Newbies Vlogs & Diaries

Newbies Vlogs & Diaries খুবই ফজিলতপূর্ণ একটি page

-Ahnaf Saad Nahean

26/04/2025
15/04/2025

আপনার সন্তানের সঠিক বিকাশ চাইলে ৮-১০ বছর বয়স থেকেই তাকে হালকা ওয়েট ও শরীরের ওজন (bodyweight) দিয়ে strength training শুরু করান। তবে অবশ্যই সেটা সঠিক টেকনিক ও পর্যবেক্ষণের (supervision) অধীনে যেন হয়।
গবেষণায় দেখা গেছে, ওয়েট লিফ্টিং যেভাবে শরীরের “গ্রোথে” সহায়তা করে:
১. গ্রোথ হরমোন রিলিজ বাড়ায়:
সঠিক ওয়েট লিফ্টিং (compound exercises যেমন squats, deadlifts) করলে শরীর থেকে বেশি growth hormone ও testosterone নিঃসরণ হয়, যা muscle development ও overall শরীরের উন্নয়নে সাহায্য করে।
২. মাংসপেশি ও হাড় শক্ত করে:
এটা শরীরের গঠন উন্নত করে, posture ভালো করে — যেটা মানুষকে লম্বা ও confident দেখাতে সাহায্য করে।
৩. সুস্থ metabolism ও immunity:
রেগুলার strength training করলে হরমোন ব্যালান্স ভালো থাকে, যা indirectly শরীরের উন্নয়ন বজায় রাখে।
অনেকেই ভয় পায় যে ওয়েট লিফ্টিং করলে হাইট বাড়া বন্ধ হয়ে যাবে বা গ্রোথ থেমে যাবে। কিন্তু সত্যি কথা হলো: না, সঠিকভাবে ওয়েট লিফ্টিং করলে গ্রোথের কোনো সমস্যা হয় না। বরং গ্রোথ আরও ভালো হয়। বিস্তারিতভাবে বললে যেখানে সমস্যা হতে পারে:
• যদি খুব অল্প বয়সে ভারি ওজন তোলা হয় (টেকনিক না জেনে)
• যদি ইনজুরি হয় (বিশেষ করে হাড়ের গ্রোথ প্লেট-এ)
• যদি পর্যাপ্ত বিশ্রাম, খাবার, বা রিকভারি না হয়
কখনো সমস্যা হয় না, যদি:
• ওয়েট লিফ্টিং সঠিক ফর্ম ও গাইডলাইনের মধ্যে করা হয়
• প্রশিক্ষকের তত্ত্বাবধানে করা হয়
• বয়স অনুযায়ী ওজন বেছে নেওয়া হয়
১৩-১৪ বছর বয়স থেকে অনেকেই সিরিয়াস ওয়েট ট্রেনিং শুরু করতে পারে তবে তখনও ফোকাস থাকতে হবে টেকনিক শেখা, হালকা ও মাঝারি ওজন দিয়ে কাজ করা, এবং ইনজুরি এড়িয়ে চলা।
১৬ বছর ও তার উপরে বয়স থেকে শরীরের হরমোনাল পরিবর্তন বেশি হয়, তখন শরীরও ভারী ওজন তোলার জন্য আরও প্রস্তুত থাকে।
উন্নত বিশ্বে অনেকেই ১৬ বছর হবার আগেই অলিম্পিকে অংশগ্রহণ করে ফেলে। ভারতীয় উপমহাদেশে সাধারণ মানুষের জানার ও বোঝার আগ্রহ কম থাকার কারনে এখানে কিশোর কিশোরীদের অধিকাংশই হয় হ্যাংলা পাতলা অথবা মোটা। যার ফলে অলিম্পিকস এ অংশগ্রহণ করার মত পর্যাপ্ত যোগ্য এ্যাথলেট তৈরি হয় না।

বাংলাদেশের মার্কেটে ইজ*রাইলি কিছু কমন প্রোডাক্ট/তাদেরকে ফান্ডিং করা কোম্পানির প্রোডাক্ট:ড্রিংক্স:🔶 কোকাকোলা(coca cola)🔶প...
07/04/2025

