
06/01/2024
বেনাপোল এক্সপ্রেসের ভিতর একজন কিছু খোঁজ করছিলেন।তাকে যখন প্রশ্ন করা হলো কি খুঁজছেন? তিনি বলছেন আমার পাসপোর্টটা হারিয়ে গিয়েছে। লোকটা কেঁদে কেঁদে বলছে আমার ৭ তারিখ ফ্লাইট।
হয়তো জীবনের সব সম্বল দিয়ে এমনকি ঋণগ্রস্থ হয়ে বিদেশে কাজের জন্য সব গোছগাছ করে যাচ্ছিলেন। হায়েনারা তার সব স্বপ্ন সাধ নিমিষেই পুড়িয়ে ছাই করে দিল। বেঁচে থাকার অবলম্বনটুকুও হারিয়ে গেল। পরিবারের সব আশা শেষ করে দিল।
ট্রেনের জানালায় ঝুলে থাকা লোকটাকে যখন বাইরের মানুষজন বলছিল নেমে পড়েন ট্রেনে ভয়াবহ আগুন লেগেছে। সে বলছে , আমি বেঁচে থেকে কি করবো আমার স্ত্রী সন্তান মারা গিয়েছে।তার হাতও ধরেছিল একজন কিন্তু তিনি নামেননি নামার চেষ্টাও করেননি।
আপনাদের ক্ষমতার দ্বন্দ্বে আর কত নিরীহ মানুষ প্রান হারাবে।আমরা একটু শান্তিতে বাঁচতে চাই। দেশটাকে তো অনেক আগেই জাহান্নাম বানিয়েছেন।এই জাহান্নামের ভিতর বারবার আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করেন কেন?
আল্লাহ তা'য়ালা দুনিয়াতে যেন এদের সব প্রাপ্য বুঝিয়ে দেয়।