08/11/2023
Maxwell,, what you did!! How U did this???😱
Maxii played one of the greatest knock in Cricket History!!🙌🖤
৯১ রানে ৭ উইকেট পড়ার পর আর কোনো উইকেট না হারিয়েই ২৯২ রান তাড়া করে জেতা অসম্ভব কিন্তু সেটাও সম্ভব হয়েছে। হয়ত নামটা ম্যাক্সওয়েল বলেই এই অসম্ভবও সম্ভব হলো। এক পায়ে খেয়েই ম্যাচটা জিতালেন। পায়ে ক্র্যাম্প নিয়েই আফগানদের উপর রীতিমতো তান্ডব চালিয়েছেন। দলকে জিতানো ছক্কায় তার রান গিয়ে দাঁড়ালো ২০১* রানে। অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসেরই ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
হাটতে পারতেছিলো না। ব্যাটিংয়ের সময় পা নাড়াতেও পারতেছিলেন না। প্রায় প্রত্যেকটা ওভারে ট্রিটমেন্ট লাগতেছিলো। কিন্ত সত্যিকারের যোদ্ধারা সকল প্রতিকূলতার মাঝেও নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দেয়৷ আর সেটাই দিলেন ম্যাক্সওয়েল। আজ ম্যাক্সওয়েল ইতিহাসের পাতায় আজীবনের জন্য নিজের নামটা খোদাই করে রাখলো।
Unbelievable. Maxwell, you did an impossible task possible.
Only he could have done this. Only him. Only him. Take a bow you absolute monster... ❤️