Brishti Akhter

Brishti Akhter সম্মান জিনিসটা অনেকটা
আয়নার মতো আপনি যতটুকু
দেবেন টিক ততটুকু পাবেন....🥰....বৃষ্টি 🥀

20/05/2025

আসসালামু আলাইকুম...!
সবাই কেমন আছেন?

12/05/2024

এসএসসি ও সমমানের পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ❤️🥀

আজকে প্রথম নিজের হাতে বাঁশ রান্না করে খেলাম😜
19/04/2024

আজকে প্রথম নিজের হাতে বাঁশ রান্না করে খেলাম😜

10/04/2024

আসসালামু আলাইকুম...!!
❤️ঈদ মোবারক 🥀

রোজা রেখে নদীতে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু😭😭 ইন্নালিল্লাহি ও ইন্নাইলাইহি রাজিউন।সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন...
02/04/2024

রোজা রেখে নদীতে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু😭😭 ইন্নালিল্লাহি ও ইন্নাইলাইহি রাজিউন।সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতবাসি করে এবং তাদের মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন... আমিন।

আজ উত্তর শাহবাজপুরে  বন্ধু কল্যাণ ট্রাষ্ট, শাহবাজপুর,কর্তক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায়  ্হান অর্জন করেছে (দারুল কুর...
28/03/2024

আজ উত্তর শাহবাজপুরে বন্ধু কল্যাণ ট্রাষ্ট, শাহবাজপুর,কর্তক আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় ্হান অর্জন করেছে (দারুল কুরআন মডেল মাদ্রাসা) বড়লেখা'র মেধাবী ছাত্র হাফিজ ওমর ফারুক। সে ইতিমধ্যে তার মাদ্রাসা'র হয়ে- উপজেলা, জেলা ও বিভাগিও পর্যায়ে বিভিন্ন হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহন করে কৃতিত্বের সাথে প্রতিনিয়ত সাফল্য অর্জন করে আসছে, সবাই তার জন্য দোয়া সে যেনো তার মা-বাবা'র স্বপ্ন পুরন করতে পারে।

হাফিজঃ- ওমর ফারুক
পিতাঃ ছয়ফুর রহমান(কাতার প্রবাসী)
ছাত্র, দারুল কুরআন মডেল মাদ্রাসা,বড়লেখা।
বয়স ১৩,
গ্রামঃ শিমুলিয়া,দক্ষিণ ভাগ দক্ষিণ-ইউপি,কাঠালতলি,বড়লেখা মৌলভীবাজার।

জীবনে কখনো কি কোন মৃতকে গোসল করিয়েছেন? সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন, খুব কাছ থেকে দেখবেন মৃত্যুর পরে মানুষের দেহটা কত ...
27/03/2024

জীবনে কখনো কি কোন মৃতকে গোসল করিয়েছেন? সুযোগ পেলে মৃতদের গোসল করাবেন, খুব কাছ থেকে দেখবেন মৃত্যুর পরে মানুষের দেহটা কত অসহায় হয়, মৃত্যুর পরে মানুষের মৃতদেহ কতটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়।

সুযোগ পেলে রাতে লাশ পাহারা দিবেন। তখন বুঝতে পরবেন মৃত্যুর পরে প্রিয় মানুষটার লাশ রাতের বেলা আপনার কাছে কত অদ্ভুত লাগে, কত ভয়ের কারণ হয়ে উঠে, কত আতঙ্কের কারণ হয়ে যায়।

সুযোগ পেলে মৃত ব্যাক্তির শরীরে একটু হাত লাগিয়ে কিছুক্ষণ স্পর্শ নিবেন। আপনি তখন উপলব্ধির সুযোগ পাবেন এই পৃথিবীতে বিশাল প্রভাব-প্রতিপত্তি রেখে যাওয়া মানুষগুলো মৃত্যুর পরে কত নির্জীব রূপ ধারন করে।