বাংলাদেশের মার্কেটে ইজ*রাইলি কিছু কমন প্রোডাক্ট/তাদেরকে ফান্ডিং করা কোম্পানির প্রোডাক্ট:

ড্রিংক্স:
🔶 কোকাকোলা(coca cola)
🔶পেপসি (pepsi)
🔶 স্প্রাইট (sprite)
🔶ফান্তা ( Fanta)
🔶7up
🔶Aquqfina

রেগুলার র‍্যান্ডম প্রোডাক্ট:
🔶ম্যাগি নুডুলস (Maggi)
🔶কিটক্যাট (Kitkat)
🔶KFC
🔶Nestle,nescafe
🔶Pizzahub
🔶Oral-B (paste)
🔶মেডজুল খেজুরের কিছু বাজার

টেকনোলজি:
🔶নোকিয়া (Nokia)
🔶HP(laptop)
🔶Motorola(mobile)
🔶Intel
🔶Siemens

কসমেটিক এন্ড এপারেলস:
🔶লরিয়াল(LOREAL)
🔶Victoria's Secret
🔶John n Johnson
🔶Garnier
🔶Pantene
🔶Rexona
🔶Head n Shoulder
🔶Kelvin n klein
🔶Hugo boss
🔶Axe
🔶Dior
🔶Dove
🔶Lux
🔶GAP
🔶Puma
🔶Unilever

চ্যানেল:
🔶20th century fox
🔶CNN
🔶National Geographu
🔶Star(Tv channel)
🔶Sky
🔶Disnep

কপি পেস্ট করে ছড়িয়ে দিন এবং বাদ পড়া প্রোডাক্ট এড করতে পারেন..

এতদিন যা হইছে,এখন থেকে সর্বোচ্চ বয়কট অব্যাহত থাকবে।
রিমেম্বার দা কোড: ৮৭১,৭২৯



Global Strike for G'a'z'a.7th April.!
06/04/2025

Global Strike for G'a'z'a.
7th April.!

19/03/2025

হে আল্লাহ! ফিলিস্তিনকে বিজয় দান করুন!
আজ রাতে মসজিদ আল হারামে শেখ সুদাইসের আবেগঘন দুআ ফিলিস্তিনের ভাইদের জন্য

18/03/2025

গা*জা*য় আজান এর আগে এমন বেদনাদায়ক সুরে আজানকে কখনও শুনেনি 💔

18/03/2025

ফাহমিদুলকে কেন দরকার?
প্রথমত, হামজা চৌধুরীর মত একটা প্লেয়ার আমরা পেয়েছি- তাকে সাপোর্ট দেয়ার জন্য যা যা দরকার সবকিছুই ফাহমিদুলের মধ্যে আছে। সবচেয়ে বড় কথা ইউরোপীয়ান ফুটবলের গতির সাথে সে খুব ভালো অভ্যস্ত।
দ্বিতীয়ত, ৯০ মিনিট ম্যাচ খেলা মত পুরোপুরি স্টেমিনা তার আছে যেটা অন্যান্য প্লেয়ারদের মধ্যে নেই।
তৃতীয়ত, ফাহমিদুল গতি, ড্রিবলিং, পাসিং সবকিছু পারফেক্ট। ইতালিয়ান চতুর্থ ডিভিশনে খেলা যেকোনো ফুটবলারের মধ্যে এই স্কিল গুলা থাকবে।
এরচেয়ে বড় ব্যাপার - ফাহমিদুল ভার্সেটাইল প্লেয়ার। যেকোনো পজিশনে কোচ তাকে খেলাতে পারবে। বিশেষ করে হামজা যেসব লং পাস করে- সেগুলা বুঝা বা বল রিসিভ করার মত এবিলিটি একমাত্র ফাহমিদুলের আছে।
সিন্ডিকেটের কাছে হেরে ফাহমিদুল বিদায় নিলে বাংলাদেশ ফুটবল এখানেই শেষ।
- শামীম আহমেদ

18/03/2025

অবশেষে কারো বিয়ে, কারো তরমুজ ব্যবসার নীচে ডেবে গেলো আ%ছিয়ার বি%চারের দাবি।

16/03/2025

Address

Matuail
ADDRESSDIYAKAMKI???

Website

Alerts

Be the first to know and let us send you an email when Newbies Vlogs & Diaries posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share