প্রবাসের সাতকাহন - সাইফুল রাজীব

  • Home
  • প্রবাসের সাতকাহন - সাইফুল রাজীব

প্রবাসের সাতকাহন - সাইফুল রাজীব প্রবাসের সাতকাহন
(প্রবাসীদের প্রতিচ্ছবি)
(8)

03/11/2025

বি'তর্কি'ত ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামেই বেশি পরিচিত। বেশ কয়েকবার একাধিক পদে নির্বাচনে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। আবারও দিলেন সংসদ সদস্য (এমপি) পদে নির্বাচন করার ঘোষণা। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।

নিজ জেলা বগুড়া নয়- তিনি লড়বেন ঢাকার ১৭ নম্বর আসনে, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

03/11/2025

গত ১৫-১৬ বছর এত মিটিং,খাওয়া দাওয়া,কেন্দ্রীয় নেতাদের সংবর্ধনা,দামি দামি সব উপহার,সবকিছু বিফলে গেলো প্রবাসী নেতাদের,আব্দুল মালেক ছাড়া কেউ পায়নি দলীয় মনোনয়ন !

03/11/2025
03/11/2025

🔥দেশে আসার ফাইনাল এক্সিট আবেদনে এবার ভো'গা'ন্তি কিছুটা হলে ও কমবে...

03/11/2025

দুতাবাস কনস্যুলেট থেকে ফাইনাল এক্সিট পাওয়া নিয়ে ভালো একটা খবর দিব রাতের লাইভে 😊

03/11/2025

মোবাইল দিয়ে ২ মিনিটেই BMET বের করা শিখিয়ে দিয়ে,প্রবাসী সেবা কেন্দ্রগুলোর ক্ষ'তি করে ফেললাম না তো 😊

03/11/2025

🔥জুলাই সনদের প্রথম বাস্তবায়ন !

03/11/2025

🔥প্রবাসী ভাইয়েরা মোবাইল দিয়ে ২ মিনিটেই বের করুন আপনার BMET স্মাট কার্ড বা প্রবাসী কল্যান কার্ড ।

🔥যারা বলছেন আমার বয়স ৬০+ হয়ে যাওয়ায় আমাকে প্রবাসী কল্যান কার্ড দিচ্ছে না।আপনাদের বলছি : আপনাদের কাছে যদি সর্বপ্রথম বিদেশ...
03/11/2025

