Shabrina Fashion Bd

Shabrina Fashion Bd লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ❤️

গার্লিক নান ও চিকেন কাবাব 🤤 #নান    ゚
11/08/2025

গার্লিক নান ও চিকেন কাবাব 🤤

#নান ゚

ভিডিও টা দেখে আঁতকে উঠেছি 😨এই ভিডিওতে যে বৃদ্ধ মহিলাটকে জ্যান্ত কবর দেয়ার চেষ্টা করা হচ্ছে তিনি পুরুষটার স্ত্রী :-( । অন...
10/08/2025

ভিডিও টা দেখে আঁতকে উঠেছি 😨
এই ভিডিওতে যে বৃদ্ধ মহিলাটকে জ্যান্ত কবর দেয়ার চেষ্টা করা হচ্ছে তিনি পুরুষটার স্ত্রী :-( । অনেকদিন যাবত ধরে অসুস্থ ছিলেন বৃদ্ধ মহিলাটা 😭।

শুধুমাত্র অসুস্থতার জন্যে বিরক্ত হয়ে স্ত্রীকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে দিচ্ছে তার স্বামী নিজে 😞। তারপর নিষ্ঠুরভাবে মারধর করছে, জ্যান্ত কবর দিয়ে দিচ্ছে স্ত্রীকে🥲।

অথচ সুস্থ কিংবা অসুস্থ থাকাটা আমাদের কারো হাতেই নেই, সম্পূর্ণটাই সৃষ্টিকর্তার হাতে😔

সেজন্যেই বিদেশি একজন প্রফেসর বলেছিলেন- আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে একজন বিশ্বস্ত লাইফ পার্টনার👍।

আমরা ভালো রেজাল্ট করলে, টাকা পয়সা হলে, গাড়ি বাড়ি করতে পারলে সেটাকে আমরা জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি, সেলিব্রেট করি সবসময় 🥲।

অথচ আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভালো একজন জীবনসঙ্গী। ভালো রেজাল্ট, টাকাপয়সার জন্যে আমরা যেরকম মরিয়া হয়ে থাকি তারচেয়ে বেশি মরিয়া হওয়া উচিত একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্যে 😑

দুনিয়াবি সকল চাওয়া পাওয়ার চেয়ে সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বেশি চাওয়া উচিত একজন বিশ্বস্ত, ভালো জীবনসঙ্গী অবশ্যই ।

কেননা আপনার জীবনসঙ্গীর উপরই নির্ভর করবে আপনার বাকি জীবনটা ফুলের মত স্বচ্ছ-সুন্দর হবে নাকি বীভৎস হবে তা !

Collected -ibrahim khalil shawon

10/08/2025

অভাবের চেয়ে অবহেলা বেশি মারাত্মক কারণ অভাব মানিয়ে নেওয়া যায় কিন্তু অবহেলা মানিয়ে নেয়া যায় না অভাবের চেয়ে অবহেলা মানুষকে বেশি কষ্ট দেয়🙏

09/08/2025

ভালবাসা ভালবাসা করে আমরা প্রতিনিয়ত ভুল দরজায় কড়া নেড়ে যাই🤷‍♀️ভালবাসার ঘাটতি মেটাতে গিয়ে মরীচিকার পেছনে ছুটে মরি🥵সঠিক সময়ের আগেই মিথ্যে সম্পর্কে জড়িয়ে পড়ি। কিন্তু বাবা-মার ভালবাসাটা সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারলে আমাদের ভালবাসার এত হাহাকার থাকতো না। প্রকৃত ভালবাসার স্বাদ লুকিয়ে থাকে মায়ের আঁচলের তলায় আর বাবার স্নেহমাখা শাসনে। আমরা কেন বাবা-মার ত্যাগের কথা ভুলে যাই? আমাদের বিলাসবহুল জীবন দিতে গিয়ে তারা নিজেদের অনেক প্রয়োজন নির্দ্বিধায় এড়িয়ে যান। এতে তাদের এতটুকুও আক্ষেপ বা আফসোস থাকে না। অথচ আমরা তাদের পর্যাপ্ত সময়টুকু দিতেও কত কুণ্ঠাবোধ করি! ঠিক কিনা আপনারাই বলেন 🙆‍♀️

