Chintadhara - চিন্তাধারা

Chintadhara - চিন্তাধারা বাক স্বাধীনতা | Freedom of Speech
(1)

19/08/2025
ছাত্রশিবিরের প্যানেলে জুলাইয়ে চোখ হারানো জসিম ও সদস্য পদে সর্ব মিত্র চাকমা
18/08/2025

ছাত্রশিবিরের প্যানেলে জুলাইয়ে চোখ হারানো জসিম ও সদস্য পদে সর্ব মিত্র চাকমা

মাহমুদুর রহমানসহ তিন বিশিষ্টজনের সাক্ষ্য নেওয়ার পরিকল্পনা
18/08/2025

মাহমুদুর রহমানসহ তিন বিশিষ্টজনের সাক্ষ্য নেওয়ার পরিকল্পনা

ট্রেন উদ্ধারে আসা রিলিফ ট্রেনটিও...
18/08/2025

ট্রেন উদ্ধারে আসা রিলিফ ট্রেনটিও...

11/08/2025

ইয়াং জেনারেশন এবং হিন্দুদের মুখ থেকে জেনে নেই এবারের ভোট কোন দলকে দিতে চান।

🖋ভারতের সাথে বাংলাদেশে তালপট্টি নিয়ে নৌযুদ্ধ বিজয়ী মহানায়ক জেনারেল জিয়া এবং এ্যাডমিরাল মাহাবুব :--------================...
10/08/2025

🖋ভারতের সাথে বাংলাদেশে তালপট্টি নিয়ে নৌযুদ্ধ বিজয়ী মহানায়ক জেনারেল জিয়া এবং এ্যাডমিরাল মাহাবুব :--------
==========================================

১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের পর সাতক্ষীরার হাঁড়িভাঙ্গা নদীর মোহনায় বাংলাদেশের সমুদ্রসীমায় জেগে ওঠে দক্ষিণ তালপট্টি দ্বীপ। দ্বীপটির আয়তন ক্রমে বৃদ্ধি পেতে থাকে এবং এক পর্যায়ে আয়তন প্রায় ১০ হাজার বর্গমিটারে দাঁড়ায়। বিশাল দ্বীপটির দিকে ভারতের লোলুপ নজর পড়ে। এর কারণ তালপট্টি দ্বীপে পাওয়া গিয়েছিল বিশাল গ্যাসের মজুদ। ও কিছু প্রাকৃতিক তেল ।
বেহায়া ভারত দ্বীপটির মালিকানা দাবি করতে থাকে। ১৯৭৯ সালে প্রেসিডেন্ট জিয়া ও ভারতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি প্রেরণ করেন। দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের আলোচনা ব্যার্থ হয়। দুর্ধর্ষ ও অকুতোভয়ী প্রেসিডেন্ট জিয়া নিজেই ভারতে যান। এ আলোচনাও ব্যার্থ হয়। সকল কূটনৈতিক প্রচেষ্টা ব্যার্থ হয়। উত্তেজনা বাড়তে থাকে।
১৯৮০ সালের ২০ ডিসেম্বর ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী (পরবর্তী প্রধানমন্ত্রী) নরসীমা রাও ঘোষণা করে যে- ভারতই দক্ষিণ তালপট্টি দ্বীপের মালিক। প্রেসিডেন্ট জিয়া ভয়ঙ্কর ক্ষিপ্ত হন এতে ।
৩০ ডিসেম্বর জিয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী শামসুল হক জাতীয় সংসদে ঘোষণা করেন, বাংলাদেশই দক্ষিণ তালপট্টি দ্বীপের মালিক। এটা আমাদের দেশেরই অংশ ।
১৯৮১ সালের ১১ মে ভারত “আইএসএন সন্ধায়ক” নামক যুদ্ধ জাহাজ পাঠিয়ে দ্বীপটি দখল করে নেয়। ২ দিন পর, ১৩ মে প্রেসিডেন্ট জিয়ার আদেশে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান নৌ জাহাজ “বিএনএস উমর ফারুক” নিয়ে ও কিছু ভয়ংকর দুর্ধর্ষ নৌ কমান্ডোদের নিয়ে গুলি ছুঁড়তে ছুঁড়তে তালপট্টিতে উপস্থিত হন এবং মাত্র কয়েক ঘন্টার যুদ্ধের পরে তালপট্টি ভারতীয় দখলমুক্ত করেন।
এই ঘটনার মাত্র দুই সপ্তাহ পর দেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেতা রাষ্ট্রপতি জিয়া নিহত হন। তারপরে কী হয়েছে তা সবার জানা। যেটা আলোচিত হয়নি তা হলো- ঐ ঘটনার ৩ বছর পর মাহবুব আলী খানও রহস্যজনক ভাবে মারা যান। তখন ব্যাপক গুঞ্জন সৃষ্টি হলে তাঁর মৃত্যুরহস্য উদঘাটনে একটি কমিটি গঠিত হয়।
এডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুরহস্য উদঘাটন কমিটি কখনই কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। অতঃপর পদ্মা-যমুনা দিয়ে বহু পানি গড়িয়েছে। সকল দলের সরকার এসেছে-গেছে। কিন্তু দেশের সেরা দুই সন্তান জিয়া আর মাহবুব হত্যার কোনো বিচার হয়নি। আর, আমরা ভারতের প্রেমের (দাসত্বে) হাবুডুবু খাচ্ছি। ভারতের কথা মতো নির্বাচনের জন্য আকুল হয়ে পড়েছে একটি বিশেষ দল ।
ভালকথা, ২০১৪ সালের ৭ জুলাই আন্তর্জাতিক আদালতের রায়ে ভারত ঐ দ্বীপের পুরো মালিকানা অর্জন করেছিল। আর এজন্য দায়ী ছিল তৎকালীন ক্ষমতাসীন ভারতের দালালরা । আমরা বার্মার সাথেও আমাদের বিশাল সমুদ্রসীমা হারিয়েছিলাম সেই একই সময়ে । কিন্তু সেইটাকে ধামাচাপা দিয়ার জন্য ভারতের দালালরা আমরা ঢোল-তবলা বাজিয়ে, নেচে-গেয়ে “সমুদ্র মহাবিজয়” উদযাপন করেছিল। মনে আছে সেই পুরোন দিনের কথা ?
@ Md. Anis Ur Rahman

