Åh̊e̊m̊e̊d̊ j̊ůb̊åẙe̊r̊

Åh̊e̊m̊e̊d̊ j̊ůb̊åẙe̊r̊ J̊ůb̊åẙe̊r̊ r̊åj̊

19/06/2024
16/06/2024

😃 মজাদার সাতটি জোকস 😀

বিচারক : চুরি করার সময় তোমার স্ত্রী আর মেয়েটার কথা একবারও মনে হল না?

চোর : হয়েছিল তো হুজুর, কিন্তু দোকানটায় শুধু পুরুষদের কাপড়ই ছিল!

*

বাবা : আজ স্কুলে দুষ্টামি করিসনি তো?

ছেলে : না বাবা, ক্লাসে আজ পুরো সময় বেঞ্চের ওপর দাঁড়িয়েছিলাম! দুষ্টামি করার সুযোগই পাইনি!

*

আবদুল খালেকের মাথা গরম স্ত্রী ঝাড়ু দিয়ে তাকে পেটাতে শুরু করল। নিরুপায় হয়ে আবদুল খালেক টয়লেটে গিয়ে আশ্রয় নিল। স্ত্রী বাইরে থেকে চ্যাঁচাতে লাগল, ‘বেরিয়ে আয়, আজ তোর হাড়-মাংস আলাদা করে ফেলব!’

আবদুল খালেক ভেতর থেকে বলল, ‘টয়লেটের ছিটকিনি দিলাম আমি। আজ তোমার টয়লেট বন্ধ! এবার তোমাকে বোঝাব, আমার ক্ষমতা কত?’

*

রহিম : গত বছর তোমার গেটে লাগান নেম প্লেটে দেখলাম করিম বিএ। এ বছর দেখছি এমএ। তুমি এক বছরে এমএ পাস করলে কীভাবে?

করিম : কেন? গত বছর বউ মারা যাওয়ায় আমি হয়ে গিয়েছিলাম ব্যাচেলর। তাই লিখেছিলাম বিএ (ব্যাচেলর অ্যাগেইন)। এ বছর বিয়ে করলাম। তাই হয়েছি এমএ (ম্যারেড অ্যাগেইন)।

*

শিক্ষক : একি, তোমার ফুটবল ম্যাচ বিষয়ে লেখা রচনাটা যে রানার রচনার সঙ্গে একেবারে মিলে যাচ্ছে, ওরটা দেখে দেখে লিখছ নাকি?

ছাত্র : না স্যার। আমরা দু’জনে যে একই ম্যাচ দেখে লিখেছি। তাই এ রকম হয়েছে।

*

চাকরির ইন্টারভিউ দিতে গেছে তিন বন্ধু। বস সবাইকে প্রশ্ন করতে লাগল।

বস : ধরো সাপ্লাই দেয়ার জন্য যে পরিমাণ দুধ প্রয়োজন, তার চেয়ে ১০ লিটার দুধ কম আছে, তখন তুমি কী করবে?

প্রথম বন্ধু : আমরা আগেই কিছু পরিমাণ দুধ কিনে রাখব।

বস : Next

দ্বিতীয় বন্ধু : আবারও গাভী থেকে দুধ দোহন করব।

বস : Next

তৃতীয় বন্ধু : দুধে ১০ লিটার পানি হলেই চলবে।

বস : তুমি আজই জয়েন করো!

*
গণিত ক্লাসে স্যার অঙ্ক খাতা দেখতে গিয়ে রেগে চোখ লাল করে জনৈক ছাত্রকে লক্ষ করে বললেন, ‘কিরে, তোর একটি অঙ্কও তো হয়নি!’
ছাত্র : একি বলেন স্যার! একটি অঙ্কও হয়নি?
স্যার : না, তোর একটি অঙ্কও হয়নি। তাই আগামীকাল আমি তোর বাপের কাছে যাব।
ছাত্র : আব্বার কাছে যাবেন? তাহলে কালকে কেন, এখনই চলেন। আব্বা তো খুব বড় বড় কথা বলে, তিনি নাকি ভালো ছাত্র ছিলেন। তার রোল নং এক ছিল।
স্যার : তোর বাপ ভালো ছাত্র ছিল তা শুনিয়ে কাজ হবে না। যখন যাব তখন বুঝবি মজা।
ছাত্র : আমি কী মজা বুঝব, অঙ্ক কি আমি করেছি?
স্যার (আশ্চর্য হয়ে) : তাহলে কে করেছে?
ছাত্র : অঙ্ক তো সব আব্বা করে দিয়েছেন!
(পেজটাতে ফলো দেওয়ার )