09/08/2025

ঢাকা শহরে গরুর দুধ হাতের নাগালের বাহিরে অনেক দূরে গিয়ে এই অস্ট্রেলিয়ান গরুর দুধ কিনে খাই আমরা তাই আপনাদের সাথেও শেয়ার করলাম 👍

#গরুরদুধ ゚

সবাই শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আশা করি সবার কাজে লাগবে ইনশাআল্লাহ 🤲 #প্লিজশেয়ার
09/08/2025

সবাই শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আশা করি সবার কাজে লাগবে ইনশাআল্লাহ 🤲

#প্লিজশেয়ার

তেলাপিয়া মাছের সাথে egg rice অনেক মজা 🤤
09/08/2025

তেলাপিয়া মাছের সাথে egg rice অনেক মজা 🤤

08/08/2025

এদেশে টাকা ধার দেওয়ার সময় অন্যের দুঃখ শুনতে হয় 🙆🥵সেই টাকা ফেরত পাওয়ার সময় নিজের দুঃখ বর্ণনা করে ফেরত চাইতে হয়!😂😔

কিমাপুরি ও চা 🤤
08/08/2025

কিমাপুরি ও চা 🤤

07/08/2025

সন্ধ্যার নাস্তার জন্য বেস্ট একটা খাবার আলহামদুলিল্লাহ 🤲

゚ #চা

আল্লাহ ভাইটিকে ধৈর্য দান করুক 😭ইন্না-লিল্লাহ! আমি হইলে তো হার্ট অ্যাটাক করে নিজেও চলে যেতাম। ৩ বছর পর নিয়মিত ছুটি কাটাতে...
07/08/2025

আল্লাহ ভাইটিকে ধৈর্য দান করুক 😭
ইন্না-লিল্লাহ! আমি হইলে তো হার্ট অ্যাটাক করে নিজেও চলে যেতাম।

৩ বছর পর নিয়মিত ছুটি কাটাতে দেশে ফিরছিলেন ওমান প্রবাসী বাহার উদ্দিন ভাই।
কয়েক ঘন্টা আগে ব্যাগ ভর্তি স্বপ্ন আর ভালোবাসা নিয়ে দেশে আসতেছিলেন নোয়াখালী জেলার এই ওমান প্রবাসী ভাই।

তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে আসা পরিবারের ৭ সদস্য নিয়ে একটি হাইলেক্স গাড়ি ড্রাইভারের অসতর্কতা ও চুখে ঘুম নিয়ে ড্রাইভিং করায় রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে সবাই মৃর্ত্যু বরণ করেন নোয়াখালির বেগমগঞ্জে।
নিহত সাত সদস্যের মধ্য
তার স্ত্রী, মেয়ে, মা,নানি, ২জন ভাতিজি,এবং বড় ভাইয়ের স্ত্রী রয়েছেন।
পরিবারের আর বেচে রইলো কে উফফ...

তিনি টিকই দেশে এসেছেন কিন্তু
দেশে এসে পরিবারের ৭ জনের লাশ ব্যাগে নিয়ে বাড়িতে যাচ্ছেন শেষ বিদায় দিয়ে কবর দিতে😥

আল্লাহ তায়ালা উনাকে ও আত্মীয় স্বজনদেরকে সবরে জামিল দান করুন এবং পরিবারের সকল সদস্য কে জান্নাতুল ফেরদৌসের আ-লা মাকাম দান করুন।

জানিনা ভাইটি কিভাবে ধর্য্য ধরে স্বজনদের লাশ কাধে নিয়ে বাড়ি ফিরছে।

06/08/2025

অর্থকষ্ট মানুষকে প্রচণ্ড দুর্বল করে তোলে। যারা কখনো অর্থসংকটে পড়েনি, তারা কখনোই বুঝবে না—এই দুনিয়া কত নিষ্ঠুর হতে পারে। বাস্তবতা হলো, টাকার অভাবই মানুষকে চিনিয়ে দেয়—কে আপনার জন্যে আছে, আর কে শুধু বহিরাগত😔

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Shabrina Fashion Bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shabrina Fashion Bd:

Share

Category