01/06/2025
একবার এক রাজা চোখের সমস্যা নিয়ে খুবই সমস্যায় ছিলেন। তাই রাজা অনেক জায়গায় চেষ্টা করেন কিন্তু কোনো ভাবেই চোখ ভাল করতে পারছে না।
বহুদিন পর রাজা সন্ধান পেলেন যে তার রাজ্যের বনে এক সন্ন্যাসি থাকেন। যিনি রাজার চোখের সমস্যা সব ঠিক করে দিতে পারেন ।
অবশেষে রাজা গেলেন সেই সন্ন্যাসীর কাছে, গিয়ে বললেন সন্ন্যাসী আমার চোখের সমস্যা ঠিক করে দিন। সন্ন্যাসী দেখে বললেন “রাজন আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি।”
“আপনি এক কাজ করুন এখন থেকে শুধু লাল জিনিসের দিকে তাকাবেন । শুধু লাল রঙ দেখবেন, তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে।” রাজা বললো আচ্ছা ঠিক আছে।
রাজা রাজ্যে ফিরে গিয়ে তার রাজপ্রাসাদ পুরোটা এবং সবকিছু লাল রঙ করে ফেললো। কিছুদিনপর আস্তে আস্তে রাজার চোখ ভালো হতে লাগলো।
তখন রাজা খুশি হয়ে তার সৈন্যদেরকে বললো যাও সেই সন্ন্যাসীকে নিয়ে আাসো আমি তাকে পুরস্কৃত করতে চাই।
তারপর সন্ন্যাসী যখন আসলেন তখন সৈন্যরা বালতি ভরে লাল রঙ দিয়ে তাকে রাঙিয়ে দিলো।
সন্ন্যাসী রাজার কাছে এলে, রাজা তাকে জিজ্ঞাস করলো- “কেমন আছেন?”
তখন সন্ন্যাসী বললেন- “দেখতেই তো পাচ্ছেন”, তিনি রাগান্বিতস্বরে বললেন, “রাজা আপনি আমাকে এমন লাল রঙ দিয়ে রাঙিয়ে দিতে বললেন কেনো”?
রাজা বললেন- “কেনো আপনিইতো বলেছেন লাল রঙ দেখতে, রং না দিলে, আপনাকে দেখলেতো আমার চোখে সমস্যা হত তাই।“
তখন সন্ন্যাসী বললেন- “রাজা আপনিতো একটা লাল চশমা পরলেই পারতেন ৷”
রাজা বললেন- “আরে সত্যিই তো!” রাজা লজ্জায় পরে গেলেন।
তারপর সন্ন্যাসী বললো- “দেখেছেন রাজা আমরা সমস্যায় পরলে আশে পাশের সব কিছু পরিবর্তন করতে চাই কিন্তু সমস্যার সমাধান যে আমাদের ভিতরই আছে তা লক্ষ করিনা”।
আমাদের নিজেদের বদলাতে বড় কোনো দেশে যেতে হয় না নিজের দেশে থেকেই নিজেকে বদলাতে পারবো। আমরা বদলালে আমাদের পরিবার বদলাবে, আমদের সমাজ বদলাবে আর সমাজ বদলালে আমাদের দেশ বদলে যাবে।
নিজেকে বদলাতে শিখুন গল্পের শিক্ষা: আমরা নিজেদের অনেক সমস্যা গুলো চাইলেই নিজের মধ্যে সামান্য পরিবর্তন এনে প্রতিকার করতে পারি।
সংগৃহীত