Mir Alauddin Biplob

  • Home
  • Mir Alauddin Biplob

Mir Alauddin Biplob বন্ধু মানেই আড্ডা, আড্ডা মানেই মন ভালো, মন ভালো মানেই শান্তি আর শান্তির জন্যই সব কিছু।

25/07/2025

রাত গভীর হলেই তারা আসে দেখা করতে।

24/07/2025

আলহামদুলিল্লাহ 🥰🥰

মিরপুর বড়বাগ এলাকায় ৩য় দফা চান্দা বাড়ানোর জন্য বাসা বাড়িতে হামলা চালানো বেশির ভাগই যুবদলের নেতাকর্মী যারা যুবলীগের কাছ থ...
11/07/2025

মিরপুর বড়বাগ এলাকায় ৩য় দফা চান্দা বাড়ানোর জন্য বাসা বাড়িতে হামলা চালানো বেশির ভাগই যুবদলের নেতাকর্মী যারা যুবলীগের কাছ থেকে মোটা টাকা নিয়ে যুবদলের তথা বিএনপির সুনাম নষ্ট করছে।

10/07/2025

মাসিক চান্দা ১ লাখ ২০ হাজার টাকা ২ দিন দেরি করে দেওয়ায় মিরপুর বড়বাগে বাসা বাড়ি থেকে ময়লা নেওয়া বন্ধ করে বাড়িঘরে হামলা চালায় চান্দা ভাইয়েরা। মজার ব্যাপার হলো মিরপুর থানা যুবদলের যুগ্ন আহবায়ক সম্রাট বাহিনী ও ছাত্রদলের হাসান হিরু বাহিনীর দুই গ্রুপ ৫০ হাজার করে ১ লাখ টাকা চান্দা নিতো। গত মে মাসে ১ দিন দেরি করায় চান্দার পরিমাণ বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকা ধার্য করা হয়। এরপর গত জুন মাসে চান্দার টাকা দুই দিন দেরি করে প্রদান করায় আগস্ট থেকে চান্দার পরিমাণ বাড়িয়ে ২ লাখ টাকা ধার্য করে দেয় চান্দা ভাইয়েরা আর সেটা দিতে অস্বীকৃতি জানালেই এই হামলা চালানো হয়।

23/06/2025

আওয়ামী লীগের নেত্রী তুহিন কট

05/06/2025

এভাবেই একতাবদ্ধ হয়ে রাম ধো/ লা/ ই করতে হবে ভিক্ষা চাইতে আসা দলীয় ভিক্ষুকদের। বাস ঢুকলেই তাকে ৫০০ টাকা ভিক্ষা দিতে হবে মামা বাড়ির আবদার। ঘটনাটি টঙ্গীর।

07/02/2025

সেই লেভেলের বাটপার 😜😜

বাপ ডাকলেও কপাল খুলে।আপনি আমার বাবার মতো আর আমি আপনাকে বাবা ডাকবো, ব্যস এইটুকু শব্দেই কপাল খুলেছে নেছার আর সাগরের। মোহাম...
29/09/2024

বাপ ডাকলেও কপাল খুলে।
আপনি আমার বাবার মতো আর আমি আপনাকে বাবা ডাকবো, ব্যস এইটুকু শব্দেই কপাল খুলেছে নেছার আর সাগরের। মোহাম্মদ নেছার উদ্দিন দফাদার, পিতা নুরুল ইসলাম দফাদার, অন্যজন আর্মি সাগর। আর্মি সাগর নাম হলেই তিনি সেনাবাহিনীর কেউ নন। আওয়ামী সমার্থিত সেনাবাহিনীতে চাকুরী করা জামাইয়ের প্রভাবে তিনি নিজেই অঘোষিত আর্মি হয়ে বস্তির চাঁদাবাজির তদারকি চালান। মোল্লা বস্তির ঘর ভাড়া নয় ঘরের নিচের মাটি ভাড়ার নামে তারা চাঁদাবাজি করে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। বস্তির যত অবৈধ ব্যবসা-বাণিজ্য অবৈধ কার্যকলাপ সব কিছুর সাথে তাদের সম্পৃক্ততা আছে, আর সব জায়গা থেকেই উঠে চাঁদা পাশাপাশি তাদের গরীবের রক্ত চোষা চড়া সুদের ব্যবসাও রয়েছে। সুদের ব্যবসা পরিচালনা করতে মানুষের সাথে অমানবিক আচরণ করে এমপি ইলিয়াস মোল্লার ছেলে হিসেবে নিজেকে দাবি করা নেছার। সবাই এজন্য তাকে জমরাজের চেয়েও বেশি ভয় পায়। এরা মোল্লার বস্তির ঘরের নিচের মাটি ভাড়ার নামে ৭৩২ টি রুম থেকে ৫০০ টাকা করে চাঁদা তুলে আসছে বিগত ১৬ বছর যাবৎ। অত্যাচারী এই দুজনের কাছে চা নাস্তা খেতে স্থানীয় বিএনপি’র বেশ কিছু কর্মী রাতের আধাঁরে বেশ ভীড় জমাচ্ছে ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Mir Alauddin Biplob posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mir Alauddin Biplob:

  • Want your business to be the top-listed Media Company?

Share