—১৯১৭ সালে চাদ দখলের সময় ফ্রান্স ৪০০ আলেমকে একত্রিত করে এবং ম্যাশেট (এক প্রকার ধারালো লম্বা ছুরি) দিয়ে তাদের শিরশ্ছেদ ...
10/08/2025

—১৯১৭ সালে চাদ দখলের সময় ফ্রান্স ৪০০ আলেমকে একত্রিত করে এবং ম্যাশেট (এক প্রকার ধারালো লম্বা ছুরি) দিয়ে তাদের শিরশ্ছেদ করে।
—১৮৫২ সালে ফরাসিরা আলজেরিয়ার লাঘুয়াত শহরে প্রবেশ করে এক রাতে সেখানকার জনসংখ্যার দুই-তৃতীয়াংশকে হত্যা করে এবং তাদের জীবন্ত পুড়িয়ে দেয়।
—১৯৬০ থেকে ১৯৬৬ সালের মধ্যে ফ্রান্স আলজেরিয়ায় ১৭টি পারমাণবিক পরীক্ষা চালায়। যার ফলে ২৭,০০০ থেকে ১,০০,০০০ মানুষের মৃত্যু হয়। এর ক্ষতিকর প্রভাব এখনো বিদ্যমান।
—১৯৬২ সালে ফ্রান্স যখন আলজেরিয়া ছেড়ে যায়, তখন তারা আলজেরিয়ার তৎকালীন জনসংখ্যার চেয়েও বেশি সংখ্যক মাইন রেখে গিয়েছিল: প্রায় ১ কোটি ১০ লক্ষ মাইন।
—ফ্রান্স ১৩২ বছর ধরে আলজেরিয়া দখল করে রেখেছিল। ফরাসিরা সেখানে আসার প্রথম ৭ বছরে ১০ লক্ষ মুসলিমকে এবং চলে যাওয়ার শেষ ৭ বছরে ১৫ লক্ষ মুসলিমকে নিশ্চিহ্ন করে দেয়।
—ফরাসি ইতিহাসবিদ জ্যাক গোর্কি অনুমান করেছেন, ১৮৩০ সালে আলজেরিয়ায় আসার পর থেকে ১৯৬২ সালে চলে যাওয়ার আগ পর্যন্ত ফ্রান্স সেখানে মোট ১ কোটি মুসলিমকে হত্যা করেছে। এই তথ্যটি কোনো আরব ইতিহাসবিদ নয়, বরং একজন ফরাসি ইতিহাসবিদের।
—ফ্রান্স মাগরেবের দেশগুলোতে যথাক্রমে তিউনিসিয়া ৭৫ বছর, আলজেরিয়া ১৩২ বছর, মরক্কো ৪৪ বছর এবং মৌরিতানিয়া ৬০ বছর ধরে দখলদারিত্ব কায়েম করেছিল।
—ফ্রান্স যখন তাদের বিখ্যাত অভিযানের সময় মিশরে প্রবেশ করেছিল, তখন ফরাসি সৈন্যরা ঘোড়ায় চড়ে মসজিদে ঢুকে এবং পরিবারের সামনেই নারীদের ধর্ষণ করে। তারা মসজিদে মদ্যপান করত এবং এর কিছু অংশকে ঘোড়ার আস্তাবলে পরিণত করেছিল।
আজ তারা দাবি করে, ইসলাম একটি সন্ত্রাসী ধর্ম। অথচ, পশ্চিমা ঔপনিবেশিক সাম্রাজ্যবাদীরাই ৪৫০ বছরে ৫০ কোটি থেকে ১ বিলিয়ন মানুষকে হত্যা করেছে।

কিছু মানুষকে পশ্চিমা সভ্যতার গর্ব করতে এবং এমনকি এর পক্ষে সাফাই গাইতে দেখে অবাক লাগে, যখন তারা এর অন্ধকার ইতিহাস সম্পূর্ণ ভুলে যায়। এটি কেবল ফ্রান্সের আমলনামা। বৃটিশ, পর্তুগিজ, ওলন্দাজ, স্প্যানিশ, ইতালীয় বা আমেরিকান সাম্রাজ্যের নৃশংসতাও এর চেয়ে কোনো অংশে কম ছিল না।
—স্ল্যাভিকফ্রি স্পিরিট।

08/08/2025

ঢাকা ৬ আসনে কে জিতবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাকি বিএনপি, দেখে নিন ভোটারদের মতামত।

Address

Mathbaria

Telephone

+8801811992513

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chintadhara - চিন্তাধারা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chintadhara - চিন্তাধারা:

Share