সুযোগ পেলে আপনজনদের লাশ কবরে নামাবেন- খুব আগ্রহ নিয়ে শেষবারের মতো মৃতদেহের মুখটি দেখার চেষ্টা করবেন এবং বারবার উপলব্ধির চেষ্টা করবেন এই মৃতদেহের সাথে অনন্তকালের যাত্রার পথে এটাই আপনার জীবনের শেষ দেখা।

জীবনে সুযোগ পেলে মাঝেমধ্যে কবরস্থানে গিয়ে নিরবে কিছুক্ষণ দাঁড়াবেন। এরপর মনে মনে চিন্তা করবেন জীবনের লাভ ক্ষতির হিসাবে এই মৃত মানুষগুলো এই পৃথিবীতে কি করে গেছেন? কাদের রেখে গেছেন? যাদের রেখে গেছেন তারা কি কখনও এই মৃত মানুষগুলোকে স্মরণ করার জন্য কবরস্থানের আশেপাশে আসে?

আমাদের সবার শরীরেই কমবেশী রক্তকণা আছে। একথা চিরসত্য যে আমাদের শরীরের প্রতিটি রক্তকণা শরীরে খুবই গুরুত্ব বহন করে। অথচ আমাদের শরীর থেকে কোন রক্তকণা বেরিয়ে গেলে সেটির যেমন কোন গুরুত্ব থাকে না তদ্রুপ আমাদের দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে আমাদের শরীরেরও অন্যের কাছে কোন মূল্য থাকে না।

আমাদের জীবনটা বড় বৈচিত্রময়। বেঁচে থাকতে আমরা এর জন্য ওর জন্য কত মায়া দেখাই, কত ভালবাসা দেখাই। এ আমার ছেলে তো সে আমার মেয়ে, এ আমার ভাই তো সে আমার বোন। অথচ মরে গেলে এই মানুষগুলোই সবার আগে তোড়জোড় শুরু করে কিভাবে মৃতকে দাফন করা যায়! কত দ্রুত মৃতকে কবরস্থ করা যায়! সেই চিন্তায় সবাই তটস্থ থাকে।

আমাদের জীবনটা আসলেই সাময়িক। এই সাময়িক জীবনটা মাত্র চল্লিশ-পঞ্চাশ-ষাট অথবা বড়জোর সত্তর বছরের সমষ্টি। অথচ এই জীবনে আমরা কখনো মৃত্যুর কথা না ভেবে কিভাবে অঢেল সম্পদ অর্জন করা যায় সেই চিন্তায় সর্বদা বিভোর থাকি।

এই পৃথিবীতে যার অঢেল সম্পদ আছে সে আরো সম্পদ চায়। যার সম্পদ নেই সে সম্পদ নেই ভেবে সর্বদা দুশ্চিন্তায় সময় কাটায়। আমাদের ১০% মানুষ ব্যতীত ৯০% মানুষেরই ধান্ধা ইহকাল আগে এবং পরকাল পরে। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সটিক বুঝ দান করুন..!!

Everyone
👇

Brishti Akhter

বলতো মা আমি কে.... ?আমি হলাম ১৪ ফেব্রুয়ারির পর তোমার গর্ভে রাতের আধাঁরে লুকিয়ে জন্ম নেয়া সেই হতভাগা সন্তান...😔জানো মা ?...
19/02/2024

বলতো মা আমি কে.... ?

আমি হলাম ১৪ ফেব্রুয়ারির পর তোমার গর্ভে রাতের আধাঁরে লুকিয়ে জন্ম নেয়া সেই হতভাগা সন্তান...😔

জানো মা ? তুমি চলে আসার পর আমার সাথে কি হয়েছিলো ? তুমি যখন কাপর দিয়ে ঢেকে আমায় ফেলে আসলে, আমি চোখ খুলে দেখি তুমি নেই ! এদিক ওদিক সব দিক তোমায় খুজলাম, চারিদিক অন্ধকার, বুঝে নিলাম তুমি নেই 😢

আমি তো তোমায় 'মা' ডাকতে শিখিনি তখনো, কিন্তু আমি জানতাম আমার চিৎকার শুনে তুমি দৌড়ে ছিটে আসবে। তাই চিৎকার করে কাঁদতে লাগলাম...

