤝🤝
✍️ এটা আমার ব্যক্তিগত ফেইসবুক পেইজ।
✍️ আমার প্রিয়জনেরা ফলো করে আমার পাশে থাকবেন।

🐈 বিড়ালের মতো পাঁচশ বছর বেঁচে কোনো লাভ নাই।
🐅 সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই।
👤 আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী🤲রহঃ🤲।

✍️_-আসলে মূল গল্পের সম্পূর্ণ কাহিনী কেহ জানে না। ______________________✍️_-বহুদিন ধরে আমরা খরগোশ আর কচ্ছপের গল্প শুনে আস...
26/09/2025

✍️_-আসলে মূল গল্পের সম্পূর্ণ কাহিনী কেহ জানে না।
___________
___________
✍️_-বহুদিন ধরে আমরা খরগোশ আর কচ্ছপের গল্প শুনে আসছি। মজার বিষয় হলো আমরা শুধুমাত্র গল্পের প্রথম অধ্যায়টাই শুনেছি। কিন্তু এই কাহিনীর আরো তিনটি অধ্যায় আছে যা কেউ জানে না।

প্রথম অধ্যায়ঃ এই অধ্যায়ে খরগোশ ঘুমিয়ে যায়, যার ফলে কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল যে, তার পরাজয়ের মূল কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস। তার মানে ওভার কনফিডেন্স যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

দ্বিতীয় অধ্যায়ঃ হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। আর কচ্ছপ বুঝল, ধীরস্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতামূলক পরিবেশে টিকে থাকা অসম্ভব!

তৃতীয় অধ্যায়ঃ কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রণ জানাল। খরগোশও নির্দ্বিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমরা দুই বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি। কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশের দিকে একবার তাকাল, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতা জিতে গেল। খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা সাজাতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়।

চতুর্থ অধ্যায়ঃ এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানাল ওই একই রাস্তায়। কচ্ছপও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামল। এবার কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল। তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাকি দৌড় শেষ করল আর এভাবে তার দুজনেই একসাথে জয়ী হল।

শিক্ষা: ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে। আর এটাকেই বলে টিমওয়ার্ক।

আপনাদের মতামত কমেন্ট বক্সে
26/09/2025

আপনাদের মতামত কমেন্ট বক্সে

আজকের সেরা পোস্ট 😀 #ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক্যামেরা ...
26/09/2025

আজকের সেরা পোস্ট 😀
#ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️

দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক্যামেরা অস্পষ্ট ইমেজ প্রজেকশন, দ্বিতীয়টি হল আবিষ্কার যে কিছু পদার্থ আলোর এক্সপোজার দ্বারা দৃশ্যমানভাবে পরিবর্তিত হয়[২]। 18 তম শতাব্দীর আগে হালকা সংবেদনশীল উপকরণ দিয়ে ছবি তোলার কোন প্রচেষ্টা নির্দেশ করে এমন কোন শিল্পকর্ম বা বর্ণনা নেই।
লে গ্রাস ১৮২৬ বা ১৮২৭ এ জানালা থেকে দেখা দৃশ্য, মনে করা হয় যে এটি সবচেয়ে আগে বেঁচে থাকা ক্যামেরার ছবি। [১] আসল (বামে) এবং রঙিন পুনর্নবীকরণ (ডান)।
১৭১৭ সালের দিকে, জোহান হেইনরিচ শুলজ একটি বোতলের উপর কাটা-আউট অক্ষরগুলির ছবি তুলতে হালকা সংবেদনশীল স্লারি ব্যবহার করেছিলেন। তবে এই ফলাফলগুলো স্থায়ী করার চেষ্টা করেননি তিনি। 1800 এর কাছাকাছি, থমাস ওয়েডগউড প্রথম নির্ভরযোগ্যভাবে নথিভুক্ত করেছেন, যদিও স্থায়ী রূপে ক্যামেরার ছবি তোলার ব্যর্থ প্রচেষ্টা ছিল। তার পরীক্ষা-নিরীক্ষা বিস্তারিত আলোকচিত্র তৈরি করেছিল, কিন্তু ওয়েডগউড এবং তার সহযোগী হামফ্রি ডেভি এই ছবিগুলিকে ঠিক করার কোন উপায় খুঁজে পাননি।
1826 সালে, Nicephore Niépce প্রথম একটি ছবি ঠিক করতে সক্ষম হয়েছিল যা একটি ক্যামেরা দিয়ে ধরা হয়েছিল, কিন্তু কমপক্ষে আট ঘন্টা বা এমনকি কয়েক দিন ক্যামেরার এক্সপোজার প্রয়োজন ছিল এবং প্রাথমিক ফলাফলগুলি খুব অপরিশোধিত ছিল। নিপেসের সহযোগী লুই ড্যাগেরেরে ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া বিকশিত করতে শুরু করেছেন, প্রথম প্রকাশ্যে ঘোষিত এবং বাণিজ্যিকভাবে কার্যকর ফটোগ্রাফিক প্রক্রিয়া। ড্যাগেররিওটাইপের ক্যামেরায় শুধুমাত্র কয়েক মিনিট এক্সপোজার প্রয়োজন, এবং পরিষ্কার, সূক্ষ্মভাবে বিস্তারিত ফলাফল তৈরি। ২ আগস্ট, ১৮৩৯ তারিখে ড্যাগেরে প্যারিসে চেম্বার অফ পিয়ারস-এ প্রক্রিয়াটির বিবরণ প্রদর্শন করেন। ১৯ আগস্ট ইনস্টিটিউট প্যালেস এ অ্যাকাডেমি অফ সায়েন্স এবং অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এর একটি সভায় কারিগরি বিবরণ প্রকাশ করা হয়। (জনসাধারণকে আবিষ্কারের অধিকার প্রদানের জন্য, ড্যাগেররে এবং নিপেসেকে জীবনের জন্য উদার বার্ষিকী প্রদান করা হয়। )[3][4][5] যখন মেটাল ভিত্তিক ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া জনসাধারণের কাছে আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয়েছিল, তখন কাগজ-ভিত্তিক ক্যালোটাইপ নেতিবাচক এবং লবণ প্রাই এর প্রতিযোগী পদ্ধতি
আলহ

