Chintadhara - চিন্তাধারা

Chintadhara - চিন্তাধারা বাক স্বাধীনতা | Freedom of Speech
(1)

বাংলাদেশ সামরিক বাহিনীর আধুনিকায়ন এর জন্য যখনই কোন পদক্ষেপ নেয়া হয় তখনই এইসকল ভারতীয় দালালদের চুলকানি শুরু হয়ে যায় এবং ত...
11/12/2025

বাংলাদেশ সামরিক বাহিনীর আধুনিকায়ন এর জন্য যখনই কোন পদক্ষেপ নেয়া হয় তখনই এইসকল ভারতীয় দালালদের চুলকানি শুরু হয়ে যায় এবং তারা বুঝাতে চায় বাংলাদেশের মতো এমন ছোট দেশের এতটা ব্যায়বহুল যুদ্ধ বিমান কেনার দরকার কি? J-10C ক্রয়ের গুঞ্জন উঠলে তখন বিরোধিতা করেছিলো মোস্তফা ফিরোজ। যদিও ডাঃ জাহেদ সরাসরি বিরোধিতা না করে বুঝাতে চেয়েছে ইউরোফাইটার টাইফুন আর সুইডিশ সাব গ্রিপেন নাকি দুইটাই সমান মানের পশ্চিমা জেট কিনতে হলেই কম দামে গ্রিপেন নেয়া উচিত।

ডাঃ জাহেদের প্রতিরক্ষা বিষয়ে কতটা জ্ঞান রাখে আমার জানা নেই নাকি ভারতকে খুশি করতেই এমন কথা বলে সেটাও অজানা, প্রথমত উনি হয়তো এক ইঞ্জিন এবং ডাবল ইঞ্জিন ফাইটার জেটের পার্থক্যই জানেনা। সিঙ্গেল ইঞ্জিন ফাইটার অবশ্যই দরকার তবে সেটা গ্রিপেন নয় J10-C এমনকি গ্রিপেনের অর্ধেক দামে জেএফ-১৭ ও অনেক ক্ষেত্রে গ্রিপেন থেকে এগিয়ে।

ডাবল ইঞ্জিন ফাইটার হিসেবে রাফায়েল হলে সবথেকে ভালো হতো এর মেরিটাইম স্ট্রাইক শক্তিমত্তার জন্য তবে ভারতের আপত্তি আর স্লো প্রোডাকশন এর কারণে এটা পাওয়ার কোন সম্ভাবনাই নেই। তারপরও মেরিটাইম স্ট্রাইকে টাইফুন পিছিয়ে থাকলেও এয়ার টু এয়ার মিশনে অনেক বেশি এগিয়ে থাকবে রাফায়েল এর তুলনায়।
টাইফুন আমাদের লাগবে আকাশ পাহারাদার হিসেবে এবং কখনো যদি ভারত নেভাল ব্লক দেয়ার চেষ্টা করে তখন নেভাল ব্লক ভাঙার জন্য মেরিটাইম স্ট্রাইকে তবে তখন আমাদের এআইপি প্রযুক্তির সাবমেরিনের দরকার পড়বে নাহলে টাইফুন এতটাও কার্যকর ভূমিকা রাখতে পারবেনা হয়তো

গোপন অপারেশন যা আজও বাংলাদেশ জানে না!২০০৪ সাল। দক্ষিণ এশিয়ায় তখন চলছিল এক নীরব কিন্তু ভয়ংকর যুদ্ধ।যে যুদ্ধের কোনো আনুষ্ঠ...
10/12/2025

গোপন অপারেশন যা আজও বাংলাদেশ জানে না!

২০০৪ সাল। দক্ষিণ এশিয়ায় তখন চলছিল এক নীরব কিন্তু ভয়ংকর যুদ্ধ।যে যুদ্ধের কোনো আনুষ্ঠানিক নাম নেই, কোনো আন্তর্জাতিক রিপোর্ট নেই—কিন্তুু বাংলাদেশকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দেয় কিছু ছায়াযোদ্ধা।সেই সময় সীমান্ত দিয়ে ঢুকছিল ফেনসিডিল, ইয়াবা, হেরোইন—
এক প্রবল NARCOTICS TSUNAMI বাংলাদেশকে গ্রাস করতে চলেছিল।আন্তর্জাতিকভাবে ভারত বিষয়টি অস্বীকার করে যাচ্ছিল।বাংলাদেশ তখন একা… একদম একা।তখনই শুরু হয় এক Ultra Classified Mission—যা শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলকে নাড়িয়ে দিয়েছিল।

Mission Name (Unofficial): “Shadow Strike – Shoot to Kill”