জানো 'মা' আমার চিৎকারে তুমি এলেনা ঠিকই,
কিন্তু রাস্তার কুকুরগুলো আমার কান্না শুনে ঠিকই আমায় খুজে নিলো। আমি ভাবলাম কুকুর গুলো বুঝি আমায় তোমার কাছে নিয়ে যাবে...

কিন্তু না মা! তোমার কাছে নেওয়ার জন্য না। ওরা এসেছে আমায় খাওয়ার জন্য। একটা দুইটা কুকুর না মা অনেক কুকুর! কি ধাঁরালো দাঁত ওদের...

আমায় দেখেই ওদের মুখ দিয়ে লালা পড়ছিলো। প্রথমে একটা কুকুর এসে নখ দিয়ে আমার নরম পাজঁর গুলো ছিড়লো। তারপর আরো দুইটা কুকুর মাথাটা নিয়ে কি টানাটানিই না করছিল, তখন কি যন্ত্রনাই না মা হচ্ছিলো, তুমি বুঝবেনা মা! বুঝলে কি আর আমায় ফেলে যেতে ? 🥺

জানো 'মা' ওরা যখন আমায় টানাটানি করছিলো, একটা সময় আমার যন্ত্রনাটাও কমে গেল। কমবে না কেন বল ? আমার তুলতুলে নরম খাঁচাটি ভেঙে প্রান পাখিটা তো ততক্ষণে উড়ে গেছে ! 😥

জানিনা কে তোমায় ভালবাসি বলে কাছে টেনে নিয়ে আমায় জন্ম দিয়ে গেল। ও না হয় অমানুষ ছিল, কিন্তু তুমি তো মা ! তবে তুমি কেমনে পারলে আমায় আবর্জনার স্তূপে ফেলে দিতে ? 😓

যদি নিজের মান সম্মানের কথা এতই ভাবতে, তবে মানুষরূপী ঐ পশুটির কাছে গিয়ে আমাকে জন্ম দিলেই বা কেন.? কেনই বা এমন মানুষের কাছে নিজের সব কিছুই উজাড় করে দিলে ? 😒

ভালবাসার অর্থ কি মা বিবাহের পূর্বে এক বিছানায় রাত্রি যাপন করা ? ভালবাসার অর্থ কি মা আমার মত নিষ্পাপ সন্তানকে লোকের অগোচরে জন্ম দিয়ে কুকুর দিয়ে খাওয়ানো? 😭

তবে শোন মা..🙂

মায়ের ভালবাসা পাওয়ার আগেই ভারাক্রান্ত হৃদয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো! আমি হাশরের দিন তোমার জন্য আল্লাহর নিকঠ সুপারিশ করবো মা। আল্লাহ তায়ালা তোমায় যাতে ক্ষমা করে দেয়...😊

কি করবো বলো ? তুমি আমার কথা না ভাবলেও আমি তোমার কথা ঠিকই ভেবে রেখেছি,মা তোমার কাছে শুধু একটা অনুরোধ, যদি সন্তানকে লোকের সামনে আনতে এতই লজ্জা করে তোমার, তবে আর কখনো আমার মত অবৈধ সন্তানের জন্ম দিওনা মা ..😔😭
©️


Brishti Akhter

অভিনন্দন ❤️🥀
12/01/2024

অভিনন্দন ❤️🥀

15/12/2023

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের,সম্ভ্রম হারানো মা বোনদের,পঙ্গুত্ত বরণকারি মুক্তিযোদ্ধাদের এবং জীবিত সকল মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি,,,🥀♥️

07/08/2023

এডিটের মাইরে বাপ,সপন আহমেদ

ঈদ মোবারক ❤️সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
28/06/2023

ঈদ মোবারক ❤️
সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।

Address

Maulvi Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brishti Akhter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share