Bangladesh News Syndicate - BNS

Bangladesh News Syndicate - BNS This card is issued with the request that it's holder be extended all cooperation in performing his-

10/07/2023

বিনা পুঁজিতে এর চেয়ে ভাল ব্যবসা আর কি আছে?

কোনো সাংবাদিক সংগঠনের নেতাকর্মীদের মতানৈক্য দেখা দিলে কিংবা যে কোনো বিষয় নিয়ে বিরোধ তৈরী হলে কয়েকজন মিলে আরেকটি নতুন সংগঠন তৈরী করে। নতুন তৈরী হওয়া সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পূনরায় মতানৈক্য দেখা দিলে সেখান থেকে কয়েকজন চলে গিয়ে আবার নতুন আরেকটি সংগঠন তৈরী করে নেতা হয়ে যায়।

এরপর সদস্য আহবান করে জেলায় জেলায় কমিটি গঠন করে। বিনা পুঁজিতে এর চেয়ে ভাল ব্যবসা আর আছে?
বর্তমান প্রেক্ষাপটে পুঁজি খাটিয়ে ব্যবসা প্রতিষ্ঠান তৈরী করে ব্যবসায় লাভ লোকশান হওয়ার নিশ্চয়তা অনিশ্চয়তার মধ্যে থেকে হিমশিম খাওয়ার চেয়ে, বিনা পুঁজিতে সাংবাদিকদের গাধা ও হালের বলদ বানানোর মাধ্যমে পয়সা উপার্জনের চেয়ে ভাল ব্যবসা আর নেই। ভূইঁফোড় সাংবাদিক সংগঠনের স্বঘোষিত বড় বড় পদবীধারী নেতারা এখন নিজেদের পেট ও পিঠ বাঁচাতে এই পথ বেছে নিয়েছে।অধিকাংশ সাংবাদিক সংগঠনের নেতারা সাংবাদিক সংগঠনকে ব্যবসা প্রতিষ্ঠানে রুপান্তর করে প্রকৃতপক্ষে নিজেদের আখের গোছানোর ধান্ধা ফিকিরে ব্যস্ততম সময় পার করছেন কিন্তু সাংবাদিকদের ন্যায়সঙ্গত দাবীর বিষয়ে এখন আর তেমন মাথা ব্যথা লক্ষ্য করা যাচ্ছে না। যেখানে সুবিধা আছে সেখানে দৌড়াচ্ছেন।

জেলা উপজেলায় কমিটি গঠন ও সদস্য সংখ্যা বাড়াতে পারলেই সাংবাদিকদের মাথা বিক্রি করা যায়। নিজেকে বেশী পরিমানে জাহির করা যায়। ইনকামও ভাল হয়। সাংবাদিক সংগঠনের স্বঘোষিত বড় বড় পদবীধারী নেতারা যখন ব্যক্তিগত বিশেষ সুবিধা লাভের উদ্দেশ্যে দুর্নীতিবাজদের তৈলমর্দন করে এমতাবস্থায় কি পেশাদারিত্ব থাকে ? পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা দুর্নীতিবাজদের দ্বারা হামলা, মামলা এবং নির্যাতনের শিকার হওয়ার এটাও একটা কারন। এখন পর্যন্ত কোনো সাংবাদিক সংগঠনকে সংবিধানের ৩৯(২) অনুচ্ছেদ অনুযায়ী সাংবাদিকদের জন্য চাকুরী, সুরক্ষা, স্বাধীন পেশাদারিত্ব ও স্বাধীন গণমাধ্যম কমিশন আইন পাশের দাবী উপস্থাপন করতে দেখলাম না। সংবিধানের ৩৯(২) অনুচ্ছেদে সংবাদক্ষেত্রের স্বাধীনতা দেওয়া হয়েছে।

অনেক বছর যাবৎ কিছু সাংবাদিক সংগঠন সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করে আসছে। দাবীর লিস্টটাও কয়েক হাজার মাইলের হবে। হাজার মাইলের দাবীর তালিকা দরকার কি যেখানে একটি দাবী বাস্তবায়ন হলে সব সমস্যর সমাধান সম্ভব। সংবিধানের ৩৯(২) অনুচ্ছেদ অনুযায়ী সংবাদক্ষেত্রের স্বাধীনতার আলোকে সাংবাদিকদের জন্য চাকুরী, সুরক্ষা, স্বাধীন পেশাদারিত্ব ও স্বাধীন গণমাধ্যম কমিশন আইন পাশের দাবী উপস্থাপিত হলে সেটি যুক্তিযুক্ত হবে। সংবিধানের ৩৯(২) অনুচ্ছেদে সংবাদক্ষেত্রের স্বাধীনতা দেওয়া হয়েছে।

