Silent No More

Silent No More Speak up, even if your voice shakes..

10/10/2025

বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ!✊

30/08/2025

ঐ ব্যক্তির উপর জুলুম করার ব্যাপারে ভয় করো,

যার কাছে জুলুমের জবাবে দুই চোখের পানি ছাড়া আর কিছুই থাকে না।

[আত তিবরুল মাসবুক ফী নসীহাতিল মুলুক: ৬৯।

24/07/2025

وَاعبُدُوا اللَّهَ وَلا تُشرِكوا بِهِ شَيئًا وَبِالوالِدَينِ إِحسانًا وَبِذِي القُربى وَاليَتامى وَالمَساكينِ وَالجارِ ذِي القُربى وَالجارِ الجُنُبِ وَالصّاحِبِ بِالجَنبِ وَابنِ السَّبيلِ وَما مَلَكَت أَيمانُكُم إِنَّ اللَّهَ لا يُحِبُّ مَن كانَ مُختالًا فَخورًا

তোমরা ইবাদাত কর আল্লাহর, তাঁর সাথে কোন কিছুকে শরীক করো না। আর সদ্ব্যবহার কর মাতা-পিতার সাথে, নিকট আত্মীয়ের সাথে, ইয়াতীম, মিসকীন, নিকট আত্মীয়- প্রতিবেশী, অনাত্মীয়- প্রতিবেশী, পার্শ্ববর্তী সাথী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস-দাসীদের সাথে। নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা দাম্ভিক, অহঙ্কারী।
সূরা আন-নিসা, আয়াত ৩৬।

22/07/2025

ফেইসবুকের মত যে যে প্ল্যাটফর্ম গুলোতে আমরা বিচরন করি,সেখানে কিন্তু আমাদের কৃত পাপগুলো একেকটা বিশালাকার চেইনের মত কাজ করে।ব্যক্তিগত পাপ গুলো হাত চালাচালির ধরুন লম্বা হতে থাকে।যার শেষ ঠিক কোথায়,তা ঠাহর করা যায় না।শয়তানের প্ররোচনাই হউক বা নিজের নফসের তাড়নায় হউক,পাপের বোঝা কিন্তু বাড়ছেই।লাগামটা আর টেনে ধরা হচ্ছে না।তাই ফুরসত ফুরিয়ে যাওয়ার আগেই সাবধান হই।কি দেখছি,কি দেখার সুযোগ করে দিচ্ছি,কিসের প্রসার ঘটাচ্ছি এরকম নানান অন্যায়,অশ্লীল,পাপ কাজ গুলোর ব্যাপারে একটু সতর্ক থাকি।এই সময় এবং কাজ গুলোর জন্য আমরা অবশ্যই জিজ্ঞাসিত হব।

"যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতার প্রসার পছন্দ করে, তাদের জন্য ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জানো না।"
[সুরা : নুর, আয়াত : ১৯]

20/07/2025

নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে।”
[সূরা ইনশিরাহ: আয়াত ৫-৬]

18/07/2025

বুদ্ধিমান সেই ব্যক্তি, যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জন্য প্রস্তুতি গ্রহণ করে।”
— (তিরমিজি, হাদিস: 2459)

18/07/2025

হে আল্লাহ! যদি আমার জীবিত থাকা আমার জন্য কল্যাণকর হয় তবে আমাকে জীবিত রাখুন; আর যদি মৃত্যু উত্তম হয়, তবে আমাকে মৃত্যু দিন।”
— (সহিহ বুখারি)

03/05/2025

ত|ওহীদের কালে'মা পতাকায় ছেয়ে গেছে পুরো সোহরাওয়ার্দী উদ্যান..!🔥

12/04/2025

জনসমুদ্রে রুপ নিয়েছে 'মার্চ ফর গা*জা' 🇵🇸🇧🇩

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Silent No More posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share