Hasan Mahadi

Hasan Mahadi বাক স্বাধীনতা | Freedom of Speech
(1)

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কমপক্ষে ১৯টি সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে আটটি স্থায়ী ঘাঁটি। এই ঘাঁটিগুলোতে সাধারণত ৪০,০০০...
17/06/2025

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কমপক্ষে ১৯টি সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে আটটি স্থায়ী ঘাঁটি। এই ঘাঁটিগুলোতে সাধারণত ৪০,০০০ থেকে ৫০,০০০ মার্কিন সেনা মোতায়েন থাকে।

প্রধান মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিম্নলিখিত দেশগুলোতে অবস্থিত:

বাহরাইন: এখানে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দফতর অবস্থিত।
মিশর: এখানেও মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে।
ইরাক: ইরাকে আল আসাদ বিমানঘাঁটি এবং ইউনিয়ন III সহ বেশ কয়েকটি ঘাঁটি রয়েছে।
জর্ডান: জর্ডানেও মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে, যার মধ্যে একটি রাডার নজরদারি ব্যবস্থা সহ "সাইট ৫১২" এর মতো গোপনীয় ঘাঁটি রয়েছে।
কুয়েত: ক্যাম্প আরিফজান কুয়েতে অবস্থিত একটি বড় মার্কিন সেনা ঘাঁটি, যা মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযানের জন্য একটি প্রধান সরবরাহ ও কমান্ড কেন্দ্র হিসেবে কাজ করে।
কাতার: কাতারে অবস্থিত আল উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এটি মার্কিন কেন্দ্রীয় কমান্ড (CENTCOM)-এর অগ্রণী সদর দফতর হিসেবে কাজ করে।
সৌদি আরব: সৌদি আরবেও মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে।
সংযুক্ত আরব আমিরাত (UAE): আল-ধাফরা বিমানঘাঁটি সহ এখানেও মার্কিন ঘাঁটি রয়েছে, যা গোয়েন্দা সংগ্রহ এবং বিমান যুদ্ধ অভিযানের জন্য গুরুত্বপূর্ণ।
সিরিয়া: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ছোট ছোট ঘাঁটিতে মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যেমন আল-ওমর তেল ক্ষেত্র এবং আল শাদ্দাহ তেল ক্ষেত্র।
জিবুতি: যদিও এটি মধ্যপ্রাচ্যের বাইরে, এটি হর্ন অফ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের প্রবেশদ্বার হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এখানে ক্যাম্প লেমনিয়ার অবস্থিত, যা আফ্রিকার একমাত্র যুদ্ধ-সক্ষম মার্কিন সামরিক ঘাঁটি।
এই ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান, গোয়েন্দা কার্যক্রম এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন অর্জন: পর্তুগালের হয়ে তৃতীয় শিরোপা জয়💪পর্তুগালের ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো জাত...
08/06/2025

ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন অর্জন: পর্তুগালের হয়ে তৃতীয় শিরোপা জয়💪

পর্তুগালের ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো জাতীয় দলের হয়ে নিজের তৃতীয় আন্তর্জাতিক শিরোপা জয় করেছেন।

🏆 ইউরো ২০১৬
🏆 ২০১৯ উয়েফা নেশনস লিগ
🏆 ২০২৫ উয়েফা নেশনস লিগ

সবশেষ ২০২৫ উয়েফা নেশনস লিগে জয়লাভের মাধ্যমে রোনালদো পর্তুগালের ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন। দেশের জার্সিতে তার এই সাফল্য প্রমাণ করে, তিনি শুধু ক্লাব ফুটবলের নয়, আন্তর্জাতিক মঞ্চেও একজন পরিপূর্ণ বিজয়ী।

৪০ বছর বয়সেও তার শারীরিক সক্ষমতা ও প্রতিজ্ঞা বিশ্ব ফুটবলের জন্য এক অনন্য উদাহরণ।

পর্তুগিজ ভক্তদের জন্য এটি আরেকটি স্মরণীয় মুহূর্ত—তাদের প্রিয় তারকা আবারও দেশকে এনে দিলেন একটি গৌরবময় ট্রফি।

অভিনন্দন পর্তুগাল💐

এখানে যার দোষ বেশী আগামিতে সেই ক্ষমতায় যাবে।দোষ কম মানে লোক কমলোক কম মানে ভোট কম #যার  #কম  #কম
31/05/2025

এখানে যার দোষ বেশী আগামিতে সেই ক্ষমতায় যাবে।
দোষ কম মানে লোক কম
লোক কম মানে ভোট কম

#যার #কম #কম

এখন তারা গভীর ঘুমে তলিয়ে আছে। কারণ এখন টুঁ শব্দটি করলেও তো আগামীতে ক্ষমতার মধু খাওয়া যাবেনা 😷
30/05/2025

এখন তারা গভীর ঘুমে তলিয়ে আছে। কারণ এখন টুঁ শব্দটি করলেও তো আগামীতে ক্ষমতার মধু খাওয়া যাবেনা 😷

তবুও, আওয়ামী লীগ ঐতিহাসিক দল নিষিদ্ধ করা যাবে না। মির্জা ফখরুল।
29/05/2025

তবুও, আওয়ামী লীগ ঐতিহাসিক দল নিষিদ্ধ করা যাবে না। মির্জা ফখরুল।

জুলাই ঘোষণাপত্রের ৩০ কার্যদিবস ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে৷ কিন্ত এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না!ঘোষণাপত্রে...
29/05/2025

জুলাই ঘোষণাপত্রের ৩০ কার্যদিবস ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে৷ কিন্ত এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না!