প্রতিবাদ করার সক্ষমতা বা সৎ সাহস থাকা সত্ত্বেও অন্যায় দেখেও পাশ কাটিয়ে চলে যাওয়া এবং নিরবতা পালন করা মানে আরও হাজারটা অপরাধের জন্ম দেওয়া। সমাজের দায়িত্বশীল সচেতন মানুষ এর দায় এড়াতে পারেন না। একটি দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী দায়ী নয়। সচেতন মানুষগুলোর শ্রবণ ও বাক-প্রতিবন্ধী মানসিকতাই দায়ী।

লেখক:
মো: রাসেল সরকার
সাংবাদিক ও মানবাধিকার কর্মী।

স্বাধীনতার স্বপক্ষে ও সাংবাদিকদের কল্যাণে হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছে প্রিয় সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা!! ১৯৮২ সালে...
06/07/2023

স্বাধীনতার স্বপক্ষে ও সাংবাদিকদের কল্যাণে হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছে প্রিয় সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা!!

১৯৮২ সালে হাটি হাটি পা পা করে যে সংগঠনের যাত্রা শুরু হয়েছিল সেই সংগঠনটি আজ তার বয়স ৪২ বছর চলছে। সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে সংস্থা এবং তা যথাযথভাবে বাস্তবায়নও করছে। সংস্থা এখন সরকারী নিবন্ধনকৃত।

এভাবেই সাংবাদিকদের অক্লান্ত পরিশ্রমে সংগঠনকে আন্তর্জাতিক ভাবে পরিচিত করা সম্ভব হয়েছে। আজ সংগঠনের সদস্য সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেছে এবং ৬৪ টি জেলা ও ৩০০ এর ওদিক উপজেলায় রয়েছে শাখা কমিটি। এছাড়াও দেশের বাইরে সৌদি আরব, আমেরিকা, জার্মান, যর্ডান, লন্ডন, বাহরাইন ও কাতার সহ বেশ কয়েকটি দেশে রয়েছে শাখা কমিটি। আশা করছি সংগঠন আগামী দিনগুলোতে তার নিজস্ব চেতনায় এগিয়ে যাবে।

দেশের সাংবাদিকতার ইতিহাস অনুযায়ী জাতীয় সাংবাদিক সংস্থা স্বাধীন বাংলাদেশের জাতীয়ভিত্তিক প্রথম সাংবাদিক সংগঠনই শুধু নয়, দেশের বৃহত্তম অবাধ ও বৈষম্যহীন জাতীয়ভিত্তিক একমাত্র সাংবাদিক সংগঠন যা সাংবাকিদের কল্যাণেই নিবেদিত।

আপনিও আমাদের সহযোগী হোন। আসুন আমরা একসাথে কাজ করি।

মো: রাসেল সরকার
সাংগঠনিক সম্পাদক
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটি।
http://www.jatiyasangbadiksangstha.com

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা  পেলেন সাংবাদিক আবুল বাসার মজুমদার সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা  পে...
05/03/2023

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন সাংবাদিক আবুল বাসার মজুমদার

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির কার্যকারী সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার সহ-সম্পাদক জনাব মোঃ আবুল বাসার মজুমদার। গত ২৫ শে ফেব্রুয়ারি ২০২৩ জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় মাওলানা আকরাম খা হলে বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সম্মাননা পান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মাননীয় সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালীর উপস্থিতিতে তার হাতে বিশেষ সম্মাননা তুলে দেন।

উক্ত সম্মাননা তুলে দেওয়ার সময় উপস্থিতি ছিলেন বাংলাদেশ ক্রেতা ভোক্তা ফাউন্ডেশন ও জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান জনাব লায়ন মোঃ নূর ইসলাম। দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মোঃ নূর হাকিম। অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন। বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির সম্মানিত চেয়ারম্যান ও স্বাধীন সংবাদ পত্রিকা সম্পাদক ও প্রকাশক মোঃ আনোয়ার হোসেন আকাশ। বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী এ,টি,এম মাহবুব উল আলম।

ফেমাস ইকো এগ্রো লিমিটেড এর চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান ,জাতীয় সাংবাদিক সংস্থার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ফেরদৌস রহমান মিলন প্রমুখ।

Address

Matikata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh News Syndicate - BNS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share