MH Albums

MH Albums বেঁচে থাকা মানেই মৃত্যুর জন্য অপেক্ষা করা!

24/05/2025

স্বার্থপর মানুষ নিয়ে একটি ছোট গল্প নিচে দিলাম:

গল্প: বন্ধুত্বের মুখোশ

রাহুল আর নিলয় ছোটবেলার বন্ধু। একই পাড়া, একই স্কুল, এমনকি কলেজেও একসাথে পড়েছে। রাহুল একটু শান্ত স্বভাবের, আর নিলয় বেশ চটপটে আর স্মার্ট। সবাই বলত, “এদের বন্ধুত্বটা যেমন মজবুত, তেমন বিরল।”

সময় বয়ে গেল। একসময় রাহুল একটা চাকরি পেল, সামান্য বেতনে। আর নিলয় ব্যবসা শুরু করল—রাহুলের থেকে টাকা ধার নিয়ে। রাহুল একটুও দ্বিধা করেনি। বন্ধু তো! তখন নিলয়ের মুখে মুখে একটাই কথা—“তুই না থাকলে আমি কিছুই করতে পারতাম না।”

কিন্তু ব্যবসা যখন সফল হয়ে উঠল, তখন নিলয়ের ব্যস্ততা বেড়ে গেল। ফোন ধরা বন্ধ, দেখা করা বন্ধ। রাহুল যখন ধার ফেরতের কথা তুলল, নিলয় হেসে বলল, “এতটুকু টাকা নিয়ে এমন করিস কেন? সময় হলে দিয়ে দেব।”

দিন, মাস, বছর কেটে গেল। একদিন রাহুল জানতে পারল—নিলয় অন্যদের পার্টি দিচ্ছে, দামি গাড়ি কিনছে, অথচ তার ধারটা আজও ফেরত দেয়নি।

এক সন্ধ্যায় রাহুল চুপচাপ নিলয়ের অফিসে গিয়ে দাঁড়ায়। চোখে ক্লান্তি, কিন্তু মুখে একটুকু অভিমানও নেই। শুধু বলে, “ধর, আমি টাকাটা চাই না আর। কিন্তু একটা কথা বুঝলাম—সব সম্পর্কেই বন্ধুত্ব থাকে না, কিছু বন্ধুত্বের মুখোশের নিচে শুধু স্বার্থ লুকিয়ে থাকে।”

নিলয় চুপ করে যায়। মুখের হাসিটা মুছে যায়। সেই দিন সে প্রথমবার আয়নায় নিজেকে দেখে—একজন স্বার্থপর মানুষ, যার কাছে সম্পর্ক মানে শুধু সুবিধা।

চাইলে এই গল্পের ওপর ভিত্তি করে আরও বড় করে, বা অন্য ধরনের মোড় ঘুরিয়ে নতুন গল্প বানাতে পারি। বলো কীভাবে চাইছো।

Address

Mathbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when MH Albums posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share