Nasir Uddin Alamin

Nasir Uddin Alamin Welcome to my page! I am "Nasir Uddin Alamin" from Barisal, Bangladesh. This page brings you quality

25/02/2025

অধিকাংশ নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে,
আবার শেষ বয়সে শ্বাশুড়ি হয়ে একসাথে থাকার হাদিস শোনায় !!!

22/02/2025

স্বামীর মুখের ভাষা কেড়ে নেওয়া সকল স্ত্রীদের বলছি....
ভাষা দিবসের শুভেচ্ছা নিন, স্বামীকে কথা বলতে দিন!
– সংগৃহীত

18/02/2025

গাছের সাথে গাছের বন্ধুত্ব হলে অভয়ারণ্য তৈরি হয়, কিন্তু গাছের সাথে পরগা'ছার বন্ধুত্ব হলে পরিবেশ ধ্বংস হয়!

এবার নিজেকে 'নিজে শিকল দিয়ে বাঁধতে হবে।যেনো কেউ একটুখানি মিথ্যা অভিনয় করলেই, কারো মায়ায় না পড়ি!!নিজের শিকলে নিজেই বাধা থ...
15/02/2025

এবার নিজেকে 'নিজে শিকল দিয়ে বাঁধতে হবে।
যেনো কেউ একটুখানি মিথ্যা অভিনয় করলেই, কারো মায়ায় না পড়ি!!

নিজের শিকলে নিজেই বাধা থাকবো আর কারো মিথ্যা মায়ায় পরবো না।

সবাই কষ্ট দিয়ে ভালো থাকে, কিন্তু আমার আর ভালো থাকা হলো না!

– সংগৃহীত

মাত্র দুটি কাজ করলেই ক্যান্সার উধাও!ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড...
23/01/2025

মাত্র দুটি কাজ করলেই ক্যান্সার উধাও!

ওশ স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মস্কো, রাশিয়ার ক্যান্সার বিশেষজ্ঞ ডা. গুপ্তপ্রসাদ রেড্ডি (বি ভি) বলেছেন, ক্যান্সার কোনো মরণব্যাধি নয়, কিন্তু মানুষ এই রোগে মারা যায় শুধুমাত্র উদাসীনতার কারণে।

তার মতে, মাত্র দুটি উপায় vঅনুসরণ করলেই উধাও হবে ক্যান্সার। উপায়গুলো হচ্ছে:-

১. প্রথমেই সব ধরনের সুগার বা চিনি খাওয়া ছেড়ে দিন। কেননা, শরীরে চিনি না পেলে ক্যান্সার সেলগুলো এমনিতেই বা প্রাকৃতিকভাবেই বিনাশ হয়ে যাবে।

২. এরপর এক গ্লাস গরম পানিতে একটি লেবু চিপে মিশিয়ে নিন। টানা তিন মাস সকালে খাবারের আগে খালি পেটে এই লেবু মিশ্রিত গরম পানি পান করুন। উধাও হয়ে যাবে ক্যান্সার।

মেরিল্যান্ড কলেজ অব মেডিসিন- এর একটি গবেষণায় বলা হয়েছে, কেমোথেরাপির চেয়ে এটি হাজার গুণ ভাল।

৩. প্রতিদিন সকালে ও রাতে তিন চা চামচ অর্গানিক নারিকেল তেল খান, ক্যান্সার সেরে যাবে।

চিনি পরিহারের পর নিচের দুটি থেরাপির যেকোনো একটি গ্রহণ গ্রহণ করুন। ক্যান্সার আপনাকে ঘায়েল করতে পারবে না। তবে অবহেলা বা উদাসীনতার কোনো অজুহাত নেই।

উল্লেখ্য, ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে ডা. গুপ্তপ্রসাদ গত পাঁচ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে এই তথ্যটি প্রচার করছেন।

সেই সঙ্গে তিনি সবাইকে অনুরোধ করেছেন এই তথ্যটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেয়ার জন্য।

তিনি বলেছেন, “আমি আমার কাজটি করেছি। এখন আপনি শেয়ার করে আপনার কাজটি করুন এবং আশেপাশের মানুষকে ক্যান্সার থেকে রক্ষা করুন।”
সূত্র :- রেড্ডি।
সংগ্রহ :- ভাস্কর।

বরিশাল  জেলায় ঘুরে দেখার মত যত স্থান –১। গুঠিয়া মসজিদ।২। দূর্গাসাগর।৩। সাতলা বিল।৪। তিরিশ গোডাউন কীর্তনখোলা নদীর পাড়।৫। ...
21/01/2025

বরিশাল জেলায় ঘুরে দেখার মত যত স্থান –

১। গুঠিয়া মসজিদ।
২। দূর্গাসাগর।
৩। সাতলা বিল।
৪। তিরিশ গোডাউন কীর্তনখোলা নদীর পাড়।
৫। বিবির পুকুর।
৬। কলসকাঠী জমিদার বাড়ি।
৭। লাকুটিয়া জমিদার বাড়ি।
৮। কসবা মসজিদ গৌরনদী।
৯। মিয়াবাড়ি জামে মসজিদ।
১০। হযরত মল্লিক দূত কুমার শাহ রা এর মাজার।
১১। শংকর মঠ।
১২। মাহিলাড়া মঠ।
১৩। চাঁদশী ঈশ্বর চঁন্দ্র মাধ্যমিক বিদ্যালয়।
১৪। আবদুর রব সেরনিয়াবাদ সেতু।
১৫। বঙ্গবন্ধু উদ্যান।

লোকেশনঃ মঠবাড়িয়া।
12/01/2025

লোকেশনঃ মঠবাড়িয়া।

12/01/2025

জেনে রাখা ভালো–

১৬ আনা = ১ ভরি
৯৬ রতি = ১ ভরি
১১.৬৬৪ গ্রাম = ১ ভরি
৯৬০ পয়েন্ট = ১ ভরি
১০ পয়েন্ট = ১ রতি
৬ রতি = ১ আনা

02/12/2024

যেটা তোমার হওয়ার কথা ছিলো সেটা তুমি কোনো দিন মিস করবা না,, আর যেটা তোমার পাওয়ার কথা না সেটা তুমি দুনিয়ার সব শক্তিকে হাতে মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না।

এই বাক্যটি যখনই শুনি তখনই দুনিয়ার সব চিন্তা থেকে মুক্ত হয়ে যাই।

02/12/2024

পুরুষ কখনো তার প্রিয় মানুষটার পাশে অন্য কোনো পুরুষ কে দেখতে পারে না।

27/11/2024

টাকা শুধুমাত্র একটি শব্দ না, এর মধ্যে লুকিয়ে আছে বন্ধুত্ব, ভালোবাসা, আত্মীয়তা!

21/11/2024

“ক্ষমা ও ভালোবাসা অর্জনের চেয়ে বিশ্বাস অর্জন করা কঠিন”।

Address

Barishal
Mathbaria
8560

Alerts

Be the first to know and let us send you an email when Nasir Uddin Alamin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category