NSI-এর বিশেষ প্রশিক্ষিত এজেন্টরা ছড়িয়ে পড়ে ভারতের বড় বড় শহরে—Delhi, Mumbai, Hyderabad, Kolkata, Agartala…কেউ চালক, কেউ কুলি, কেউ রেস্টুরেন্ট কর্মী, কেউ দোকানদার—কিন্তুু প্রত্যেকেই ছিল বাংলাদেশের অদৃশ্য ঢাল।

তারা খুঁজে বের করে—
কোথায় নেশার ল্যাব
কোন পুলিশ ছত্রছায়া দেয়
কোন রুট দিয়ে চালান আসে
কারা “Kingpin”

সব তথ্য একত্র হওয়ার পর শুরু হয় ভয়ংকর অধ্যায়—
Shadow Strike
১৭টি আস্তানা ধ্বংস
অসংখ্য ল্যাব উড়ানো
২৭ জন কুখ্যাত মাফিয়া নিস্তেজ
৬৯+ গুরুতর আহত
ভারতের গোয়েন্দারা কিছু বুঝে ওঠার আগেই নেটওয়ার্ক ভেঙে পড়ে।

এই অপারেশন এত নিখুঁত ছিল যে
আজও এটি South Asia’s Most Mysterious Cross-Border Operation বলে পরিচিত—
যদিও কোনো দেশই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

কিন্তুু…
সব নায়কই ঘরে ফেরে না।
শেষ ধাপে NSI–এর একজন এলিট এজেন্ট গ্রেফতার হয় ভারতের নিরাপত্তা বাহিনীর হাতে।
তার পরিণতি আজও রহস্য।
No files. No details.
Just silence…

তবুও—
বাংলাদেশ বেঁচে যায়।
মাদক প্রবাহ হঠাৎ নাটকীয়ভাবে কমে যায়।
প্রমাণিত হয়—যখন দেশ চায়, তখন NSI অসম্ভবকে সম্ভব করতে পারে।

এই অপারেশনের কোনো কাগজ নেই।কোনো প্রেস কনফারেন্স নেই।কোনো মেমোরিয়াল নেই।

কিন্তুু সীমান্তের বাতাস…
রাতের অন্ধকার…
সবই জানে—
একদল ছায়াযোদ্ধা একসময় বাংলাদেশকে রক্ষা করেছিল।

Respect to the Silent Warriors.
Respect to NSI. সমরসজ্জা জানতে সামরিক বিশ্ব ফল দিন এই গ্রুপ্টি সাথেই থাকুন

09/12/2025

অপেক্ষার প্রহর শেষ..
বাংলাদেশ বিমান বাহিনী ও Leonardo S.p.A Italy মধ্যে লেটার অব ইনটেন্ট (LOI) স্বাক্ষরিত

ঢাকা, ০৯ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার), বিমান বাহিনী সদর দপ্তরে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির মান্যবর রাষ্ট্রদূত H.E. Antonio Alessandro উপস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনী ও Leonardo S.p.A Italy মধ্যে লেটার অব ইনটেন্ট স্বাক্ষরিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এবং ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিগনও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখ সারিতে যু্দ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক Multi-Role Combat Aircraft এর অংশ হিসেবে এই লেটার অব ইনটেন্ট-এর আওতায় Leonardo S.p.A বাংলাদেশ বিমান বাহিনীকে Eurofighter Typhoon যুদ্ধবিমান সরবরাহ করবে।

©Bangladesh air force

---আব্দুল মজিদ চাচার মতো যেন কেউ না বিপদে পরে 😥😥😥কত রোদ, কত ঘাম, কত না বলা কষ্ট—সব জমা ছিল সৌদি আরব প্রবাসী আব্দুল মজিদ ...
08/12/2025

---আব্দুল মজিদ চাচার মতো যেন কেউ না বিপদে পরে 😥😥😥

কত রোদ, কত ঘাম, কত না বলা কষ্ট—সব জমা ছিল সৌদি আরব প্রবাসী আব্দুল মজিদ চাচার জীবনে। ৪ বছর পর এবার দেশে যাচ্ছেন। বুক ভরা আনন্দ, চোখ ভরা স্বপ্ন।

জেদ্দা বিমানবন্দরে বোর্ডিং গেটের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। এক হাতে হ্যান্ড লাগেজ, কাঁধে আরেকটা বড় ট্রাভেল ব্যাগ। ব্যাগে কী নেই—মেয়ের জন্য পারফিউম,
স্ত্রীর জন্য বোরকা, নাতির জন্য খেলনা, অন্যদের জন্য উপহার।

এয়ারলাইনের কাউন্টারে বোর্ডিং করে ২টি বড় লাগেজ জমা দিলেন। এবার ইমিগ্রেশন শেষ করে চলে এলেন বিমানে উঠতে।

হঠাৎ দু’জন বোর্ডিং গেট স্টাফ এগিয়ে এলেন।
ইশারা করে বললেন—২টি ব্যাগ অনুমোদিত না।

আব্দুল মজিদ চাচা প্রথমে বুঝতেই পারলেন না।
বললেন,ভাই, এটা তো হাতের লাগেজই!”

