BDNews1967

BDNews1967 "NEWS & OTHER CONTENT" সকল আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকুন।
(1)

যারা নির্বাচনে ভ*য় পায়, তারাই পিআর পদ্ধতি চায়: শামসুজ্জামান দুদু           #দুদূ
09/08/2025

যারা নির্বাচনে ভ*য় পায়, তারাই পিআর পদ্ধতি চায়: শামসুজ্জামান দুদু
#দুদূ

আজ সদ্য হার্ট সার্জারি করা অসুস্থ জামায়াত আমীরের সাক্ষাৎ পেয়ে ধন্য হয়েছি। আলহামদুলিল্লাহ, তিনি এখন সুস্থতার পথে আছেন, ইন...
09/08/2025

আজ সদ্য হার্ট সার্জারি করা অসুস্থ জামায়াত আমীরের সাক্ষাৎ পেয়ে ধন্য হয়েছি। আলহামদুলিল্লাহ, তিনি এখন সুস্থতার পথে আছেন, ইনশাআল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সাহেবের দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি শুধু জামায়াতের আমীরই নন, তিনি সমগ্র বাংলাদেশের গণমানুষের নেতা এবং আগামীর সম্ভাব্য রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বেই বাংলাদেশ নিরাপদ—নিরাপদ সকল ধর্ম, বর্ণ ও পেশার মানুষ।

এই মুহূর্তে জাতির একতার খুবই প্রয়োজন, আর সেই ঐক্যের বিশ্বস্ত নেতৃত্ব ডা. শফিকুর রহমান সাহেবের হাতেই নিরাপদ।

মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে পুনরায় গণমানুষের মাঝে ফিরে আসেন।
আমিন।

— ড. ফয়জুল হক
সংসদ সদস্য পদপ্রার্থী, ঝালকাঠি-১ (রাজাপুর, কাঠালিয়া)
#আমির #জামায়াত

অ*সু*স্থ স্ত্রী কে জী*বন্ত ক*ব*র দেওয়ার চেষ্টা🥹🥹শেরপুরের শ্রীবরদীতে স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ ...
09/08/2025

অ*সু*স্থ স্ত্রী কে জী*বন্ত ক*ব*র দেওয়ার চেষ্টা🥹🥹

শেরপুরের শ্রীবরদীতে স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
প্রায় ছয় বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী হয়ে বিছানায় স্ত্রী মলত্যাগ করায় স্বামী ক্ষিপ্ত হয়ে এমন কাজ করেছে বলে জানা গেছে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এরইমধ্যে ভাইরাল হয়েছে।🥲

শুক্রবার (০৮ আগস্ট) দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই বৃদ্ধার নাম খোশেদা বেগম (৭০) এবং অভিযুক্ত স্বামীর নাম মো. খলিলুর রহমান (৮০)। খলিল খোশালপুর মধ্যপাড়ার মৃ*ত জহুর আলীর ছেলে।

ভিডিওতে দেখা যায়, খোশালপুর মধ্যপাড়ার মৃ*ত জহুর আলীর ছেলে মো. খলিলুর রহমান (৮০) তার স্ত্রী খোশেদা বেগম (৭০) কে ঘর থেকে টেনে উঠানে নিয়ে আসছেন।
এর আগেই ঘরের সামনে উঠানের একটি অংশে কোদাল দিয়ে সামান্য পরিমাণ গর্ত করে রেখেছেন।
পরে সেই গর্তের ভেতর তাকে রেখে তার ওপর কোদাল দিয়ে মাটি চাপা দেওয়ার চেষ্টা করছেন।
এতে অ*সুস্থ ওই বৃদ্ধা আত্মরক্ষায় চিৎকার করছেন।
এতে তার স্বামী ক্ষি*প্ত হয়ে সজোরে মুখে চর মা*রছেন🥹

