
09/12/2024
▪️আসসালামু আলাইকুম, আমরা জানি জন্মদিন পালন করা এবং জন্মদিনের উইশ করা হারাম, এটা মুসলমানদের কালচার না তাই আগামীকাল (১০-১২-২০২৪) দয়া করে কেউ আমাকে উইশ করবেন না বরং আমার জন্য দোয়া করবেন, এতেই আমি অনেক বেশি খুশি হবো (জাযাকাল্লাহু খাইরান)
▪️ দয়া করে কেউ ভুল বুঝবেন না, আল্লাহ তায়ালা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহর পথে জীবন গড়ার তৌফিক দান করুক (আমিন)