😘Day and night view of the Royal clock Tower 🙌🗼
24/09/2025

😘
Day and night view of the Royal clock Tower 🙌🗼

✍️_-এবার বাংলাদেশের দিকে তাকিয়ে শ্রীলঙ্কা..আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে বাংলাদেশের আসার পথ তৈরি করেছিল যে শ্রীলঙ্কা, ...
24/09/2025

✍️_-এবার বাংলাদেশের দিকে তাকিয়ে শ্রীলঙ্কা..

আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে বাংলাদেশের আসার পথ তৈরি করেছিল যে শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কার ফাইনালের স্বপ্ন এখন ঝুলে আছে বাংলাদেশের ম্যাচের ফলাফলে।

সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে শ্রীলঙ্কা বিদায়ের সন্নিকটে তবে বাংলাদেশ যদি তাদের বাকি দুই ম্যাচ জিতে তাহলে বেঁচে থাকলে শ্রীলঙ্কার স্বপ্ন। বাংলাদেশ যেকোনো একটা ম্যাচ হারলেই অফিশিয়ালি বিদায় নিবে লঙ্কানরা।

বাংলাদেশের বাকি দুই ম্যাচে প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। কি মনে হয় ভারত ও পাকিস্তানকে আটকে দিতে পারবে টাইগাররা?

তবে বাংলাদেশের ফাইনালে যেতে ভাতরের বিপক্ষে জয় পরাজয় বাধা হবে না, পাকিস্তানের বিপক্ষে শুধু একটা জয় পেলেই সরাসরি ফাইনাল খেলবে টাইগাররা!

প্রত্যেকটা ছেলে তার বাবার কাছে'রাজপুত্র ।🥰😍❤️"Unveiling History: The 4,500-Year-Old Tunic at the Egyptian Museum"😱🥰🇯🇴😊  ...
23/09/2025

প্রত্যেকটা ছেলে তার বাবার কাছে
'রাজপুত্র ।🥰😍❤️
"Unveiling History: The 4,500-Year-Old Tunic at the Egyptian Museum"😱🥰🇯🇴😊


Treasures


সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও ১৯৮১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রায় ৩৫বছর আরাফাত দিবসে মাসজিদে নামিরায় হাজ্জের খুতবাহ প্রদ...
23/09/2025

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও
১৯৮১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রায় ৩৫বছর
আরাফাত দিবসে মাসজিদে নামিরায়
হাজ্জের খুতবাহ প্রদানকারী বিশ্বখ্যাত আলেম
শাইখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আলুশ শাইখ
কিছুক্ষণ পূর্বে ইন্তেকাল করেছেন।
إنا لله وإنا إليه راجعون

✍️_-আমাদের প্রিয় নবী_{সাঃ}_ রওজা মোবারকের ভিতরের অংশ❤️“Unveiling History: The 4,500-Year-Old Tunic at the Egyptian Muse...
22/09/2025

✍️_-আমাদের প্রিয় নবী_{সাঃ}_ রওজা মোবারকের ভিতরের অংশ❤️
“Unveiling History: The 4,500-Year-Old Tunic at the Egyptian Museum”😱🥰🇯🇴😊


Treasures

✍️_-এই চারটা ছেলে একটা মেয়েকে এনেছিল ৪০০০ টাকা কন্টাক্ট করে মেয়েটির সাথে  শা-রী-রি-ক সম্পর্ক করবে বলে কিন্তুমেয়েটির স...
22/09/2025

✍️_-এই চারটা ছেলে একটা মেয়েকে এনেছিল ৪০০০ টাকা কন্টাক্ট করে মেয়েটির সাথে শা-রী-রি-ক সম্পর্ক করবে বলে কিন্তুমেয়েটির সাথে শা-রী-রি-ক সম্পর্ক শে-ষ করার পরে মেয়েটিকে ৫০০ টাকা দিয়েছিল আর বাকি সাড়ে তিন হাজার টাকা।
✍️_- তারাই রেখে দিয়েছিল কিন্তু ওই মেয়েটা বার বার টাকাটা চাচ্ছিল কিন্তু ওই ছেলেরা টাকাটা আর দেয় নাই পরে মেয়েটি রেগে যায় ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে এনে ধরিয়ে দেন এই চার যুবককে মা-ম-লাও করেছেন মেয়ে টা 🙂

মাশাআল্লাহ শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহঃ এর আদরের নাতি। হে আল্লাহ!আমাদের আল্লামা হুজুরের যোগ্য উত্তরসূরী হিসেব...
22/09/2025

মাশাআল্লাহ শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রাহঃ এর আদরের নাতি। হে আল্লাহ!আমাদের আল্লামা হুজুরের যোগ্য উত্তরসূরী হিসেবে তাকে কবূল করুন। আমিন।

একটা সন্তানের কাছে এর থেকে আর কি কষ্টের হতে পারে। 😭"Unveiling History: The 4,500-Year-Old Tunic at the Egyptian Museum"😱...
21/09/2025

একটা সন্তানের কাছে এর থেকে আর কি কষ্টের হতে পারে। 😭
"Unveiling History: The 4,500-Year-Old Tunic at the Egyptian Museum"😱🥰🇯🇴😊


Treasures


Address

Mathbaria

Telephone

+8801302654880

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Massages Of JASIM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Massages Of JASIM:

Share