অন্যদিকে তার পাশে একাধিক মানুষ থাকলেও কেউ তাকে রক্ষা করতে এগিয়ে আসছে না।
এছাড়াও নিখুঁতভাবে একজন ভিডিও করছেন তিনিও রক্ষায় এগিয়ে যাচ্ছেন না।
তবে ভিডিওটি তাদের নাতি মো. খোকন (১৯) ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বলে জানায় স্থানীয়রা। পরে এই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায়।

স্থানীয়রা জানায়, প্রায় ছয় বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী রয়েছেন বৃদ্ধা খোশেদা বেগম।
একটা সময় অনেক সেবা ও চিকিৎসা করেও কোনো কাজে আসেনি। তবে বর্তমানে তার স্বামী তার সঠিক চিকিৎসার ব্যবস্থা করছেন না। দীর্ঘসময় যন্ত্রণা সইতে না পেরে অতিষ্ঠ হয়ে যান বৃদ্ধ স্বামী।
স্ত্রীর চিকিৎসা, ঔষধ, সেবা করতে করতে তার অসহ্য হয়ে গেছে। আসলে দীর্ঘ সময় পারিবারিক যন্ত্রণায় ভোগে করতে করতে রাগে এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারণা স্থানীয়দের।

স্থানীয় রহিম মিয়া বলেন, খলিল কাকা আসলে খারাপ লোক না। সবার সঙ্গে হাসিখুশি চলেন।
তবে তার স্ত্রীর অসুস্থতার পর থেকে মন খারাপ থাকে।
তিনি আজ এমন কাণ্ড কেন ঘটালেন বুঝতে পারছি না।

প্রতিবেশী সুজন বলেন, তিনি তেমন ঝামেলায় জড়ান না, তবে গরিব মানুষ।
শুক্রবারই স্ত্রীর জন্য একটি চেয়ার কমোড কিনে আনেন।
স্ত্রী চোখে ভালো দেখেন না।
একটু কথা না শোনায় আজ এ ঘটনা ঘটে।
তবে তার নাতি ভিডিওটি ফেসবুকে পোস্ট করায় বিষয়টি ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, ভিডিও চিত্র দেখার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছে।
বিষয়টি স্থানীয় নেতাদের মাধ্যমে সামাজিকভাবে সমাধান হয়েছে শুনেছি।
তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ গণমাধ্যমে বলেন, আমি ভিডিওটি দেখেছি।
বিষয়টি সত্যিই ম*র্মান্তি*ক।
এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
#শেরপুর #দুঃখজনক

গাজীপুর শ্রীপুরে ছি*ন*তাইকা*রীর হাতে ছি*ন*তাই*কারী নি*হ*ত কি হচ্ছে এসব গাজীপুরে আইন-শৃঙ্খলা বাহিনী কি করছে?        #শ্রী...
09/08/2025

গাজীপুর শ্রীপুরে ছি*ন*তাইকা*রীর হাতে ছি*ন*তাই*কারী নি*হ*ত কি হচ্ছে এসব গাজীপুরে আইন-শৃঙ্খলা বাহিনী কি করছে?
#শ্রীপুর

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হ*ত্যা*য় আ*সা*মি গ্রে*ফতা*র ৭ জন
09/08/2025

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হ*ত্যা*য় আ*সা*মি গ্রে*ফতা*র ৭ জন

গজারিয়ার উপজেলার ইমামপুর ইউনিয়নের ষোলআনীতে পুলিশের অভিযানে ৫ রা*উন্ড গু*লি*ভ*র্তি পি*স্ত*ল-সহ একজন আট*ক। আট*ক*কৃত ব্যক...
09/08/2025

গজারিয়ার উপজেলার ইমামপুর ইউনিয়নের ষোলআনীতে পুলিশের অভিযানে ৫ রা*উন্ড গু*লি*ভ*র্তি পি*স্ত*ল-সহ একজন আট*ক। আট*ক*কৃত ব্যক্তির নাম পলাশ (৪০) বলে জানা গেছে।

একটি সফল অভিযানের জন্য গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
#সফল #অভিযান

টঙ্গী স্টেশন রোডে ব্যাগে ভর্তি লা*শে*র টুকরোর পরিচয় পাওয়া গেছে ওই ব্যক্তি একটি বাসের হেলপার নরসিংদী বাড়ি!       #লাশে...
08/08/2025