স্টাফরা জানালেন— আপনি ৭ কেজি ওজনের হ্যান্ড লাগেজ নিয়ে বিমানে উঠতে পারবেন। দুইটা হ্যান্ড লাগেজ নিয়ে উঠতে পারবেন না। একটি রেখে যেতে হবে হবে, না হলে অতিরিক্ত চার্জ দিতে হবে।”

আব্দুল মজিদ চাচা বললেন, কাউন্টারে তো আমাকে কিছু বলে নাই।

স্টাফরা জানালেন, আপনার টিকিটেই বলা আছে, আপনি ৭ কেজির মধ্যে হ্যান্ড লাগেজ নিতে পারবেন। অতিরিক্ত কিছু নিতে চাইলে আপনাকেই নিজ দায়িত্বে কাউন্টারে জানাতে হবে।

চাচার মুখটা মুহূর্তেই বদলে গেল।কারণ—চেক-ইন কাউন্টার অনেক পেছনে। সময় কম।ফ্লাইট ছাড়তে আর দেরি নেই।

শেষ পর্যন্ত বাধ্য হয়ে যা হলো—ব্যাগ খুলে কিছু জিনিস ফেলে দিলেন গেটের পাশের ডাস্টবিনে,আর বাকি জিনিস পাশের যাত্রীদের হাতে দিয়ে দিলেন।

চোখ ভিজে গেল আব্দুল মজিদ চাচার। প্রবাসজীবনের উপহারগুলো ঠিকমতো বাড়ি পৌঁছাতে পারল না নিজের ভুলের কারণে।

⚠️ বাংলা এভিয়েশনের পরামর্শ

✅ টিকিট কাটার সময় লাগেজ ওজন ও সংখ্যার নিয়ম জেনে নিন
✅ হাত ব্যাগে শুধু অনুমোদিত জিনিস রাখুন
✅ কখনোই দুইটা বড় হ্যান্ড লাগেজ নিয়ে বোর্ডিং গেটে যাবেন না
✅ বাড়ি থেকেই নিয়ম মেনে ব্যাগ প্রস্তুত করুন
✅ শেষ মুহূর্তের ভুল, পুরো যাত্রার আনন্দ নষ্ট করে দিতে পারে

📌 পোস্টটি শেয়ার করুন—সবাই সচেতন হোক। যেন আর কাউকে আব্দুল মজিদ চাচার মতো বোর্ডিং গেটে দাঁড়িয়ে কাঁদতে না হয়।
সচেতনতায়, নিরাপদ যাত্রায়

শেখ হাসিনার রায়ের পর নিয়ম রক্ষার জন্য কোন রকম একটা প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে দেশটি...
17/11/2025

শেখ হাসিনার রায়ের পর নিয়ম রক্ষার জন্য কোন রকম একটা প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন,

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ের যে রায় ঘোষণা করা হয়েছে, ভারত সেটি লক্ষ্য করেছে।

"একজন কাছের প্রতিবেশি হিসেবে, বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভূক্তি এবং জনগণের স্বার্থ রক্ষায় ভারত কাজ করবে। এ লক্ষ্য আমরা সবসময়, সব ধরনের অংশীদারের সঙ্গে কাজ করে যাবো।"

>> প্রতিক্রিয়া দেখে পুরাই হতাশ! 🫣🫣

-- Md. Ismail Ali

 #বিগ_ব্রেকিং_নিউজ...একসাথে ইউরোফাইটার টাইফুন, J-10C, JF-17C ফাইটার এবং T-129 এট্যাক হেলিকপ্টার ক্রয় করছে বাংলাদেশ। ২০২৭...
15/10/2025

#বিগ_ব্রেকিং_নিউজ...
একসাথে ইউরোফাইটার টাইফুন, J-10C, JF-17C ফাইটার এবং T-129 এট্যাক হেলিকপ্টার ক্রয় করছে বাংলাদেশ।