🔥যারা বলছেন আমার বয়স ৬০+ হয়ে যাওয়ায় আমাকে প্রবাসী কল্যান কার্ড দিচ্ছে না।
আপনাদের বলছি : আপনাদের কাছে যদি সর্বপ্রথম বিদেশে যাওয়ার সময়ের পাসপোর্টটি থাকে,এবং সে পাসপোর্টে যদি এই সিলটি থাকে তাহলে আপনার আর প্রবাসী কল্যাণ কার্ডের প্রয়োজন নেই।
এটাই আপনার প্রবাসী কল্যাণ কার্ড বা বিএমইটি স্মার্ট কার্ড।
যখনই কোন কাজে কোন জায়গায় প্রবাসী কল্যাণ কার্ড বা BMET স্মার্ট কার্ডের প্রয়োজন পড়বে তখন আপনাকে এই পাসপোর্ট বা পাসপোর্টের এই পাতার ফটোকপি দেখাতে হবে।
✅যারা বিদেশ যাওয়ার সময় ৩ দিনের ট্রেনিং শেষ করে BMET স্মার্ট কার্ড বা ম্যানপাওয়ার কার্ডটি পেয়েছেন,তাদের কে প্রবাসী কল্যাণ কার্ড করতে হবে না,আপনার জন্য ওইটাই প্রবাসী কল্যাণ কার্ড। @
✅আর যারা BMET স্মার্ট কার্ড দেয়া শুরু করার আগেই প্রবাসে চলে গেছেন,আপনারা চাইলে দূতাবাস, কনস্যুলেট,প্রবাসী সেবা কেন্দ্র অথবা দেশে আসা যাওয়ার সময় বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কে গিয়ে এই প্রবাসী কল্যাণ কার্ড টি করতে পারবেন, আপনাদের এই প্রবাসী কল্যাণ কার্ডটি BMET স্মার্ট কার্ড বা ম্যানপাওয়ার কার্ডের মতই কার্যকর হবে।
✅আর যাদের বয়স ৬০+ যারা এই দুইটির একটি করতে পারতেছেন না,আপনারা আপনাদের পুরনো কাজ করতে চেক করুন,সেই পাসপোর্টে যদি ছবিতে থাকা সিলটি থাকে,তাহলে ওটাই আপনার BMET স্মার্ট কার্ড,ম্যানপাওয়ার কার্ড বা প্রবাসী কল্যাণ কার্ড যাই হোক না কেন ওইগুলোর মতোই কার্যকর।
কারণ যখন এই BMET স্মার্ট কার্ড বা প্রবাসী কল্যাণ কার্ড চালু হয়নি তখন হাতে লেখা পাসপোর্ট গুলোতে বিমানবন্দর থেকেই এই সিলটি দেয়া হত,যা প্রমান করে আপনি বৈধ ভিসায় বৈধপথে প্রবাসে গিয়েছেন।
আর এখন আধুনিক যুগ হওয়ায় সিল না দিয়ে এই কার্ডগুলো দেয়া হচ্ছে।
✅এই কার্ড গুলো কেন করব?এটা করে টাকাটাই লস? আসলে এটা করে ২ পয়সার লাভ ও নাই,এ ধরনের অনেক প্রশ্ন অনেকেই করেন,এবং করাটাও যুক্তি বলে আমি মনে করি।
কিন্তু আমি ওই বিষয়ে কোন তর্কে যাব না,কারণ ওটা সরকারের দায়িত্ব,তারা আপনাকে যে কাঙ্খিত সেবা দিবেন বলছে সেটা না দিলে তার জবাবও তারা আপনাদেরকে দিবে বা দিতে বাধ্য।
✅কিন্তু আমি এই পোস্ট করার উদ্দেশ্য হলো : বেশ কয় বছর ধরে প্রবাস থেকে নিয়ে কাজ করতে গিয়ে লক্ষ্য করেছি,বিভিন্ন সময় বিভিন্ন কাজে এই কার্ডটির প্রয়োজনীয়তা আছে,তাই আমি মনে করি অদুর ভবিষ্যতে সুযোগ-সুবিধা কি পাবেন কি পাবেন না সেটা না ভেবে একজন প্রবাসী হিসেবে প্রয়োজনীয়তা মনে করে,এই তিনটি যে কোন একটি আপনার সংগ্রহে থাকা উচিত বলে আমি মনে করি।
🔥আরেকটি বিষয় : অনেকেই বলেছেন আমার কার্ডটি ছিল সেটা হারিয়ে গেছে,কাজ হারিয়ে গেলে তো দুঃচিন্তা করার কিছু নেই।
এই কার্ডটি ইস্যু হয় পাসপোর্ট এর অধীনে,সুতরাং আপনার সাথে পাসপোর্ট থাকলে যেকোনো সময় দুতাবাস,কনস্যুলেট,সেবা কেন্দ্র বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এসে কার্ডটি পুনরায় বের করতে পারবেন।
অথবা যখন যে জায়গায় এই কার্ডটির প্রয়োজন পড়বে,আপনি যদি তাদেরকে নিশ্চিত করে বলতে পারেন যে আপনার এই কার্ডটি ছিল,তাহলে তারাও বের করে নিতে পারবে।
আবার অনেকে জিজ্ঞেস করেছেন এই কার্ডের মেয়াদ শেষ হয়ে যায় কিনা,না এই কার্ড একবার ইস্যু হলে সেটির আর মেয়াদ শেষ হবে না।