টঙ্গী স্টেশন রোডে ব্যাগে ভর্তি লা*শে*র টুকরোর পরিচয় পাওয়া গেছে ওই ব্যক্তি একটি বাসের হেলপার নরসিংদী বাড়ি!
#লাশের #নরসিংদী

গাজীপুরের সাংবাদিক তুহিন হ*ত্যা মা*ম*লার প্রধান আ*সা*মী কেটু মিজান, স্বাধীন, গোলাপী,ও আল আমিন সহ চার জনকে র‍্যাব-১ ও পুল...
08/08/2025

গাজীপুরের সাংবাদিক তুহিন হ*ত্যা মা*ম*লার প্রধান আ*সা*মী কেটু মিজান, স্বাধীন, গোলাপী,ও আল আমিন সহ চার জনকে র‍্যাব-১ ও পুলিশের যৌথ অভিযানে গ্রে*ফ*তা*র করা হয়েছে।
#সাংবাদিক #তুহিন
#হত্যাকারী #গ্রেফতার

08/08/2025

ড্রাইভারকে বলেছিলাম গাড়ির লক খুলে দিতে লক খুলে না দিয়ে সে লাফিয়ে নেমে গেছে গাড়িতে।
#প্রবাসী

আফগান সীমান্তে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান, নি*হ*ত ৩৩ জন।         #আফগান
08/08/2025

আফগান সীমান্তে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান, নি*হ*ত ৩৩ জন।
#আফগান

কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরো*ধী ষ*ড়য*ন্ত্র করছেন শেখ হাসিনা: রিজভী
08/08/2025

কলকাতায় অফিস খুলে বাংলাদেশবিরো*ধী ষ*ড়য*ন্ত্র করছেন শেখ হাসিনা: রিজভী

মোহাম্মদ নূরকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহা'য্য করুন! ঐ পোষ্ট টি বেশি বেশি সর্বোচ্চ শে'য়ার করুন, যেন শিশুটি ও তার...
08/08/2025

মোহাম্মদ নূরকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সাহা'য্য করুন! ঐ পোষ্ট টি বেশি বেশি সর্বোচ্চ শে'য়ার করুন, যেন শিশুটি ও তার পরিবারের কাছে ফিরে যেতে পারে একদিনের ভিতর, মোহাম্মদ নূর, বয়স ৬ বছর। তাকে পথচারীরা দক্ষিণ বাড্ডা এলাকা থেকে পেয়ে ডিএমপির বাড্ডা থানায় নিয়ে এসেছেন। সে তার বাবা-মায়ের কথা মনে করে অনবরত কাঁ'দছে।
নূর তার পরিবারের পুরো ঠিকানা বলতে পারছে না। সে তার বাবার নাম বলেছে নয়ন, মায়ের নাম রিমি, ছোট ভাইয়ের নাম নিবর হোসেন (রায়ান) এবং ছোট বোনের নাম নুসরাত। এইটুকুই তার কাছে থাকা একমাত্র তথ্য।
আপনার একটি শে'য়ারই পারে এই ছোট্ট শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে। আসুন আমরা সবাই মিলে এই অসহায় শিশুটির পাশে দাঁড়াই।
পোস্টটি শেয়ার করে আপনি শিশুটিকে তার বাবা-মায়ের কাছে পৌঁছে দেওয়ার সেতুবন্ধন হতে পারেন।
যোগাযোগের জন্য, দয়া করে এসআই সুমন মিয়া, বাড্ডা থানা, ডিএমপি, ঢাকা এর সাথে যোগাযোগ করুন।
বাড্ডা থানার নম্বরগুলো হলো:
* ল্যান্ড ফোন: ৯৮৯৭৪৭৫, ৯৮৮২৬৫২
📞* মোবাইল: ০১৭১৩-৩৭৩১৭৩
@ #হেল্পপোস্ট

Address

Mirpur

Alerts

Be the first to know and let us send you an email when BDNews1967 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BDNews1967:

Share