12/06/2024

একটি প্রচলিত পুরোনো জোক
রাজনীতি
ছোট্ট ছেলে বাবাকে জিজ্ঞেস করলো "বাবা , আজকে ক্লাসে রাজনীতি সম্বন্ধে পড়ানো হচ্ছিল ।
"রাজনীতি" মানে কি ?
বাবা উত্তর দিলেন : এই ধরো আমি টাকা উপার্জন করে বাসায় নিয়ে আসি । আমি হলাম "পুঁজিবাদী" ।
তোমার মায়ের কাছে সব টাকা দেই । উনি সংসার চালান । উনি হলেন "সরকার" ।
তোমার দাদু যিনি আমাদের এখানে থাকেন আর সবকিছুতেই কমেন্ট করেন , তিনি হলেন "ট্রেড ইউনিয়ন" ।
আমাদের কাজের মেয়ে রহিমা হলো "শ্রমিক শ্রেণি " ।
তুমি হলে "জনগণ" আর তোমার ছোট্ট ভাইটি যে প্যাম্পারসে নিজেকে লুকিয়ে রাখছে সে হলো "জাতির ভবিষ্যৎ " ।
বুঝলে ?
ছোট্ট ছেলেটি কোনো উত্তর না দিয়ে চলে গেলো ওর রুমে । রাতে ছোট্ট ভাইটির কান্নায় ঘুম ভেঙে গেলো । কাছে এসে দেখলো ভাইটির বিছানা একদম ভিজে গেছে ।
মাকে ডাকতে গিয়ে দেখলো মা নাক ডেকে ঘুমুচ্ছে । কাজের মেয়ে রহিমাকে খুঁজে পেলো না তার কক্ষে । বাবার কাছে এসে দেখলো রহিমা ওখানে আর দরজার ছিদ্র দিয়ে বুড়ো দাদা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ।
ছেলেটি হতবাক হয়ে ফিরে এলো নিজের রুমে ।
পরের দিন সকালবেলায় নাস্তার সময় বাবা আবার জিজ্ঞেস করলো ছেলেকে
- তুমি বুঝতে পেরেছো রাজনীতি মানে কি ?
ছেলে উত্তর দিলো : হ্যাঁ বাবা । রাজনীতি মানে : পুঁজিবাদীরা শ্রমিকশ্রেণীকে শোষণ করে ।
ট্রেড ইউনিয়ন শুধু তাকিয়ে দেখে ।
সরকার ঘুমিয়ে থাকে ।
জনগণ নিরুপায় আর জাতির ভবিষ্যৎ ভেজা প্যাম্পারসে কাঁদে ।

12/06/2024

আপনি কোন পর্যায়ের খেলোয়ার ?

চাচাতো, খালাতো, মামাতো বোনের সাথে যারা প্রেম করে, তারা ইউনিয়ন পর্যায়ের খেলোয়ার।

স্কুলে থাকতে যারা প্রেম করে, তারা উপজেলা পর্যায়ের খেলোয়ার।

কলেজে উঠে যারা প্রেম করে, তারা জেলা পর্যায়ের খেলোয়ার।

ভার্সিটিতে গিয়ে যারা প্রেম করে, তারা বিভাগীয় পর্যায়ের খেলোয়ার।

বিয়ের পরও যারা প্রেম করে, তারা ন্যাশনাল পর্যায়ের খেলোয়ার।

ফেসবুকে যারা প্রেম করে, তারা ইন্টারন্যাশনাল পর্যায়ের খেলোয়ার।

যারা প্রেম করে না, তারা থার্ড আম্পায়ার !

পড়তে বসলে যা দেখি🤣😂
11/06/2024

পড়তে বসলে যা দেখি🤣😂

🤭ধান খেত পাহারা দিচ্ছে  বান্ধবী ললিতা 😂🤣
11/06/2024

🤭ধান খেত পাহারা দিচ্ছে বান্ধবী ললিতা 😂🤣

Address

Baburhat
Matlab Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Åh̊e̊m̊e̊d̊ j̊ůb̊åẙe̊r̊ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share