ঘোষণাপত্রের দাবীতে আমাদের আওয়াজ তোলা চলমান রাখতে হবে।

আপ বাংলাদেশ সেই লক্ষ্যে আগামী ২৯ তারিখ জুলাই ঘোষণাপত্র নিয়ে শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিক্ষার্থীদের সাথে আয়োজন করতে যাচ্ছে আলোচনা সভা।

বিষয়ঃ জুলাই ঘোষণাপত্রঃ শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির শিক্ষার্থীদের ভাবনা।

আলোচক বৃন্দঃ
ড. এম আবদুল আজিজ
মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থট (বিআইআইটি)

আবু তালহা বিন রেদওয়ান
প্রভাষক, সরকার ও রাজনীতি বিভাগ
সহকারী প্রক্টর, শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি

খলীলুল্লাহ মুহাম্মদ বায়েজীদ
সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর, সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগ, শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি

সাজ্জাদ সাব্বির
যুগ্ম প্রধান, প্রচার ও জনসংযোগ কমিটি
কেন্দ্রীয় সদস্য, আপ বাংলাদেশ

মিনহাজুর রহমান রেজবী
প্রধান, আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক বিষয়ক কমিটি;
কেন্দ্রীয় সদস্য, আপ বাংলাদেশ

মো: শাহ আলম
কেন্দ্রীয় সদস্য, পুসাব

নূরা জেরিন
জুলাই আহত যোদ্ধা এবং ইউনিভার্সিটি এক্টিভিস্ট

সময়:
বৃহঃস্পতিবার, ২৯ শে মে, ২০২৫
বিকেল ৪টা ৩০ মিনিট

স্থানঃ বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থট (বিআইআইটি), বাড়ি-০৪, রোড-০২, উত্তরা মডেল টাউন, ঢাকা।

সেনাবাহিনীর জালে পল্টনের চান্দাভাই গ্রেপ্তার। চান্দাভাইয়ের গেঞ্জি কিন্তু অনেক সুন্দর।🧐প্রিয় লিডার, সব তোমার জন্য তুলছি ...
28/05/2025

সেনাবাহিনীর জালে পল্টনের চান্দাভাই গ্রেপ্তার। চান্দাভাইয়ের গেঞ্জি কিন্তু অনেক সুন্দর।🧐

প্রিয় লিডার, সব তোমার জন্য তুলছি চাদা।।।।

27/05/2025

মায়ের ভালোবাসার কাছে পৃথিবীর বাকি সবকিছু তুচ্ছ, হোক সেটা মানুষ কিংবা পশুপাখি। মায়ের মতো কেউ হয়না কখনোই ❤️

আমরা যখন নির্বাচনের সময় সীমা আর প্রতিরক্ষা বাহিনীর ঔদ্ধত্য নিয়ে আলাপে ব্যস্ত সেই সময় ভারত বাংলাদেশের উত্তরের স্পর্শকা...
26/05/2025

আমরা যখন নির্বাচনের সময় সীমা আর প্রতিরক্ষা বাহিনীর ঔদ্ধত্য নিয়ে আলাপে ব্যস্ত সেই সময় ভারত বাংলাদেশের উত্তরের স্পর্শকাতর চিকেন নেকের মধ্যেই তিস্তা প্রহার নামে সামরিক মহড়া শেষ করেছে।

মহড়ার নামেই পরিষ্কার হচ্ছে যে বাংলাদেশকে ভারত সতর্ক করে দিচ্ছে। মহড়ার জন্য বাংলাদেশের মত খাল নদীর প্রান্তর বেছে নেয়াটা ইঙ্গিত দিচ্ছে যে ভারত আক্রমণের জন্য প্রস্তুত।

এই মহড়ায় ভারত শুধু তিনবাহিনী সম্বলিত নয়, তারা সব স্তরের অস্ত্র নিয়েই মহরাটা চালায়। ড্রোন, রোবট কুকুর, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, বেতার যুদ্ধাস্ত্র এবং সর্বক্ষেত্রে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ বজায় রাখতে যোগাযোগ নেটওয়ার্ক সব নিয়েই এই মহরা করে। সীমান্তের লাগোয়া মহড়া করেছে বলে তারা বাংলাদেশ আক্রমণের সম্ভাব্য কৌশল পরীক্ষা করে দেখেছে বলেই ভেবে নেয়া যায়।

এই যখন পরিস্থিতি তখন জাতীয় ঐক্য ভয়ানক প্রয়োজন। যমুনা ঘেরাও করে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না।

সবাই আজাইড়া আলাপ ছাড়েন। দেশ মহা বিপদের মুখে। অন্তর্বর্তীকালীন সরকার আর আর্মি দুইটার পিছনে থাকেন। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রকাশ করেন। দেশের সর্বভৌমত্যের তুলনায় ডিসেম্বর না জুন এইটা কোনো বিষয় ই না।

যুগের পর যুগ ধরে নজরুলের উত্তরাধিকার অটুট থাকে। শুভ জন্মদিন, হে বিদ্রোহী কবি।
24/05/2025

যুগের পর যুগ ধরে নজরুলের উত্তরাধিকার অটুট থাকে। শুভ জন্মদিন, হে বিদ্রোহী কবি।

Address

Mathbaria

Telephone

+8801811992513

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasan Mahadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasan Mahadi:

Share