১ নভেম্বর ২০২৫ হতে সৌদি আরবে যারা প্রবেশ  করবেন - পুরাতন প্রবাসী , নতুন প্রবাসী, ভিজিট ভিসা  কিংবা উমরা বা হজ্জ যাত্রী- ...
02/11/2025

১ নভেম্বর ২০২৫ হতে সৌদি আরবে যারা প্রবেশ করবেন - পুরাতন প্রবাসী , নতুন প্রবাসী, ভিজিট ভিসা কিংবা উমরা বা হজ্জ যাত্রী- তারা ঔষধ নিয়ে আসার ক্ষেত্রে সতর্ক থাকবেন।

আপনার নিকট যদি এমন কোন ঔষধ থাকে যাতে এ'ল'কো'হ'ল এর উপস্থিতি আছে, তাহলে রেজিস্ট্রার ডাক্তার এর প্রেসক্রিপশন সহ সৌদি ফুড এন্ড ড্রা'গ অথরিটির ওয়েবসাইটে আপলোড করে অনুমতি নিয়ে তার কপি সাথে নিবেন।

কিছু কমন ঔষধ বাংলাদেশীরা নিয়ে আসেন। যেমন= রিভোট্রিল (Rivotril) ট্যাবলেট যার জেনেরিক নাম ক্লোনাজিপাম (Clonazepam)। এটি বাংলাদেশে ঘুমের ঔষধ হিসেবে বহুল ব্যবহৃত। কিন্তু, সৌদি আরবে এটি মা'দ'ক'দ্রব্য হিসেবে নথিভুক্ত।

ট্রামাডোল ৫০ এম জি ক্যাপসুল (Tramadol 50 MG Capsule) আরবীতে الترمادول। এটি ব্যথা নিরোধক ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। এই ঔষধের আরও বিভিন্ন নাম ট্রামাল (Tramal), কিংডল (Kingdol)।
= “এ্যালজোলাম” ট্যাবলেট যার জেনেরিক নাম আলপ্রাজোলাম (Alprazolam 0.25 MG Tablet)। আরবীতে البروزولام/ألبرازولام।
এ ঔষধ কিংবা এসব উপাদান বিদ্যমান অন্য যে কোন নামের ঔষধ সৌদি এয়ারপোর্ট দিয়ে বহন করতে হলে সফরের আগে এর প্রেসক্রিপশন সৌদি কাস্টমস এর ওয়েবসাইটে আপলোড করে পারমিশন নিতে হবে।

অন্যথায় মা'দ'ক'দ্রব্য পা'চা'রে'র মা'ম'লা'য় আ'ট'ক হতে পারেন। তাছাড়া সৌদিতে প্রেসক্রিপশন ছাড়া এই ঔষধ বহন করার কারণে যে কোনো সময় যে কেউ আ'ট'ক হতে পারেন।

যদি কেউ এমন মা'ম'লা'য় আ'ট'ক হন তাহলে সংশ্লিষ্ট প্রেসক্রিপশন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, সৌদি এ্যাম্বাসি, সৌদি পররাষ্ট্র মন্ত্রনালয়ের সত্যায়নের পর সৌদি ফুড এ্যান্ড ড্রা'গ অথরিটি থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। এবং লাইসেন্সধারী অনুবাদ সেন্টার থেকে অনুবাদ করে সৌদি কোর্টে সাবমিট করতে হবে।

ট্রাভেল এজেন্ট এবং রিক্রুটিং এজেন্টদের প্রতি অনুরোধ হলো, এই বিষয়ে যাত্রীদের টিকেট নেয়ার সময়ই সচেতন করে দিবেন।

02/11/2025

Address

Dhaka

1217

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাসের সাতকাহন - সাইফুল রাজীব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রবাসের সাতকাহন - সাইফুল রাজীব:

  • Want your business to be the top-listed Media Company?

Share

Our Story

সাইফুল রাজীব

জেদ্দা প্রতিনিধি -বাংলা টিভি

ইমেইল : [email protected]