২০২৭ সালের মধ্যে ইতালির কাছ থেকে ১০টি ইউরোফাইটার টাইফুন এবং তুরস্কের কাছ থেকে ৬টি টি-১২৯ অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ। এ জন্য নীতিগত অনুমোদন এবং দুই দেশের সরকারের সমঝোতার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করতে বলা হয়েছে।

যুদ্ধবিমান ক্রয়ের জন্য বিমানবাহিনীর একজন এয়ার ভাইস মার্শালকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রতিনিধির সমন্বয়ে ১২ সদস্যের কমিটি করতে বলা হয়েছে। কমিটিতে প্রধান উপদেষ্টার কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, সশস্ত্র বাহিনী বিভাগ, বিমান সদরের বিশেষজ্ঞরা থাকবেন। এসব মন্ত্রণালয় বা বিভাগকে অক্টোবরের ২০ তারিখের মধ্যে প্রতিনিধি মনোনয়নের জন্য অনুরোধ করেছে বিমান সদর।

এই কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইতালি ও তুরস্কের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসবে। এই ক্রয়চুক্তি ২০২৫-২৬ অর্থবছরের মধ্যেই করতে চায় বিমানবাহিনী।

এদিকে, ইতিমধ্যে ২.২ বিলিয়ন ডলার ব্যায়ে চীনের তৈরি ২০টি জে-১০সি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এই চুক্তি এখন পুরোপুরি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। অর্থাৎ J-10C এখন আর কোনো মিথ নয়, এর ক্রয় নিয়ে আর কোনো শঙ্কা নেই।

এদিকে সবচেয়ে সারপ্রাইজিং খবর হলো ইতিমধ্যে পাকিস্তানের কাছ থেকে ১৬টি JF-17C যুদ্ধবিমান কেনার চুক্তি করা হয়ে গেছে। এই চুক্তি কবে হলো, কিভাবে হলো আগে কিছুই প্রকাশ করা হয়নি।

এই ১৬টি বিমান কেনায় খরচ ধরা হয়েছে ৭২০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় আট হাজার ৮৫৬ কোটি টাকা)

অর্থাৎ..এই মুহূর্তে ১৬টি JF-17C আমাদের প্রথম অর্ডারকৃত ফাইটার৷ অর্ডারের চুড়ান্ত পর্যায়ে আছে J-10C. এছাড়া ইউরোফাইটার টাইফুন ও T-129 এট্যাক হেলিকপ্টার ক্রয়ের সীদ্ধান্তও হয়ে গেছে, সিগ্রই চুক্তির ব্যাপারে আলোচনা শুরু হবে।

আমরা বার বার বলেছি বাংলাদেশের জন্য সিঙ্গেল ইঞ্জিন লাইট ফাইটার হিসেবে JF-17C এর চেয়ে বেস্ট আর কিছুই হতে পারেনা। অনেকেই আমাদের বক্তব্যের সাথে দ্বীমত করেছে, কটাক্ষ করেছে, হেসেছে। কিন্তু আলহামদুলিল্লাহ, দিন শেষে এয়ারফোর্স আমাদের দৃষ্টিকোন থেকেই কাজ করছে। তবে আমাদের হিসেবে ১৬টা JF-17 কম হয়ে যায়। ৩২ টা কেনা উচিত ছিলো।

২০টা J-10C একদম পার্ফেক্ট প্যাকেজ, এ নিয়ে কোনো কথা হবেনা।

৬ টা T-129 অনেক কম হয়ে যায়, অন্তত ২০ থেকে ২৫ টা কেনা উচিত। তবে হতে পারে এটা প্রাথমিক পদক্ষেপ, সামনে আরো কেনা হবে।

১০ টা ইউরোফাইটার টাইফুন কেন কেনা হচ্ছে? ১০ বিমান আহামরি কোনো পার্থক্য করবে না, কেননা ডবল ইঞ্জিন মিডিয়াম ওয়েট ক্যাটাগরির বিধায় ১০ টার ভেতর বড়োজোর ৫-৬ টা বিমান কম্ব্যাট রেডি অবস্থায় পাওয়া যাবে। তাহলে কেন এদের কেনা হলো?

১০ টা ইউরোফাইটার টাইফুন দেশের আকাশ প্রতিরক্ষায় যতটা ভুমিকা রাখবে, তার চেয়ে বেশি কাজ করবে মনস্তাত্ত্বিক প্রভাব তৈরির জন্য। শত্রুরা চাপে থাকবে বাংলাদেশে টাইফুনের মত লিথাল প্লাটফর্ম আছে। ফলে বাংলাদেশের লিডিং ফাইটার ফ্লিট কাউন্টারের ক্ষেত্রে শত্রুদেরকে J-10C এর পাশাপাশি টাইফুনকেও মেজার করতে হবে। যা একটা বার্তি চাপ। মানে টাইফুন উড়া লাগবে না, বেইসে বসে থেকেই শত্রুকে প্যানিকের মধ্যে রাখবে।

এয়ারফোর্স যা সিদ্ধান্ত নিয়েছে তার সাথে আমরা পুরোপুরি একমত। এর বাহিরে গিয়ে কেউ যদি বলেন ৫০ টা টাইফুল লাগবে, ৬০টা J-10C লাগবে, ৪০ টা J-35 লাগবে, তাহলে বলতে হবে বাস্তবতা সম্পর্কে ধারণা কম।

তথ্যসুত্র এবং বিস্তারিত....
https://www.kalerkantho.com/print-edition/first-page/2025/10/15/1591734

পাকিস্তান সশস্ত্র বাহিনী আফগানিস্তানের বিরুদ্ধে "অপারেশন খাইবার স্টর্ম" ঘোষণা করেছে।পাকিস্তান সেনাবাহিনী, বিমান বাহিনী ও...
12/10/2025

পাকিস্তান সশস্ত্র বাহিনী আফগানিস্তানের বিরুদ্ধে "অপারেশন খাইবার স্টর্ম" ঘোষণা করেছে।
পাকিস্তান সেনাবাহিনী, বিমান বাহিনী ও রকেট ফোর্স সম্মিলিতভাবে হামলা তীব্রতর করার প্রস্তুতি নিচ্ছে। যদিও আফগান তালেবান সরকার যুদ্ধবিরতি জানিয়েছে, তবে পাকিস্তান যুদ্ধবিরতিতে সায় দেয়নি এখনো।

12/10/2025

🟥 মেগা আপডেট 🟥

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়:

''আফগানিস্তানকেও ভারতের মতোই উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে, যাতে তারা পাকিস্তানের দিকে দ্বেষপূর্ণ দৃষ্টিতে তাকানোর সাহস না করে।''

আনুষ্ঠানিক ঘোষণা!

সৌদি আরবে রাস্তার পাশে অনেক সময় স্থানীয় কিছু মানুষ, পথচারীদের পানি পান করার জন্য এমনভাবে রাস্তার পাশে ঠান্ডা পানি রেখে য...
11/10/2025

সৌদি আরবে রাস্তার পাশে অনেক সময় স্থানীয় কিছু মানুষ, পথচারীদের পানি পান করার জন্য এমনভাবে রাস্তার পাশে ঠান্ডা পানি রেখে যায় — যেনো যার পানির পিপাসা লাগে সে পানি পান করতে পারে।।
মানবিকতার দারুণ একটা দৃষ্টান্ত ❤️

কিন্তু মজার ব্যাপার হলো, মাঝে মাঝে দেখা যায় আমাদেরই কিছু দেশি ভাই একজনে গিয়ে পুরো কাটনটাই তুলে নিয়ে চলে যায় 😅
একজনে এক বোতল অথবা দুই বোতল নিতে পারে,, পুরা কাটন সহ নিয়ে যাওয়া এটা কোন ধরণের ভদ্রতা?

প্রশ্ন হলো —
👉 এটা কি দরিদ্রতা, নাকি অভ্যাস?

গাজায় থেমে গেছে ইসরায়েলি যুদ্ধবিমান কামানের গর্জন।২ বছর পর শান্তির ঘুমে গাজাবাসী আলহামদুলিল্লাহ।
11/10/2025

গাজায় থেমে গেছে ইসরায়েলি যুদ্ধবিমান কামানের গর্জন।
২ বছর পর শান্তির ঘুমে গাজাবাসী আলহামদুলিল্লাহ।

অন্তর্বর্তীকালীন সরকারের অবসানের পরে, যদি নির্বাচিত সরকার যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়টি বিবেচনা না করে, তবে তাদের কার্যকাল...
07/10/2025

অন্তর্বর্তীকালীন সরকারের অবসানের পরে, যদি নির্বাচিত সরকার যুদ্ধ বিমান ক্রয়ের বিষয়টি বিবেচনা না করে, তবে তাদের কার্যকাল সম্ভবত সর্বোচ্চ ৩/৪ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। কারণ, আলোচনার মাধ্যমে ভারতের অবৈধ হস্তক্ষেপ রোধ করা কঠিন হবে। বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং লড়াইয়ের মানসিকতা বজায় রাখা অপরিহার্য।

Address

Mathbaria

Telephone

+8801811992513

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chintadhara - চিন্তাধারা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chintadhara - চিন্তাধারা:

Share